নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আউলের ব্লগ

না থিং টু সে

আউট

না থিং টু সে

আউট › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের গার্মেন্টেসের ১১০ মিলিয়ন ডলারের অর্ডার বাতিল

২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:০৯

বাংলাদেশে গার্মেন্টেস খাত বাংলাদেশের রপ্তানী বানিজ্যের প্রধান খাত, এই থাতেই সবচেয়ে বেশী বৈদেশীক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ, আর এই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে আছে শত শত প্রতিষ্ঠান - আর এভাবে অর্ডার বাতিল হলে পথে বসবে এই শিল্প আর এর উপর নির্ভরশীর প্রতিষ্ঠান আর এই সব প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার লোক



শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, গত ছয় মাসে কারখানা পরিদর্শন শেষে একশ’ ১০ মিলিয়ন ডলারে অর্ডার বাতিল করেছে উত্তর আমেরিকার বায়রাদের সংগঠন অ্যাকর্ড।



আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।



বিজিএমইএ সভাপতি জানান, গত ছয় মাসে চারশ’ ১৯টি কারখানা পরিদর্শন শেষে শেয়ার্ড বিল্ডিং এর কারণে ৫৭টি কারখানার এ অর্ডার বাতিল করে বায়রাদের সংগঠন অ্যাকর্ড । এ সময় ১৩টি কারখানা বন্ধ করে দেয়া হয়।



তিনি বলেন, শেয়ার্ড বিল্ডিং ত্রুটি না থাকলেও, এ অর্ডার বাতিল করা হয়। যদিও কারখানা পরিদর্শনে রিমিডেশনের সময় পাঁচ বছর।



প্রাক-বাজেট আলোচনায় কারখানার জন্য অগ্নিনির্বাপন সংক্রান্ত যন্ত্রের শুল্কমুক্ত আমদানিসহ ২০টি প্রস্তাব করা হয় বিজিএমইএ’র পক্ষ থেকে।



শীর্ষ নিউজ ডটকম/আরএম/জাহো



১৭ এপ্রিল, ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.