নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

আমি একজন হিন্দু বলছি - " হয় বাচার মত বাচতে দে, নয়ত মরার মত মরতে দে।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ছোট বেলায় একটা প্রবাদ পড়তাম বাংলা ২য় পত্র বই-এ "রাজায় রাজায় যুদ্ধ, উলু খাগরায় প্রনান্তর"।

মাঝে মাঝে দেখি কিছু কৃষকের হাল বাইতে গিয়ে পঁচা শামুকে পা কাটে, তখন সে শামুক কে কিছু করতে না পেরে হালের নিরিহ বলদ গরুটাকে বেদম পিটিয়ে রক্তাক্ত করে নিজের মনের ঝাল মেটায়। নিজেকে আজকাল ঐ রকম হালের বলদ আর উলু খাগরা মনেহয়, কারন আমি একজন হিন্দুর সন্তান।

জামাত-শিবির যখন সরকারকে মারতে পারছেনা (মন মত) তখন হিন্দুদের মারছে, জাতীয় পতাকা পুড়িয়ে সাধ না মিটাতে পেরে হিন্দুদের বাড়ি পুরাচ্ছে, কারন সবাই জানে "হিন্দুর জন্ম মরিবার তরে"।

হিন্দু মারলে বিচার হবেনা এটাই এখন সিদ্ধ।

সরকার আর মিডিয়াও এ বেপারে চুপ, কারন হিন্দু মারা আর পিঁপড়া মারা এক-ই কথা । পিঁপড়া মাড়লে যেহেতু বিচার হয়না তাহলে হিন্দু মারলে কেন হবে !!!!!!??



ইঁদুর মারলে যেমন কৃষি মন্ত্রনালয় থেকে পুরস্কার দেয় , আমার মনেহয় হিন্দু মারার উপর সরকারের এমন পুরস্কারের ব্যবস্থা করা দরকার।



সরকার যেহেতু Protect করার ব্যবস্থা করতে চায়না, তাই একেবার নিশ্চিহ্ন করার ব্যবস্থা করুক যাতে protection এর কথা বলার মত আর কেউ না থাকে।



আমি একজন হিন্দু বলছি - " হয় বাচার মত বাচতে দে, নয়ত মরার মত মরতে দে। বাচা আর মরার মাঝে এভাবে লটকে রাখিসনা"। একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এটাই আমার শেষ চাওয়া, এর বেশি কিছু আর আশাও করিনা ।



আমার এক বন্ধুর করূন আর্তির এ লেখা। কিছু বলতে পারি নি। শুধু নির্বাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

যোগী বলেছেন: যার যা আছে সেটা নিয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। মনে সাহস রাখেন।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৩

maxcse বলেছেন: একজন মানুষ হিসেবে আমাদেরও তাদের সহযোগিতা করতে হবে।

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৫

বোকামন বলেছেন: :( :( :(

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৯

শিরোনাম বলেছেন: সরকারের নিদারুন ব্যর্থতা। হিন্দু ভাইদেরকে প্রটেকশান দিচ্ছেনা। তীব্র নিন্দা জানাইলাম।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৪

maxcse বলেছেন: অবশ্যই।

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:১২

সাজিদ এহসান বলেছেন: সরকারের নিদারুন ব্যর্থতা। হিন্দু ভাইদেরকে প্রটেকশান দিচ্ছেনা। তীব্র নিন্দা জানাইলাম।

৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :( :( :(

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৯

যোগী বলেছেন: এই মুহুর্তে নিরীহ সংখালঘু ভাইদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুমিন মুসলমানে ঈমানী দায়িত্ব। ইসলাম আমাদের সেই শিক্ষায় দেয়।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩২

maxcse বলেছেন: সেই শিক্ষাকে কাজে লাগাতে হবে বন্ধু

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

htusar বলেছেন: যোগী বলেছেন: এই মুহুর্তে নিরীহ সংখালঘু ভাইদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুমিন মুসলমানে ঈমানী দায়িত্ব। ইসলাম আমাদের সেই শিক্ষায় দেয়।

সহমত।

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

হাঁড় = ঘাঁড় বলেছেন: htusar বলেছেন: যোগী বলেছেন: এই মুহুর্তে নিরীহ সংখালঘু ভাইদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুমিন মুসলমানে ঈমানী দায়িত্ব। ইসলাম আমাদের সেই শিক্ষায় দেয়।

সহমত।

৯| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

নূর আফতাব রুপম বলেছেন: ভারতে জোডি সকল মুসালমান মেরে ফেলে তারপরও বাংলােদশে একজন নিরোপরাদ হিণদুর গাএ হাত তোলা হারাম হারাম হারাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.