![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা নিতান্তই বাংলার তাহরির স্কয়ার (শাহবাগ) আসতে পারছেন না তারা মানসিক ভাবে শক্তি যোগাবেন,
আর যারা ভাবছেন কি লাভ গিয়ে?
তাদের কে বলি... ৭১ এ যদি সবাই ভাবতো কি লাভ যুদ্ধ করে, জিততে তো পারবোনা, পাকিস্তানি বাহিনী অনেক শক্তিশালী তাহলে কিন্তু আজকে আপনি আমি স্বাধীন দেশের নাগরিক নাও হতে পারতাম...
আপনার বোন কে আপনার সামনে যদি ৪/৫ টা হায়েনা আক্রমণ করে তাহলে কি আপনি পারবেন না বলে আপনার বোনকে বাচাঁনোর চেষ্টা করবেন না?
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কি লড়বেন না?
আপনার আমার মা ধর্ষিত হয়নি বলে কি এড়িয়ে যাওয়া উচিত? এই রায় মেনে নেয়া উচিত?
সুতরাং শাহবাগ মোড়ে চলে আসুন... মনে রাখা উচিত...
প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার কেবল তারই
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
maxcse বলেছেন: হোক শাহবাগ, ঐতিহাসিক শাহবাগ!
রক্ত না হয় রঞ্চিত হবেই।
তবুও আমাদের দাবি আদায় করেই ছাড়বো
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
গেন্জীর উপর বুকপকেট বলেছেন: শাহবাগকে তাহরীর স্কোয়ার বানানো হয়েছে কাদের মোল্লার ফাসীর জন্য ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
maxcse বলেছেন: দেশে নাকি ঐদেশে ব্রাদার?
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
নাঈমুল করীম নাঈম নাঈমুল বলেছেন: বাংলার মাটিতেই এদের বিচার হবে। কোন তাহরীর স্কয়ারে নয়। তাই আসুন আমরা এটাকে শাহবাগ চত্ত্বর বলেই ডাকি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
maxcse বলেছেন: ধন্যবাদ বন্ধু
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
দূরবী৩২১ বলেছেন: এইবার যদি দেশের কিছু একটা হয় মানুষ যাতে এইবার ঘর থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে আসে রাজপথে আমি আসতেছি
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
শ্বর্ণকিট বলেছেন: চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
আমি ব্লগার হইছি! বলেছেন: রাজাকারের রক্ষা নেই। আদালত ওদের ফাসি না দিলেও জনগন ওদের শাহাবাগের মোড়ে আছাড় দিয়ে মারবে।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: ইতিহাস বলে ওদের কিচ্ছু হবে না ।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
বুরি বলেছেন: যারা নিতান্তই বাংলার তাহরির স্কয়ার (শাহবাগ) আসতে পারছেন না তারা মানসিক ভাবে শক্তি যোগাবেন,
আর যারা ভাবছেন কি লাভ গিয়ে?
তাদের কে বলি... ৭১ এ যদি সবাই ভাবতো কি লাভ যুদ্ধ করে, জিততে তো পারবোনা, পাকিস্তানি বাহিনী অনেক শক্তিশালী তাহলে কিন্তু আজকে আপনি আমি স্বাধীন দেশের নাগরিক নাও হতে পারতাম..
একমত
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬
স্বপনবাজ বলেছেন: আমাদের গর্বের ইতিহাস কাদছে আমরা দেখছি !
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
ঐকতান০০৮ বলেছেন: আসছি! অবশ্যই আসছি।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
শুধুই অর্ক বলেছেন: রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।++++++++
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২০
তুহিন সরকার বলেছেন: কসাই কাদেরের ফাঁসি চাই, ফাঁসি।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
আহ্মুদুল বলেছেন: রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
আসুন এই গণজাগরণে একাত্ত হই।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যে বাংলায় রাজাকার,
সে বাংলা নয় আমার।
**চল চল শাহবাগ স্কয়ার
গর্জ্ উঠুক আরেকবার
একাত্তরের হাতিয়ার**
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
ঘাড়তেড়া বলেছেন: বেটা গর্ধব তাহেরীর স্কয়ারে সবাই একত্রিত হয়েছিল সরকার পতনের জন্য এবারো মানুষ কোথাও তাহেরীর স্কয়ার বানাবে এই সরকারের পতনের জন্য। মিথ্যা দিয়ে কোন কিছু করলে কখনো আত্মার শান্তি আশে না। বিতর্কিত ট্রাইবুনাল দিয়ে যে রায় হয়েছে জাতি বুঝে গেছে এর চেয়ে মিথ্যা আর জুলুম কিছু নেই।
এ রাজনৈতিক বিচার মানুষ ঘৃণা সহকারে প্রত্যাখান করেছে মানুষ এখন ছাত্রলীগ নামক মানবতাবিরোধীদের বিচার চায়।
যারা প্রকাশ্যে মানুষ হত্যা করছে, ধর্ষণ করছে সামান্য সিট বরাদ্ধের জন্য তাদের বিচার চায় মানুষ। কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর মানিক তোমাদের বোনদের নিয়ে সেঞ্চুরী উদযাপন করল কোথায় ছিলে তখন।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
নিশাচর মানুষ বলেছেন: কালকে অনেকবার যেতে চেষ্টা করেছি, কিন্তু অফিস থেকে বেরোতে বেরোতে রাত ১২.০০ টা বেজে গেছে, কিন্তু আজ আর অফিসে কিছুতেই কাজে মন বসাতে পারছি না, আজকে যে আমাকে যেতেই হবে, না হলে যে পূর্বসূরীদের সাথে বেঈমানী করা হবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
নাঈমুল করীম নাঈম নাঈমুল বলেছেন: বাংলাদেশকে মিসরের সাথে তুলনা করবেন না। কারন মিসর এই যুদ্ধাপরাধীদের বাচাতে চেয়েছে.... তাই ..শাহবাগকে শাহবাগ চত্ত্বর বলুন।