![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আপনার মতোই সাধারণ.....
জামালপুর জেলার সীমান্তবর্তী লাউচাপাড়া পর্যটন কেন্দ্রে। পথের ধকল কাটিয়ে নিতে এবার একটু বিশ্রাম চাই। তারপরই বেরিয়ে পড়া। চারপাশে ঘন সবুজ। পাহাড়গুলো গাছে ঢাকা। আছে জেলা পরিষদের তৈরি করা পর্যবেক্ষণ টাওয়ার। ওপরে দাঁড়ালে চোখে পড়ে পাহাড়ের ফাঁকে চিকন সিঁথির মতো রাস্তা। সেই টাওয়ারে দাঁড়িয়ে পেছনে পাহাড় রেখে ছবি তোলার হিড়িক বেড়াতে আসা সবার মধ্যে। মনেই থাকল না পথের ক্লান্তি।
পরদিন সুনসান ভোরে ঘুম ভাঙাল পাখিরা। শহুরে কর্কশ অ্যালার্মে অভ্যস্ত কানে দারুণ মধুর এই আওয়াজ। আশপাশে বোধহয় জাগেনি কেউ তখনো, ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম একাই। পাহাড়ি বাতাসে নাম না-জানা ফুলের গন্ধ। রূপেও কম যায় না তারা। সকালে যারা ঘুম ভাঙিয়েছিল, সেইসব পাখিও চোখে পড়ল।
বিস্তাবিত
©somewhere in net ltd.