নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

এনিওয়ে, পাক সার জমিন সাদ বাদ

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

পাকি ফিচারিং জামাতের আন্ডা বাচ্চা শিবিরের 'দেশপ্রেম' দেখলে হাসিই পায়!! মনে হয় টম এন্ড জেরি দেখছি!!

বিশেষ করে সীমান্তে হত্যা নিয়ে তাদের গৌরবমাখা প্রতিবাদ আর ভারতের বিরুদ্ধে ঝাঝালো কন্ঠ! পারলে তো চিবিয়ে খায় ভারতরে!!

কিন্তু কি আঁচানক কাণ্ড! ৩০ লাখ মানুষকে যারা মেরেছে সেই ফাকিস্তানের আনুগত্যে পারলে তো তারা (জামাত ফিচারিং শিবির)গণ আত্বদান করে!! এনিওয়ে, পাক সার জমিন সাদ বাদ।



আর ভারতের তাদের ক্ষোভই বা থাকবে না কেন? এই ভারতের সহযোগিতার জন্য তাদের পরদেশী বাবারা ১৯৭১ সালে মাথা নিচু করে আমার বাংলার মাটি ছাড়তে বাধ্য হয়েছিল! এনিওয়ে, পাক সার জমিন সাদ বাদ।



এখন যদি এই ইস্যুতে দেশপ্রেমের লালা ঝরিয়ে নতুন কোন স্বার্থ হাসিল করা যায়, এই ধান্দা!! যাতে জনগন মনে করে, শিবির তো দেশপ্রেমিকও বটে। কিন্তু শুয়োরের ঔরশে শুয়োরও হয়, হরিণ হয় না! মনে রাখা উচিত। এনিওয়ে, পাক সার জমিন সাদ বাদ



আল্লাহ বা নবী কোথায় বলেন নাই, নিজের ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করো, ধর্ম নিয়ে ব্যবসা করো! আর মনে রাইখো, সবার আগে জাহান্নামে কারা যাবে জান তো? মৌলানারাই।



আর তোরা পারিসও বাবা! নিজের স্বার্থের জন্য কাপর খুলতেও পারিস, পরতেও পারিস!

আবার বাবাদের মুক্তির জন্য হরতাল করিস! এনিওয়ে, পাক সার জমিন সাদ বাদ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

সাবু ছেেল বলেছেন: অবশ্যই পাকি জানোয়ার এবং জামাতি ছাগুদের সবসময় ধিক্কার জানাই।কিন্তু এটাও ঠিক যে ভারতের বাড়াবাড়ি অসহ্য পর্যায়ে চলে গিয়েছে!

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

নন্দনপুরী বলেছেন: আর তোরা পারিসও বাবা! নিজের স্বার্থের জন্য কাপর খুলতেও পারিস, পরতেও পারিস!
আবার বাবাদের মুক্তির জন্য হরতাল করিস! এনিওয়ে, পাক সার জমিন সাদ বাদ

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

বিজয় বেষ্ট বলেছেন: পাকি ছাগু ও বি এস এফ কে দিক্কার জানাই। X( X( X(( X((

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

নর্দমার কীট বলেছেন: কী কইলাইন? Paks are so mean, sad, bad!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.