![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
i want to live simple and die simple
আমার ' সে '
তাকে হারিয়ে ফেলার ভয় সব সময় ই আমার মাঝে কাজ করতো । তাই সব সময় তাকে আগলে আগলে রাখতাম । বিশেষ করে তাকে নিয়ে বাসার বাইরে গেলে শক্ত করে ধরে রাখতাম । সহজে বাসে চড়তাম না । আর বাসে চড়লেও কখনো ভীড়ের মাঝে চোখের আড়াল হতে দিতাম না। কোথাও এক দন্ডের জন্য বসলে ও আশন্কায় তটস্থ থাকতাম কখন কে না কে তার উপর দৃষ্টিদান করে ! তাকে হারানোর যে কি ব্যথা সে ত আমি জানি ! কিন্তু এতো সতর্ক থেকেও লাভ হলো না ! অন্য সবার মতোই আমাকে ফেলে চলে গেলো সে ।আবারো হারালো সে ! আমার শত কাতরতা কে উপেক্ষা করে মানুষের ভিড়ে হাড়িয়েই গেলো সে । আবারো একই ব্যথা দিয়ে গেলো বুকে।
তাকে হারানোর বেদনায় চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে --
'' ভাইয়েরা আমার !যে ই পাইয়া থাকেন না কেনো , দয়া কইরা ফেরত দিয়া যান আমার ছাতাখান !"
©somewhere in net ltd.