![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
i want to live simple and die simple
আকবরের মা
চরিত্রের নাম – আকবরের মা ।তার সাথে পরিচয় আমার মায়ের মাধ্যমে ।ভয়ঙ্কর শক্তিশালী এক চরিত্র । প্রায়শঃই আমদের পরিবারের কাউকে না কাউকে ডাক দিতেন । বেশিরভাগ সময় ই তার ডাকে সাড়া না দিয়ে পারা যেত না । বরং দ্রুততম সময়ের মধ্যে বাইরে গিয়ে তার সাথে দেখা করে আসতে হত ।হয়তো সবাই মিলে মেহমানদের সাথে আড্ডা দিচ্ছি । হঠাৎ বড় ভাইয়ের খোঁজ পড়লো । তখন বোন বলে উঠলো – ওকে আকবরের মা ডেকেছে ।ও বাইরে গেছে । পরিবারের আমরা যারা আকবরের মা সম্পরকে জানতাম তারা আর কথা বাড়াতাম না ।
মজার ব্যাপার হলো এই আকবরের মার কিন্তু বাস্তব অস্তিত্ব নাই ।এটি গল্প , কবিতা , বা উপন্যাসের চরিত্র ও নয় এর রচয়িতা ও কোন লেখক বা কবি নন । রচয়িতা আমার মা – একজন সাধারন গৃহিনী ।তবে চরিত্রটি আমাদের অনেক কাজে এসেছে ।
জানতে ইচ্ছে হচ্ছে রহস্যটা কি ? “আকবরের মা” এর স্থলে প্রকৃতি আর “বাইর যাওয়া” এর স্থলে “টয়লেটে যাওয়া” বসিয়ে নিন । সব ফকফকা । এটা ছিলো আমাদের পারিবারিক কোড যা ব্যবহার করে বাইরের লোকদের সামনেও আমারা বিনা অস্বস্তিতে প্রাকৃ্তিক কাজ সঙ্ক্রান্ত কথাগুলা বলতে পারতাম ।
©somewhere in net ltd.