![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
i want to live simple and die simple
ঈদে গরিবদের জন্য ভাবনা
এক ঈদ চলে গেল । আনন্দ , বেড়ানো আর ভালো খাবার আর ছুটির আমেজে আশা করি সবার ঈদ ভালোই কেটেছে । তবে এত আনন্দের মাঝে ও কিছু লোকের জন্য ঈদ কিন্তু শুধু বঞ্চনার অনুভুতিই বাড়িয়ে তুলেছে । তাদের ক্ষুধার্ত দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ হয়ে হয়তো নিরবে অবলোকন করেছে আমাদেরই কারো না কারো সুস্বাদু খাবারে উপচে পরা পাত । নিজের ভোঁতা মানবতাকে আরও একটু বিবশ করে আমরা হয়তো বা উপেক্ষা করে গেছি সে দৃষ্টি । কিন্তু কিছু মানুষ এর মানবিক মনের কাছে এ দৃষ্টি বড় অসহনীয় । তাই নিজের সীমিত সামর্থ্য নিয়ে ও সে এদের জন্য কিছু করচে চায় । তেমনি এক মানুষ আমার বন্ধু – আমিনুর রহমান বাবু । প্রতি ঈদেই কিছু লোক এই চিন্তাটা তাকে কষ্ট দেয় – যে আজকের দিনেও কিছু লোক ভাল খাওয়া দূরে থাক কিছুই হয়তো খেতে পায়নি , অনাহারে কেটেছে ঈদের দিন ।
এই সব হতদরিদ্র মানুষের একটা দিন কি আমরা একটু আনন্দময় করে তুলতে পারিনা ? ভাবনাটা সে প্রথম আমার সাথে শেয়ার করে । সেটা আমি আমাদের ফেইসবুকে বন্ধুদের পেইজে জানাই । সঙ্গে সঙ্গে কয়েকজনের সাড়া পাই । আশা করি বাকি রা ও সবাই থাকবে । আইডিয়াটা হোল - কোরবানির ঈদে আমরা সবাই কম বেশি কোরবানই দেই । তো মাংস আমাদের হাতেই রয়েছে । এখন যদি ভালো চাল কিনে আমরা এইসব গরিব লোকদের বিরিয়ানি রেঁধেজ খাওয়াই বা মাংস ও পোলাউ রেঁধে খাওয়াই তাহলে আমারা স্বল্প খরচে অনেক বেশি লোককে ( যেহেতু মাংস কেনার খরচ লাগছেনা ) খাওয়াতে পারব । আমাদের সামান্য প্রচেষ্টায় অনেকগুলো মানুষের ঈদ সুন্দর হতে পারে ( কিছুটাম হলেও ) । কোরবানির ঈদ তিন দিন ; তাই ঈদের প্রথম দিন না পারলেও দ্বিতীয় এবং তৃতীয় দিনে ও এই কাজ করা যায় ।
এই হোল আমাদের পরিকল্পনা । ভাবলাম ফেইসবুকে শেয়ার এর মাধ্যমে এর আগেও ও অনেক সুন্দর সুন্দর উদ্যোগ সফল হয়েছে , তাহলে আমাদের এই ভাবনাটা ও শেয়ার করি । কারন একান্ত ব্যাক্তিগতভাবেও যদি প্রতিটা সামর্থ্যবান লোক অন্তত একজন লোকের খাবার এর ভার নেয় এবং এই রীতিটি চালু রাখতে পারি তাহলে ঈদের দিনটি সবাই মিলে আরও বেশি আনন্দের সাথে উদযাপন করতেঈদ
পারব ।
#ঈদ
©somewhere in net ltd.