নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

there is no truth but Allah

i want to live simple and die simple

আল মোমিন

i want to live simple and die simple

আল মোমিন › বিস্তারিত পোস্টঃ

ফিস !

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫২

আজকের ফিস (fees , not fish ) !

মনপুরায় ইলিশের সিজন। মাঝে মাঝে ১২ / ১৩ ছেলেদের দেখি মোটামুটি সাইজের একটা ইলিশ হাতে ঝুলিয়ে হাটে । মাঝে মাঝে দাম জিগ্যেস করি ডেকে । কিন্তু ওরা দাম বলে না । কারন বাসার জন্য নদি থেকে ধরেছে , বেচবে না তাই। সকাল সকাল ইমার্জেন্সীর সামনে মাছ নিয়ে এমন এক ছেলেকে দেখে মাছের দাম জানতে চাইলাম। যথারীতি ও চুপ রইল । কিন্তু পাশ থেকে এক লোক ( হাসপাতালে ভর্তি এক রোগীর এটেনডেন্ট ) বললো - দে, মাছ টা সার কে দিয়া দে । মুফতে !! এখন আমি যতোই বলি আমি এম্নি দাম জিগ্যেশ করেছি , এখন মাছ লাগবেনা । কে শোনে কার কথা রোগির এটেনডেন্ট নাছোড় (পরে জেনেছি ওর একটা রোগী বেশ কয়েকদিন এখানে ভর্তি এবং ওর আরো একটা রোগী আজ সকালে মাত্র ভর্তি দিয়েছি ) । । কোনরকমে না না করে রুমে ঢুকে নামাজে দাড়াবো , তাই দরজা খোলা রাখলাম (যাতে রোগি এলে বুঝে আমি নামাজে ) । ওমা! এরি মধ্যে ওই লোক আর পিচ্চি হাজির। নিচ থেকে উপরে উঠে এসে আমার রুমে মাছ রেখে গেলো- বললো এইটা তো নদির মাছ স্যার , টাকা দিয়া কিনি নাই। । নেন স্যার। কি আর করা !! মেস ম্যানেজারকে ফোন করে বললাম - আজ দুপুরের মেন্যু হবে ইলিশ ভুনা আর পোলাউ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

ইমতিয়াজ ইমন বলেছেন: ++++

২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

ইমতিয়াজ ইমন বলেছেন: ভালো মেন্যু

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

রাখালছেলে বলেছেন: সাবধানে খেয়েন ...কাটা থেকে সাবধান । :P

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

আল মোমিন বলেছেন: উপদেশের জন্য ধন্যবাদ । দুপুরে অন্য জায়্গায় দাওয়াত থাকায় মেন্যু রাতে নিসি । রাতে খাবো । আর ইলিশ মাছের কাঁটা তেমন সম্স্যা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.