নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্ট বিদ

কস্ট পেতে পেতে এখন কিছুই আর মনে হয়না,তবু বেচে থাকার নিরন্তর চেষ্টা।

কস্ট বিদ

কস্ট বিদ › বিস্তারিত পোস্টঃ

আইজকা বাসে

১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

সামান্য প্রয়োজনে সাভার গিয়েছিলাম।ফিরে আসার সময় হঠাত বাসের সামনে গোলমাল বেধে গেল।পিছন থেকে কিছু বুঝিনি।পরে হেলাপার কে ডেকে যা শুনলাম তার সারমর্মঃ

ভাড়া ৩০ টাকা, চাচায় দিছে ২৫ টাকা।হেল্পার বলল চাচা আর ৫ টাকা দেন।

চাচা বলল- ভাড়া ২৫ টাকা তার বেশি দিমুনা।লাগে কিলো হিসাব করে দিমু।

হেল্পার কিলো হিসাব করে বল্ল-ভাড়া ২৭টাকা,চাচা দুই টাকা দেন।

চাচায় গেছে খ্যইপা, বলল -তাপ্পর দিমু।

চাচার পাশের ছিটে ছিল জা বি র এক ছাত্র।

সেও চাচাকে বলল চাচা দুই টাকা দেন।

চাচার বড় বড় দাড়ি, মাথায় টুপি,বয়স ৪০-৪৫,নামাজ যে পড়েন তার প্রমান উনার কপালে।

হুমকি-ধামকির পরে ছেলেটির হাতে চাচার মার খাওয়া ।

নানা মুনির নানা মত।আমি অধম দেখার বেশি কিছু করিনি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: .........ছিল জা বি র এক ছাত্র ....

চাচার বয়স ৪০-৪৫

হুমকি-ধামকির পরে ছেলেটির হাতে চাচার মার খাওয়া ।

কাজটা কি ঠিক হল? গায়ে হাত তোলা !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.