![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেলখানায় নিজ কক্ষে সাঈদী বসে আছেন। কিছুটা বিমর্ষ! কিছুক্ষণ পর পর টিভির দিকে তাকাচ্ছেন।
পাশে থাকা পঞ্চার্ধ এক কয়েদী বললো, হুজুর দেখছেন দ্যাশের কি অবস্থা!!
সাঈদী কোন কথা বললেন না! 'হুম' বলে বসে রইলেন।
-হুজুর, পোলাপিন গুলো আপনার কত ভক্ত দেখছেন! আপনার বিরুদ্ধে কেবল ফাঁসি রায় দিছে, তাই কি অবস্থা!
যখন ফাঁসি, তখন কি অবস্থা হইবো বুঝতে পারছেন??
এবারো সাঈদী কোন কথা বললেন না, আবারো হুম বললেন।
-আচ্ছা, হুজুর ওই পোলাপিনগুলো আপনারে এতো ভালবাসে ক্যান?
সাঈদী এবার পাশে থাকা কয়েদীর দিকে বললেন- সোনা ভাই, সব কপালের লিখন!
তুমি কি আমার অডিও শুনেছো?
-হো হুজুর, শুনছি মানে! কত শুনছি। আর কত কানছি!!
ও, নতুনটা তো শোনো নাই।
-হুজুর নতুনডা মানে? আপনার যত ক্যাসেট আছে সব শুনছি! সব।
আরে নারে ভাই, ওইডা আর ক্যাসেটে পাওয়া যাই নাই এখনো!
যাই হোক, তুমি যা বলছিলে, আমাকে কেন ওরা এতো ভালবাসে! কেন জীবন দান করছে?
সবই ওই লইট্যা ফিস, আর ময়না পাখিদের জন্য।
-হুজুর, লইট্যা ফিস, ময়না পাখি, বুঝলাম না!! মারা যাওয়ার সঙ্গে মাছের, পাখির কি সম্পর্ক?
বুঝবে না তুমি! তোমার বয়স পার হয়ে গেছে!
তারপরো বলি, সারা বাংলাদেশ তো আমাকে এক নামে চেনে।
কত মানুষ আসতো আমার কাছে দোয়া চাইতে।যদিও এখন আর আসে না। সাঈদীর দীর্ঘশ্বাস!
এরপ আবার শুরু করলেন, কত নারী তাদের কত সমস্যা নিয়ে আসতো।
এবারে সাঈদী একটু গলা খাকরিয়ে আবার বলা শুরু করলেন, আমি তাদের প্রতি খুবই শ্রদ্ধাশীল, হাজার হোক মেয়ের জাত তো!!
এদের মধ্যে ময়না টিয়া খুঁজে বের করতাম।
যখন আমার খুব লোড পড়তো তখন বেঁছে বেঁছে আমার এই পোলাপিনদের মধ্যে বন্টন করতাম।
এক কথায়, সাপ্লাইয়ার।
এবার একটু দম নিয়ে আবার বলা শুরু করলেন সাঈদী, আমি মারা গেলে ওদের তো আর যোগান দেয়ার কেউ নাই। তাই ওরা পাগলা কুত্তা হয়ে গেছে , ও সরি, পাগল হয়ে গেছে! আমি বেঁচে থাকলে সাপ্লাই থাকবে , না থাকলে নাই!
তাই ওরা জীবন দিয়ে ট্রাই করছে, আমাকে বাচাঁনোর জন্য। হাজার হোক ময়না টিয়া তো।
-হুজুর আগামাথা তো কিছু বুঝলাম না!
যাদের বোঝা ঠিকই বুঝছে, তোমার বয়স বয়স পার হয়ে গেছে!
আহ, লইট্যা ফিশ আর বুঝি খাওয়া হলো না!
বি দ্রঃ এক গণধর্ষণকারী, গণহত্যাকারীর বাঁচাতে শিবিরদের শহীদ না হলেও চলতো! নিজের চরকায় তেল দেয়া উচিত।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
maxcse বলেছেন: সে কি আর বলতে হয় !!!
২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:০৫
প্রভাষ প্রদৌত বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
ছবির জীবন বলেছেন: হ; হুরেরতো কুনু নিশ্চয়তা নাই।
+