নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Genius is here : http://about.me/masum

অবাক কাণ্ড! আমার জীবন সময় কত দ্রুত কমে যাচ্ছে !

ফোনেটিক

আমি আপনার মতোই সাধারণ.....

ফোনেটিক › বিস্তারিত পোস্টঃ

আবু তাহেররা সহজে জন্মাবে না, জন্মাবে শুধু বড় বড় চোর।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭



Arif Jebtik

গত ২৬ তারিখের ঘটনা। ফেনি হাইওয়েতে ভোর ৪টায় ডাকাতরা গাড়ি থামানোর সংকেত দেয়। সেই সংকেত অগ্রাহ্য করে অসীম সাহসী চালক গাড়ি চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। এবার গুলি বর্ষন করতে থাকে ডাকাতরা। একটি গুলি চালকের গায়ে সরাসরি লাগে, কিন্তু তবুও তিনি গাড়ি চালিয়ে নিতে থাকেন। আরো কিছুক্ষন পর তিনি ঢলে পড়লে চালকের সহকারী নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়িটি চালিয়ে নিরাপদে নিয়ে আসেন। গাড়ি থামলে দেখা যায় চালক নিহত হয়েছেন।



এই অসীম সাহসী চালকের নাম আবু তাহের, আর সহকারীর নাম হুমায়ূন।

যে দেশে হাইওয়ে পুলিশরা ব্যস্ত আছে চাঁদাবাজির মচ্ছবে, যেদেশে দায়িত্বহীনতা এবং দায়িত্ব এড়িয়ে যাওয়াটাই অধিকাংশ মানুষের অভ্যাস- সেই দেশে আবু তাহেরকে নিয়ে হুলুস্থুল হওয়া উচিত ছিল। এই অসীম সাহসী ও দায়িত্বপরায়ন মানুষটির ছবি চেয়েছিলাম পত্রিকার প্রথম পাতার ফার্স্ট লিডে। টিভি সাংবাদিকরা তার উপর বিশাল প্রতিবেদন তৈরি করবেন এমনটা চেয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আর যোগাযোগমন্ত্রী আবু তাহেরের জানাজায় অংশ নিবেন, এমনটাই আশা করেছিলাম।

রাষ্ট্র আবু তাহেরের পরিবারের দায়িত্ব নেবে-এমনটাই প্রত্যাশা করেছিলাম।



এরকম কিছুই ঘটেনি। আবু তাহেরের বিধবা বউটা হয়তো ধুঁকতে থাকবে, ছেলেটা হয়তো বাপের শাসনের বাইরে বখাটে হবে, মেয়েটাকে হয়তো স্কুল ছাড়িয়ে এনে বিয়ে দিয়ে সংসারের চাপ কমানো হবে।

আবু তাহেরকে আমরা মূল্যায়ণ করব না।



আমাদের পত্রিকার প্রথম পাতা আবু তাহেরের জন্য বরাদ্দ নয়, সেখানে সবচাইতে বড় চোরদের খবর বড় বড় লাল শিরোনামে প্রকাশিত হতে থাকবে।



যে জাতি প্রতিদিন সকালে উঠে চোরদের মুখ দেখে পত্রিকায়, সে জাতির ঘরে আবু তাহেররা সহজে জন্মাবে না, জন্মাবে শুধু বড় বড় গাব্দাগোব্দা চোর। যে জাতি চোরদেরকে হিরো ভাবে আর আবু তাহেরদেরকে এড়িয়ে যায়, সেই জাতির কপালে চোরদের লাথিগুতাই ভবিতব্য।



সূত্র: মতি & Facebook

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সম্মানিত যাত্রীদের তিনি রক্ষা করলেন ...আর তাঁর এই পরিনতি ।।আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

ফোনেটিক বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১

আহলান বলেছেন: এরা হারিয়ে যাবে ... তবে মহান রাব্বুল আলামিন ঠিকই তার প্রতিদান দেবেন ...

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

ফোনেটিক বলেছেন: ধন্যবাদ। কিন্তু আবু তাহেরের পরিবারের যে ক্ষতি হলো এর প্রতিদান কে দেবে?

৩| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

নিজাম বলেছেন: স্যালুট টু আবু তাহের

৪| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭

এফ এন এফ বলেছেন: এর পরেও এই আবু তাহের রাই আমাদের মানুষ হবার জন্য অন্রপ্রেরনা দিবে।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

ফোনেটিক বলেছেন: ধন্যবাদ। মানুষ হওয়া জন্য ভাল মানুষ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোটাও জরুরী। তাদের ক্ষতির প্রতিদান দিতে হবে।

৫| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

রোহান খান বলেছেন: স্যালুট টু আবু তাহের

৬| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

খাটাস বলেছেন: আমাদের পত্রিকার প্রথম পাতা আবু তাহেরের জন্য বরাদ্দ নয়, সেখানে সবচাইতে বড় চোরদের খবর বড় বড় লাল শিরোনামে প্রকাশিত হতে থাকবে।
অনেক শ্রদ্ধা আবু তাহেরের প্রতি।
আমাদের ও হা হুতাস বাদ দিয়ে অন্তত কিছু টা স্বার্থপরতা থেকে বেরিয়ে হলে ভাল মানুষ হউয়ার চেষ্টা করা উচিত।
প্লাস।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮

ফোনেটিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

নীল বরফ বলেছেন: মাঝে মাঝে এরকম আত্নত্যাগ আমাদের সবাইকে থমকে দেয়,চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা চাইলেই কি করতে পারি আর কি করতে পারিনা। আমার আজন্ম ভীতু মনটা আজকে হটাৎ নড়েচড়ে বসলো" আর কত? আর কত শত বছর? ভাই কস্টে আমার বুকটা ফেটে যাচ্ছে।

আজ থেকে বছর ১০-১২ আগে পেপারে দেখেছিলাম, দেশের কোন এক জেলায় মাঘের শীতের প্রচন্ড কুয়াশার সকালে এক মালবোঝাই ট্রাক শুকনো নদীর উপর বেইলী ব্রিজ পার হচ্ছিল; কিন্তু সেই ব্রিজে এক ছাগলের বাচ্চা দাঁড়িয়ে ছিলো। সেই ছাগলের বাচ্চাকে বাচাতে গিয়ে সেই ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে পরলো সোজা শুকনো নদীতে।ফলাফল ট্রাকের ২ ঘুমন্ত সহকারীসহ ৪ জন স্পট ডেড।আসলে মানুষ চাইলে কিনা করতে পারে।

আমার শিশু মনে এটার ব্যাপক প্রভাব পড়েছিলো; যেটা আজো বিদ্যমান।

আল্লাহ তুমি আবু তাহেরকে জান্নাতবাসী করে দিয়ো।আমিন।

০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ফোনেটিক বলেছেন: ধন্যবাদ। এই আবু তাহের রাই এর মত ভাল মানুষ আছে বলেই হারানো বিশ্বাস, আবার ফিরে পাই, সুন্দর জীবনের স্বপ্ন দেখি।

আপনার লেখা পড়ে মনে হল, আপনি একজন ভাল মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.