নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

পারলে ১৪৪ ধারা দে, তবুও আমি শাহবাগের মাটি কামড়ে রবো ২৪ ঘন্টা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

পারলে ১৪৪ ধারা দে।

১৪৪ ধারা কেন ২৮৮ ধারা দিলেও প্রজন্ম চত্ত্বর ছেড়ে যাবো না!

আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে রবো শাহবাগের রাজপথে।



পারলে গুলি করে মেরে ফেল আমাকে। কেউ না থাকলেও আমি একলাই থাকবো। আমার উপড় দিয়ে ট্রাক তুলে দিয়ে পিষে মেরে ফেল। তবুও আমি ছাড়বো শাহবাগ চত্ত্বর



১১ দিন যদি না খেয়ে, না ঘুমিয়ে দেশের জন্য যুদ্ধ করতে পারি, তাতে তোদের সমস্যা কি?



তোরা ক্লান্ত হয়ে গেলে যা বিশ্রাম নে। রাত ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘুমা আর ফিডার খা।



আমি থাকবো ২৪ ঘন্টা, পরে থাকবো। যেমন ১১ দিন ছিলাম।

কেউ স্লোগান না দিলেও আমি একলাই দিবো- জয় বাংলা, জয় বাংলা।

একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার

বীর বাঙ্গালীর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

দূরবী৩২১ বলেছেন: কি কররো এইটা?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

ডার্ক ম্যান সুজা বলেছেন: বিচার চাই করতে হবে

জনতার আদালতে ঘাতকদের ফাঁসি চাই ..

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

নিরব একজন বলেছেন: দয়া করে
ঢাকার ব্লগাররা রাজপথ ছারবেন না ।
না হলে
বাংলাদেশ আরও ১০০ বছর পিছিয়ে যাবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

maxcse বলেছেন: আমরা কেউ ছাড়বো না

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

দূরবী৩২১ বলেছেন: ব্লগার মুনসির নাম্বার ০১৬৭৪৭৭৪৬৩৩ তুই আন্দোলনের সময় বেঁধে দেয়ার কে? শালারে জিজ্ঞাস করেন

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

বাঁধলেই বাঁধন বলেছেন: breaking news.... রাত দিন ২৪ ঘন্টা চলবে আন্দোলন।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ১৬ই ডিসেম্বর এর আগে কিন্তু ১৪ই ডিসেম্বর আসে... সময় এসেছে প্রত্যয়টাকে আরও দৃঢ়ও করার..

জয় আমাদের হবেই হবে.।.।.।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

আমি বীরবল বলেছেন: আমি শাহাবাগে থাকার জন্য মেস ছেড়ে দিয়েছিলাম। এখন বলছে-ওখানে রাত ১০টার পর থাকা যাবেনা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.