নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

there is no truth but Allah

i want to live simple and die simple

আল মোমিন

i want to live simple and die simple

আল মোমিন › বিস্তারিত পোস্টঃ

কোটা নিয়ে দুটো কথা

১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩০

আবেগ বাদ দিয়া বিবেক দিয়া কথা বলেন ভাইয়েরা । এতোটা কোটা মুক্তিযোদ্ধাদের উত্তরসুরীদের জন্য দরকার আছে কিনা তা ভাবেন । কেউ যদি যৌক্তিক গানিতিক ভাবে হিসাব করে তাহলে দেখা যাবে মুক্তিযোদ্ধাদের জন্য বি সি এস এ মাত্র ১০ % কোটা রাখলেই চলে । তর্কের খাতিরে নাহয় ধরে নিলাম ১৫ % পর্যন্ত । বাকি ১৫% অযথাই খালি ই রয়ে যাচ্ছে ( কে কবে কোন হিসাবে /যুক্তিতে এই ৩০% এর নিয়ম করেছিলো তা সত্যি জানতে ইচ্ছে হচ্ছে)। তাদের এতো অতিরিক্ত( এবং প্রয়োজনহীন ) কোটা এর জন্য অনেক প্রকৃত মেধাবী / অধিকতর যোগ্য রা কিন্তু বাদ পরে যাচ্ছে , আসন খালি থেকে যাচ্ছে । এর ফলে দেশের প্রভুত ক্ষতি হচ্ছে । তো মুক্তিযোদ্ধার কি দেশের এই ক্ষতি সত্যি ই চাইতেন ? যদি তাই হয় তবে আমি অন্ততঃ বলতে চাই - এমন মুক্তিযোদ্ধার আমার দরকার নেই , এমন মুক্তিযোদ্ধার প্রতি আমার সম্মান ও আসে না। শোষনবিহীন , বন্চনাহীন , সাম্যের যে স্বপ্নে বিভোর হয়ে বাংগালী স্বাধিনতা ছিনিয়ে এনেছিলো ,এখন সেই চেতনায় লাথি মেরে এই মুক্তিযোদ্ধাদের নাম ভাংগিয়েই যদি আমাকে বৈষম্য আর বন্চনার শিকার হতে হয় তবে আমাদের মুক্তিযোদ্ধারা ভুল যুদ্ধ করেছেন , ভুল স্বাধিনতা এনেছেন।আর যদি সত্যি ই মুক্তিযোদ্ধা ও তার উত্তরসুরীদের জন্য কিছু করার সদিচ্ছা আমাদের থাকে তো সেটা কোটা পদ্ধতি ব্যতিরেকে ও সম্ভব । শেষ কথা ১। রুঢ়তার জন্য মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী ২। মুক্তিযোদ্ধার উত্তর্সুরীরা সুবিধা পাক এটা আমিও চাই কিন্তু আসন খালি থাকা স্বত্তেও শুধু কোটা পদ্ধতির কারনে আমার পাশের বাসার মেধাবী ছোট ভাইটা তার এতো এতো পরিশ্রমের পর ও শুন্য হাতে ফিরে বোবা ব্যথায় যখন নিশ্চুপ হয় যায় - সেই আশাহত মুখ ও আমি সইতে পারি না । সেও এই দেশে ই নাগরিক । এবং আমি মনে করি এই বন্চনা থেকে মুক্তি পাবার পুর্ণ অধিকার তার আছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৯

তোমোদাচি বলেছেন: মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা আমাদের আবেগী প্রধানমন্ত্রীর আবেগী সিদ্ধান্ত; বাস্তবতার বিচারে এটা চরম ফালতু একটা সিদ্ধান্ত!

২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২১

অপূর্ণ রায়হান বলেছেন: ৩০% কোটা রাখা আসলেই অনুচিত । তাছাড়া যাদের জন্য এই কোটা তারা কি তা পাচ্ছে ? নাকি কোটা বণ্টনকারীরা এই কোটা রেখে রেখে এবং বেঁচে বেঁচে গাড়ি বাড়ি বানানোর একটা স্থায়ী বন্দোবস্ত করছে !

৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

অপরাজিতা হিমু বলেছেন:
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............


এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ

কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................

৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

অপরাজিতা হিমু বলেছেন:
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............


এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ

কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.