নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

there is no truth but Allah

i want to live simple and die simple

আল মোমিন

i want to live simple and die simple

আল মোমিন › বিস্তারিত পোস্টঃ

সেহেরি তে ভোগান্তিঃ

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৬

সেহেরি তে ভোগান্তিঃ



উঠছি হোটেলে । সেহেরি খাইতে হইবো বাইরে খাবার হোটে্লে । কি হয় না হয় ! তাই একটু আগে ভাগেই বেরোলাম । আমার আশঙ্কা সত্যি । সব ভালো খাবার হোটেল বন্ধ বেশ কিছুক্ষণ এধার ওধার করে চলনসই একটা হোটেল ( আগে এখানে খাইনি ) ঢুকলাম । মরগী বুললাম । তরকারির চেহারা দেখে সিদ্ধান্ত পালটে দুধ-কলা বললাম (যেহেতু এটা তে রান্নার ব্যাপার নাই ) । দিয়ে যাওয়া ভাতের থালার দিকে এবার চেয়ে দেখি -থালা চারপাশে এটো শুকিয়ে আছে । ডেকে দেখালাম এবং ক্ষিধা নিয়া বের হয়ে আসলাম । আরেকটু খুজে আরেকটু নিম্নমানের হোটেল পেলাম । তরকারির ঝুকি না নিয়ে সরাসরি দুধ-কলা বললাম । কলা দিয়ে ভাত মাখছি এমন সময় দুধ দিল । কিন্তু আশাহত হলাম- দুধ ঠান্ডা । কি আর করা । পাতে নিয়ে মেখে এক নলা মুখে নিয়ে দেখি – টক ! দুধ মাঠা হয়ে গেছে । দোকানিকে বললাম ( দাড়ি টুপি ওয়ালা বুড়ো ) – দ্যাখেন ভাই , আমদের ভাল-মন্দ খাইয়া অভ্যাস । দুই টাকা বেশি নেন কিন্তু হাবিজাবি খাওয়াইয়েন না । দোকানি মানতে নারাজ ।বলে – দুধ নস্ট হইলে তো জইমা যাইত ।যুক্তির গুস্ঠি কিলাই ( পেটে আগুন) ।এসব সিচুয়েশন কিভাবে ট্যাকল করতে হয় ভালই জানি । সঙ্গে সঙ্গে সামনে খেতে থাকা লোককে দুধের গ্লাসটা ঠেলে দিয়ে বললাম –ভাই ,একটু খেয়ে বলেন তো এটাকে দুধ বলা যায় কিনা ! উনি বিশেষগ্য মতামত দিলেন – ‘না’ সূচক মাথা নেড়ে ।আমিও এক স্কেল গলা উচিয়ে বললাম- দোকানদারদের এই এক সমস্যা নিজের জিনিষকে কখনো তারা খারাপ বলবেনা ।একশ জনকে এই দুধ খাওয়াব । যদি কেউ বলে এটা দুধ তাহলে এখনি এই খানে বসে আপনার সব দুধ কিনে নেবো ।



নতুন প্লেটে নতুন ভাত এলো । এবার মেন্যু ইলিশ মাছ । না , দুরভাগ্য পিছু ছাড়েনি – আছে শুধু মাথা আর লেজ ; যেটা আমি সহজে খেতে পারি না । কিন্তু আর ঘোরাঘুরি ভালো লাগবেনা তাই আস্তে খেয়ে নিলাম ।

স্বা্ন্তনাঃ ঝারির কারনেই হোক অথবা মনে মনে নিজের দুধকে নস্ট বলে স্বী্কার করে নেয়ার কারনেই হোক , দোকানী শুধু ইলিশের দাম ই রেখেছে ; দুধ-কলার দাম রখে নাই ।







মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: দুধ-কলার দাম রখে নাই ।
আজব

২| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪২

ইকরাম বাপ্পী বলেছেন: কোন দিন বাসার বাইরে সেহেরি খেতে হবে এমনটা ভাবি নাই। কিন্তু আপনি যেমন শুনালেন এখন তো মনে হয় এমন পরিস্থিতিতে কপালে খারাবি আছে।

৩| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৩

বটের ফল বলেছেন: :(( :( ;)

৪| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২০

বটের ফল বলেছেন: :(( X(( ;)

৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

শুঁটকি মাছ বলেছেন: আপনার জন্য সহানুভূতি ভাই!!

৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪

হেডস্যার বলেছেন:
হোটেলে যে দুধ কলা পাওয়া যায় এইটা জানতাম না :-*

৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫০

আল মোমিন বলেছেন: দুধ - কলা তো আমি খাই নাই । কিন্তু অর্ডার দিয়া নস্ট করছি এই উসিলায় দাম রাখতে পার্তো

৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫০

আল মোমিন বলেছেন: দুধ - কলা তো আমি খাই নাই । কিন্তু অর্ডার দিয়া নস্ট করছি এই উসিলায় দাম রাখতে পার্তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.