![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ তারুণ্যের আগুনে বহ্নিশিখায় পরিণত হয়েছে। আর সে আগুন ছড়িয়ে বাংলা আঁনাচে কাঁনাচে।
ছাত্র জনতা শিক্ষক দিনমজুর কে আছে বাকি এই জোয়ারে শামিল না হয়ে! রাজনোইতিক দল থকে শুরু করে সর্বস্তরের মানুষের মোহনার এক নাম শাহবাগ। আমাদের গণজাগরণের মঞ্চ। আমাদের প্রজন্ম চত্ত্বর।
প্রায় ১১৫ ঘন্টা ক্লান্তিহীনভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি ওই কসাই রাজাকার কাদেরের বিরুদ্ধে।
একটাই দাবি, কাদের ফাঁসি।
এমন কোন মুক্তমনা, দেশপ্রেমী তরুণ তরুনী শিশু, বৃদ্ধ বাদ নেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই আন্দোলন সংহতি প্রকাশ থেকে বিরত থাকতে।
কিন্তু সেই তথাকথিত তারুণ্যে উদ্বেলিত মাহি বি চৌধুরী, আন্দালিব পার্থরা কোথায়?
কোথায় তাদের তারুণ্য? কোথায় তাদের তারুন্যের শৌর্যবীর্য?
মিডিয়া থেকে শুরু করে সংসদের ভিতরে বাহিরে কথা রস্ময় কথাই না শুনেছি তাদের !!
আমি নিজেই ব্যক্তিগতভাবে ইউটিউবে সংসদে দেয়া পার্থ'র বক্তব্য শুনেছি।
শুনে রক্ত গরমও হয়েছে। ভেবেছি এই বুঝি একটা পুরুষ, একটা তরুণ জন্ম নিল এই নোংরা রাজনীতির বলয়ে!!
কিন্তু আমি, আমরা যে ভুল, এখন বুঝছি!! ওরা যে নপুংশক তা ঢের প্রমান পাচ্ছি!!
ওরা যে রাজনীতিবিদ, ওরা যে স্বার্থের জন্য ব্রান্ড প্রমোশন করে তা বুঝলাম !!
ওরা যদি সত্যিই দেশপ্রেমিক হতো, এই মা মাটিকে ভালবাসতো তবে ওরা নিজেরাই এ আন্দোলনে তাদের উপস্থিতি জানান দিতো!!
বিড়ালের মতো চুপশে থাকতো না !!
আমরা কি পারিনি ওদের বয়কট করতে? ওই মাহী চৌধুরী, পার্থদের মতো হারামখোর বিরুদ্ধে কথা বলতে?
অবশ্যই পারি।
ওরা না আসায় আমরা কি থেমে আছি? বাংলার জনগন কি থেমে আছে?
বিদ্যুতবেগে সবার শিরা উপশিরায় পৌছে যাচ্ছে ঘুমিয়ে থাকা দেশপ্রেম।
এ বাংলা আমার। কোন রাজাকার বা রাজাকারের বেজন্মা সন্তানের নয়!
জয় বাংলা!
জয় হোক শাহবাগের গণ মানুষের আন্দোলন!!
একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
maxcse বলেছেন: মনে করাইয়া দিলাম
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
অজানাবন্ধু বলেছেন: এ বাংলা আমার। কোন রাজাকার বা রাজাকারের বেজন্মা সন্তানের নয়!
জয় বাংলা!
জয় হোক শাহবাগের গণ মানুষের আন্দোলন!!
একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
maxcse বলেছেন: জয় বাংলা!
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
কাজের কথা বলেছেন: আসলেই তো!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
maxcse বলেছেন: হুম
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
গেন্জীর উপর বুকপকেট বলেছেন: ওরা যাইবো টিভিতে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
maxcse বলেছেন: আমরা বয়কট করমু সেই প্রোগ্রাম
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
চেয়ারম্যান০০৭ বলেছেন: shahbag gele to rajnoitik lecture dite parbo na.er chaite talk show te golabaji koira malpani kamanor dike eder interest beshi
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
maxcse বলেছেন: ঘটনা সইত্যা
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
সাবু ছেেল বলেছেন: মাহি হচ্ছে একটা সুবিধাবাদীর পুত্র।পার্থ হচ্ছে একটা মহা দুর্নীতিবাজের পুত্র।তাদের আবার কিসের তারুণ্য!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
maxcse বলেছেন: কিন্তু তাদের চাঁপার কাছে তো যাওয়া যাউ না। মনে হয় তারুণ্যের ক্যাপসুল খেয়েছে
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
রাফা বলেছেন: উনারা ভোটের রাজনিতীর হিসাব মিলাইতে পারতেছে না।তাই অন্ক কইষা রেডি হইতাছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
maxcse বলেছেন: ১+২=৩
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
রাকিব আলম বলেছেন: andalib rahman partho last week a london gechen...r amader andolon nia uni fb te jothesto positively status diachen....so tar bepar a ulta palta kichu bola ta mone hoy amader uchit hobe na..
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
maxcse বলেছেন: কিন্তু সে চাইলে তো মিডিয়ার মাধ্যমে তার কথা বলতে পারতো, তাই না?
দায়সারাভাবে কাজ সেরাটা দেওয়াটা কি তার মতো(!) মডেলদের শোভা পায়???
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
শহীদুল্লাহ খান বলেছেন: সাবু ছেেল বলেছেন: মাহি হচ্ছে একটা সুবিধাবাদীর পুত্র।পার্থ হচ্ছে একটা মহা দুর্নীতিবাজের পুত্র।তাদের আবার কিসের তারুণ্য!!
কঠিনভাবে সহমত।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
maxcse বলেছেন: কঠিনভাবে সহমত।
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
রাফা বলেছেন: উনারা ভোটের রাজনিতীর হিসাব মিলাইতে পারতেছে না।তাই অন্ক কইষা রেডি হইতাছে।
সহমত
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
maxcse বলেছেন: ধন্যবাদ বন্ধু
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
খাটাস বলেছেন: রাকিব আলম বলেছেন: andalib rahman partho last week a london gechen...r amader andolon nia uni fb te jothesto positively status diachen....so tar bepar a ulta palta kichu bola ta mone hoy amader uchit hobe na..
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
maxcse বলেছেন: না উচিত হবে না
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
িবদ্রহী বলেছেন: আমগো চাচার কথা কেউ কিছু কইতাছেননা কেন???
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
maxcse বলেছেন: চাচা তো জন্ম জন্মান্তরে রাজাকার
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
এই আমি রবীন বলেছেন: আমারো প্রশ্ন: সেই তথাকথিত তারুণ্যে উদ্বেলিত মাহি বি চৌধুরী, আন্দালিব পার্থরা কোথায়?
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
নিভৃত সরল ভাবনা বলেছেন: oderke noitikotar obohelar/(slow response) karone show cause korte chai.........................
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
ডাব্বা বলেছেন: অনেক পরে দেখলাম পোস্ট টি।
যাদের কথা বললেন ওরা ক্ষীর খাবার জন্যে তৈরী হচ্ছে।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
ভুল উচ্ছাস বলেছেন: ভাই সকল কে আসলো না এইটা নিয়ে মাথা ঘামানোর মতো সময় নাই আমাদের হাতে, যারা এসেছে তাদের নিয়েই এই আন্দোলন কিভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায় সেটা নিয়ে পোস্ট লিখেন। এই সব বেলুন কর্মসূচী কেন হচ্ছে? তার কারন আপনারা সবাই অন্যের পাছা ঘাটতে বিজি।
আর যাদের কথা বলছেন, এই যে পার্থ ঐ ব্যাটা কয়েকদিন আগে বলছে আমার এলাকায় ৩০০০০ জামাতী ভোট আছে, তোমরা কি বুঝো রাজনীতির। তাই এইসব সুবিধাবাদীরে নিয়া আলোচোনা করে এদের আলোচিত না বানাইয়া আসেন সবাই মিলে সামনে এগোবার জন্যে কি কি করা যায় সেটা নিয়ে ভাবি।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
আমি সুফিয়ান বলেছেন: তাইতো এই দুই চোরার কথা তো ভুলেই গেছিলাম!!!!