![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
i want to live simple and die simple
Abdul Mumin Abdullah
মানুষ হারিয়ে গেলে
স্বপ্ন ও কি হারিয়ে যায় ?
কতটুকু কাঁদলে আসে ঘুম
চোখের তারায় ?
ভালবাসায় নিশপিশ
দু'হাতের আলিঙ্গন,
শূন্য তবু মনের
নিপাট অঙ্গন ।
ঝরে-জঙ্গলে বরষায়,
অকুল পাথারে ভরসায়;
সঙ্গি নেই কেউ
দুস্তর পারাবার,
শক্ত করে দু 'মুঠি
দুই হাতে ধরিবার ।
মানুষ হারিয়ে গেলে
স্মৃতি ও কি মুছে যায়?
দু' চোখের নোনা জলের
প্রবল ঘন বরষায় ?
তবে কেন আধ-রাতে
ঘুম ভাঙ্গে হাহাকারে?
নিঃসীম আকাশের মতো,
হাজার নক্ষত্র বুকে নিয়ে ও
একাকি কাটে রাত আর
কেবল ই জাগে নিঃসঙ্গতা ।
দুঃসপ্ন পিছু ছাড়েনা,
বোবা ব্যথা পিছু হটেনা,
বুকে কেন কেবল ই জ্বলে,
অনন্ত এক আগুন?
©somewhere in net ltd.