নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

there is no truth but Allah

i want to live simple and die simple

আল মোমিন

i want to live simple and die simple

আল মোমিন › বিস্তারিত পোস্টঃ

খাওয়ার সময় দুঃখের কথা বলতে হয় না

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

খাওয়ার সময় দুঃখের কথা বলতে হয় না ।

একদিন দুই গরিব লোকের দেখা হইলো । দুজনের ই খিদা লেগেছে । সামনে বড় বড় পাকা কাঁঠাল বিক্রি হচ্ছে ।কিন্তু দুজনের পকেটেই কাঁঠাল কেনার মতো পয়সা নাই । ঘটনাক্রমে তাদের মাঝে কথাবার্তা শুরু হলো এবং একসময় তারা আবিস্কার করলো যে তাদের দুজনের পকেটের টাকা মিলে মাঝারি সাইজের একটা কাঁঠাল কেনা যাবে।

দুজনে ভাগ করে খাবে এই শর্তে তারা একটা কাঁঠাল কিনলো । কাঁঠাল ভেংগে তারা খাওয়া শুরু করলো।

১ম ব্যক্তি - তুমি কেমনে এতো গরিব হইলা ।

২য় ব্যক্তি তার দুঃখের কথা বলতে শুরু করলো আর ১ম ব্যক্তি হু হু করতে লাগলো।

এইভাবে ২য় ব্যক্তি দুঃখের কথা বলতেই লাহলো আর ১ম ব্যক্তি হু হু করতেই লাগলো ।

এই ভাবে ২য় ব্যক্তির দুঃখের কথা শেষ হলে সে ১ম ব্যক্তি কে জিজ্ঞেস করলো - আপনি কিভাবে গরিব হইলেন ।

১ম ব্যক্তি কাঁঠালের শেষ কোয়াটা মুখে পুরে বললো - আপনার দুঃখের কাহিনি শুনার আমার কোন ইচ্ছা ছিলো না , আমি এই জন্য শুনেছি যাতে আপনি দুঃখের কাহিনী বলতে ব্যস্ত থাকেন আর আমি বেশি কইরা কাঁঠাল খাইতে পারি ।



মোরাল -

১ । খাওয়ার সময় দুঃখের কাহিনী কইতে নাই ।

২। একান্তই যদি কইতেই হয় তো খুব শর্টকাটে বলা উচিট

৩। কেউ আপনার দুঃখের কাহিনি শুনছে মানেই এই নয় সে আপনার প্রতি সহানুভূতিশীল

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.