![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
i want to live simple and die simple
নানা কারনে ফেইসবুকে ইসলাম সম্পর্কীয় পোস্ট দেয়া থেকে বিরত থাকি । কিন্তু বেশ কিছু দিন থেকে একটি বিষয় মনে খোচায় । তাই লিখছি -
আমাদের অনেকেই নিজেদের নামাজকে সহ অন্য আমল নষ্ট করছি ওজুর মতো একটি গুরুত্বপুর্ন কাজ অবহেলার সাথে করার ফলে । মসজিদে অজুখানায় ওজু করতে গিয়ে লক্ষ্য করছি যে ওজুর প্রথম ফরজ মুখমন্ডল ধৌত করাতেই বেশিরভাগ লোক ভুল করছে । যার ফলে ওজু হচ্ছে না , পবিত্রতা অর্জন হচ্ছে না এবং সকল আমল ও বিফলে যাচ্ছে । বেশির ভাগ লোককেই দেখি কোনরকমে এক হাতে মুখের দিকে পানি ছিটিয়ে মারতে ( যেটা অর্থাৎ পানি ছিটিয়ে মারা নিজেই একটি মাকরুহ কাজ ) এতে করে সমগ্র মুখমন্ডলে পানি পৌছায় না ( ওজু ও হয় না ) । অথচ ফরজ হলো - এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত এবং মাথার চুলের অগ্রভাগ ( hair line in forehead) থেকে থুতনীর নিচ পর্যন্ত ধোয়া । মোনাজাতের ভংগীতে দুই হাত এক করে আঁজলা ভরা পানি নিয়ে ধিরে ধিরে ধুলে ( ছিটিয়ে মেরে নয়) এই কাজ টি সহজেই করা যায় ( এবং যতদুর জানি এটি সুন্নত ও । কারো নিশ্চিত জানা থাকলে জানাবেন ) । অথচ এই সামান্য মনযোগ না দেয়ার ফলে সামান্য যা কিছুই আমল করছি না কেন তা বিফলে যাচ্ছে । আরো দুঃখের বিষয় দুই একজনকে যাও বলতে যাই তারা বেশিরভাগ ই শুনে না ! সত্য - তারা খুব কম ই উপদেশ গ্রহণ করে থাকে ! '' হে মানবসন্তান তোমাদের বড়ই তাড়াহুড়া '' '' সুম্মুম , বুকমুন , ফাহুম লা ইয়ারজিউন ''
২| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২০
শুঁটকি মাছ বলেছেন: প্রয়োজনীয় পোস্ট
৩| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
পথহারা সৈকত বলেছেন: +++++
৪| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪২
বটের ফল বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
বাংলাদেশী দালাল বলেছেন:
শরণ করানোর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৪
খেয়া ঘাট বলেছেন: '' হে মানবসন্তান তোমাদের বড়ই তাড়াহুড়া ''