নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

there is no truth but Allah

i want to live simple and die simple

আল মোমিন

i want to live simple and die simple

আল মোমিন › বিস্তারিত পোস্টঃ

অস্ট্রেলিয়া , ইংল্যান্ড ও বিশেষতঃ ভারতের জন্য বিশ্ব ক্রিকেটে নতুন সিস্টেমঃ দুধ-ভাত সিস্টেম

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বিশেষতঃ ভারতের জন্য বিশ্ব ক্রিকেটে নতুন সিস্টেমঃ দুধ-ভাত সিস্টেম



ছোটবেলায় পাড়াতো সমবয়সী , প্রায়-সমবয়সীরা মিলে বিকেলে ( ছুটির দিনে সারাদিন ) নানা খেলা খেলতাম । মজাই হতো তবে মাঝে মাঝে ঝামেলা পাকাতো বয়সে একটু বেশি ছোট ছেলে(ও মেয়েরা) । বয়স কম এবং আমাদের সাথে খেলার শক্তি ও যোগ্যতা না থাকা সত্বেও তারা গোঁ ধরে বসে থাকতো যে - তাদের খেলায় নিতেই হবে ।নইলে কাইন্দা -কাইটা খেলার বারোটা বাজায় দিতো । বাধ্য হইয়া আমরা ওদের নিতাম ।কিন্তু বড়দের মধ্যে সমঝোতা থাকতো যে - ওদের জন্য খেলার নিয়ম কানুন একটু সহজ রাখতে হবে । যেমন ফুটবলে ওরা হাত দিয়ে বল ধরলেঅ হ্যান্ডবল হবে না বা ক্রিকেটে তিনবার আউট হইলে মাত্র একবার আউট ধরা হবে।

ভারত , ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার এই জাতে মাতাল তালে ঠিক মামার বাড়ির আব্দার শুইনা মনে হইতাসে টু টায়ার , থ্রি - টায়ার সিস্টেম না কইরা শুধু ধুধ-ভাত সিস্টেম চালু করলেই সব সমস্যার সমাধান হইয়া যাইবো।

ভারত , ইংল্যান্ড ও অস্ট্রেলিআর জন্য দুধ-ভাত নিতির কিছু নমুনা হইতে পারে।

১। ওদের উইকেট হবে দুই স্ট্যাম্প আর এক বেল এর সমন্বয়ে।

২। ওদের জন্য এলবি ডব্লিউ আউট নাই।

৩। ওদের জন্য বিপক্ষের বোলিং ক্রিজ হবে ৩০ গজের তবে ওদের নন-স্ট্রাইকার রান নেয়ার জন্য আগে থেকেই হাফ ক্রিজে গিয়া অবস্থান নিতে পারবে !

৪। ওদের ব্যাটসম্যানের জন্য বাউন্ডারি হবে মাত্র ত্রিশ গজ । বল গড়িয়ে সিমানা পার হলে হবে ছয় রান আর উড়ে পার হলে হবে বারো রান !

৫। ওদের প্রতি এক রানে দুই রান কাউন্ট করা হবে।

৬ । ওদের ব্যাটসমানকে বিপক্ষ দলের বোলাররা ৬০ কিলোমিটার এর বেশি গতিতে বল করলে বল নো কল করা হবে ও ৬ রান জরিমানা হবে ।

৭। ওদের বিপক্ষ দলে ওভার হবে আট বলে । এবং কোন বোলারের এক ওভারে ১০ এর কম রান ঊঠলে ওই বোলার পরবর্তি টানা পাঁচ ওভার কোন বল করতে পারবেনা

৮। কোন আউটের বিষয়ে ডাউট হইলে সেই আউটের ব্যাপারে মেইন আম্প্যায়ার লেগ আম্প্যায়ার বা থার্ড আম্প্যায়ার এর সাথে পরামর্শ না করে আলোচ্য ব্যটসম্যানের সাথে আলোচনা করবেন । এবং এ ব্যাপারে ব্যাটসম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচ্য হবে।

৮। এদের বিরুদ্ধে ফিল্ডিং এর সময় বিপক্ষ দলের ফিল্ডাররা দুই হাত ব্যবহার করতে পারবে না । এমনকি দলের সবাই কোন হাত ব্যবহার করবে তা আগেই জানায় দিতে হবে এবং সবাইকে এক সাইডের ই হাত ব্যবহার করতে হবে।

১০ । বিপক্ষ দলের সবাইকে ই কমপ্ক্ষে এক ওভার বল করতেই হবে।

১০। বিপক্ষ দলের কোন উইকেট কিপার থাকতে পারবেনা তবে থার্ড ম্যান চাইলে রাখতে পারবে।

১১। এরা বোলিং এর সময় এদের ওভার হবে পাঁচ বলের মাত্র । কোন নো বল দেয়া যাবেনা এবং ওভারে একটার বেশি ওয়াইড বল ও কাউন্ট করা যাবে না।

১২। এদের বোলারর চাইলে ১৫ গজ দুর থেকেও বিপক্ষকে বল করতে পারবে !

১৩ । ওদের ফিল্ডিং এর সময় সমস্ত খেলোয়ার একত্রে মাঠে নেমে ফিল্ডিং দিতে পারবে।

১৪। ওদের বিপক্ষ দল ব্যাটিং এর সময় ক্রিকেট ব্যাট ব্যবহার করতে পারবে না । পরিবর্তে বেসবল ব্যাট বা হকি ব্যাট ব্যবহার করতে হবে । তবে অনুমতি সাপেক্ষে গলফ ক্লাব ও ব্যবহার করতে বারবে । আর শুধু মাত্র বাংলাদেশ এর জন্য লগি-বৈঠা ব্যবহারে অনুমতি আছে যদি ভেন্যু বাংলাদেশ হয় !

১৪ । ওদের বিপক্ষ দলের ব্যাটসম্যানেরা ব্যাটিং এর সময় গার্ড (পেলভিক ) ব্যবহার করতে পারবে না । তবে স্যানিটারি প্যাড ( সর্বোচ্চ তিনটা পর্যন্ত ) ব্যবহার করতে পারবে ।

১৫। ওদের বিপক্ষ দলের ব্যাটসম্যানদের গায়ে বাধ্যতামুলকভাবে পাঁচ কেজি ওজন বেঁধে দেয়া হবে ব্যাটিং এর সময়।

১৬। ওদের ফিল্ডাররা যদি ব্যাটসম্যানের ব্যাট থেকে আসা বল এক ড্রপ খাবার পর ও ধরে তবুও সেটা আউট হবে এমনকি সিমানার বাইরে গিয়ে ক্যাচ ধরলেও ক্যাচ হবে…

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

ভাঙ্গা হৃদয় বলেছেন: ওদের চাক্কা বল করা এলাও হবে। আর অন্যরা ১ ডিগ্রি হাত বাকা করলে নো বল হিসাবে কাউন্ট হবে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

পৃথিবীর আলো বলেছেন: আপনার পোস্ট ৮০ বার পঠিত হলেও একটাও কমেন্ট পড়ে নাই । কেন জানেন? আপনি বেশিই শিশুসুলভ লিখেছেন। রম্য করারও একটা মাত্রা থাকে।

যাক্ আমি ৮১ তম ব্যক্তি হিসাবে আপনার পোস্ট পড়লাম এবং আপনার অপরিপক্কতা নিয়ে ভাবছি...........। পেয়েছি....... আপনার জন্য একটা দয়া করে একটা কমেন্ট করলাম।........

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

আল মোমিন বলেছেন: পৃথিবির আলো ভাই , আপনার দয়ার শরির । সিরিয়াস লিখার অনেক লোক আছে আমি একটু শিশুসুলভই নাহয় থাকলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.