নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্ট বিদ

কস্ট পেতে পেতে এখন কিছুই আর মনে হয়না,তবু বেচে থাকার নিরন্তর চেষ্টা।

কস্ট বিদ

কস্ট বিদ › বিস্তারিত পোস্টঃ

বোঝেনা সে বোঝেনা

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

''এই যে লিখছি,পড়ছি,খাচ্ছি-দাচ্ছি, স্বপ্ন দেখছি,প্লান করছি,সবকিছুই থেমে যেতে পারে,যে কোন সময়।এখন কিংবা এই মুহূর্তে।'





তবু শুয়ে শুয়ে ভাবি কাল কি করবো,কোন ড্রেসটা কিনবো,কোথায় ঘুরতে যাবো। এক জীবনে সব করতে চাই আমি,সব।

ভাবনায় ছেদ পড়ে যায়-যখনি মামুন আসে ভাবনায়।একদিন আড্ডা না দিলে দিনটাই মাটি হয়ে যেত।সেওতো বছর ঘুরতে চললো মামুন নেই,আড্ডা দিইনা,আমি কি থেমে আছি?

দম শেষ ত সব শেস।এক মামুনের জন্য পৃথিবীর কারো ক্ষতি হয়নি,জিবন থামেনি, স্বপ্ন হারায়নি।

আমিও তো হুট করে চলে যেতে পারি-সেদিন আমার খোজটাও কেও নেবেনা।আমি যেমন মামুনেরটা নিচ্ছিনা।

দোস্তরে, , ,তবু স্বপ্ন বুনি, কত কিছু করব।বিশাল ব্যবসা হবে আমার, বাড়ি-গাড়ি হবে,সংসার নিয়ে সুখে দিন কাটাবো।

পৃথিবীর ৭০০ কোটি মানুষের ভিড়ে- এই আমার বুকে তুই আছিস, যখনি তুই উঁকি মারিস মনে হয় -এই বুঝি সব থেমে গেল আমার।সুখ স্বপ্ন ভাবনা প্ল্যান সব।

''তোকে নিয়ে তাও আমি ভাবি,আমায় নিয়ে ভাববে কে?''

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.