নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

মেয়েটির মুখে পেশাব করে সজোরে। মেয়েটি কোন শব্দ করেনা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

গোটা বিশেক মেয়ে একটি রুমে। এক জায়গায় দলা মোচড়া পাকিয়ে আছে। কারো কারো জ্ঞান নেই। কেউ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঠোঁটের কোন দিয়ে ফেনা বেরুচ্ছে। শরীরের নীচের অংশ জমাট বাঁধা কালচে রক্ত। হাত দুটো বাঁধা। অনাবৃত বুকের ফাঁক দিয়ে কালশিটে নীলকালো দাগ স্পষ্ট। তীব্র জরে থর থর করে কাঁপছে। ওরা কোন শব্দ করেনা। বিস্ফারিত চোখে দরজার দিকে তাকিয়ে থাকে। দরজার পাশে বুটের শব্দ কিনা পড়ার চেষ্টা করে। দরজার শেকল ঝনাত করে উঠলেই হঠাত কান্নার রোল ওঠে।



কিছুক্ষণের জন্য। তারপর গলা দিয়ে আর শব্দ বেরোয় না। উর্দি পরা বাঙালি দুজন রাজাকার ঢোকে। মেঝেতে নির্জীব হয়ে পড়ে থাকা দুজনকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। অন্যরা একে অপরকে জড়িয়ে থর থর কাঁপতে থাকে। মেয়েটিকে খাটিয়ায় শোয়ানো হয়। দুহাত দুদিকে দড়ি দিয়ে বাঁধা হয়। সিমেন্টের দেওয়ালে ধাক্কা লাগতে থাকে তার মাথার তালু।



কতজন? কতক্ষণ? নখের আঁচড়, দাঁতের কামড়ে ক্ষত-বিক্ষত হতে থাকে শরীরের বহিরাঙ্গ। হাত বদলাতে থাকে। ভেতরে পুরুষাঙ্গ বদলাতে থাকে কিছুক্ষন পর পর। ছিন্ন ভিন্ন হয়ে যায় নিম্নাঙ্গ। গল গল করে রক্ত বেরুতে থাকে। সৈন্যটি মেয়েটির মাথা খামচে ধরে সজোরে ঠুকতে থাকে দেওয়ালে। মেয়েটির জ্ঞানহীন। ইতরপ্রাণীর মত পড়ে থাকে রক্তস্রোতের ভেতর।



দেওয়ালে ধাক্কা লাগতে লাগতে থেঁতলে যাওয়া মাথা।

মেয়েটি বেঁচে আছে কিনা বুঝতে পারা যায়না। একজন সৈনিক দাঁড়িয়ে মেয়েটির মুখে পেশাব করে সজোরে। মেয়েটি কোন শব্দ করেনা।'



এই রাজাকারদের বাঁচানোর জন্য নাকি সারাদেশে হরতাল ডাকা হয়েছে। আর এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি :/



............ক্রাইম দুনিয়া

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: এখন পেচ্ছাব করে নব্য রাজাকাররা ধিক পশু পংগদের

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

maxcse বলেছেন: শত্রুকে মারতে হলে সমুলে মারতে হয়, না হলে বিষধর সাপ হয়ে ওঠে। যে বিচার আজ থেকে ৪০ বছর আগে হওয়া উচিত ছিল সেটা বিল্মবের কারণেই আজ তাদের এতো সাহস !!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

রিওমারে বলেছেন: এই হরতালে বিএন পির কোণ সমর্থন নাই। এই হরতাল টা জামাতের একার। খালি খালি বিএন পিকে টান্তাছেন কেন? বিএন পির কোন নেতা এই হরতাল নিয়ে কোন প্রকার মন্তব্য করে নাই।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

maxcse বলেছেন: নৈতিক সমর্থন তো দিয়েছিলো

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

maxcse বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

বিপদেআছি বলেছেন: এই রাজাকারদের বাঁচানোর জন্য নাকি সারাদেশে হরতাল ডাকা হয়েছে। আর এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।

বিএনপি একটা ফাউল, জামাতের B Team এ পরিনত হইছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

maxcse বলেছেন: B Team !!!

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

একজন সুখী মানুষের কথা বলেছেন: সুন্দর লিখেছে ক্রাইম দুনিয়া।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

নাজমুল৪৩৩ বলেছেন: ওই মহিলা আমির রে কি কমু, জামাতের দালাল নাকি আমেরিকার দালাল্ম নাকি ২ টাই কমু। আমি চাই এমন দল যেন আর জীবনেও খমতায় না আসে। মনে আর আসতে পারবেও না।

ধিক বিএনপি। ধিক রাজাকার, জামাত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

maxcse বলেছেন: ধিক বিএনপি। ধিক রাজাকার, জামাত।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

আরজু পনি বলেছেন:

রাগে মাথাটা দপদপ করছে! :(

এসব কি আমরা মনে রাখি, সবাই শুধূ ক্ষমতার কথা ভাবি! X(

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

রাফা বলেছেন: ছাগিয়তাবাদিদের সাফাই-এর শেষ নাই।বিএনপিই হোচ্ছে প্রকৃত যুদ্ধাপরাধীদের দল।যে দলের নেত্রী বলে আমেরিকা বাংলাদেশকে প্রথম স্বিকৃতিদানকারি দেশ।এই নেত্রীর দেশ যে পাকিস্তানতা তার কথাতেই প্রমাণিত হয়।

ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

maxcse বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.