নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মাঝে মাঝে শীতকেও অনুভব করতে হয়, না হলে শীতের পরের উষ্ণতা যে কতটা আরামদায়ক সেটা বোঝা যায় না।।\" \"দৃশ্যের বাইরেও এমন কিছু অদৃশ্য শক্তি থাকে যার জন্য একজন মানুষও অপরিচিত থেকে অতি আপন হতে পারে, হতে পারে জীবনের অবিচ্ছেদ্য অংশ ।।\"

মায়ের ভালবাসা

বাস্তবতাকে মেনে নেওয়া উচিত । মানুষের কষ্টকে নিজের ভেতর অনেক বেশি অনুভব করি । মা, মাটি, মাতৃভূমিকে অনেক বেশি ভালবাসি । নিয়মের বাইরে কোনকিছু না করে যার যার অবস্থান থেকে তার তার দায়িত্ব ভালভাবে পালন করলেই আমাদের দেশ উন্নত হয়ে যাবে । Facebook: https://www.facebook.com/ah.cse.pu

মায়ের ভালবাসা › বিস্তারিত পোস্টঃ

বিদায়ের সুর বেজেছে (সি.এস.ই - ১৪)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮




এইতো সেদিন
সকালের মায়াবী সূর্যকিরণ ছিল রক্তাক্ত
শিশিরের অজস্র দানা সেদিন করছিল চিকচিক
আমাদের পদচারনায় ধন্য হয়েছিল দূর্বাঘাস
সকল মায়ার ত্যাগে আপন হয়েছিলাম যবিপ্রবি-র
পাঠ চুকিয়ে সমস্ত আমরা, ছড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে ।

সবকিছু যেমন ছিল তেমনই রবে
শুধু পরিবেশিত হবে না উনু-কাকুর জোড়া নৃত্য
ইমু আর করবে না মিনতি একটা ক্লিক এর জন্য ।
বুড়ো পেটওয়ালা ভাই নোবেল থেকে এখন পাবে শুধু ট্রফি
এসপিএন আর ফুটো ফুটো করে করবে না বাজিমাতি ।
সাদুর নামহীন সংঘটন রয়ে যাবে আজীবন অজ্ঞাত পরিচয়
ফিরু আর করবে না ইয়ে-ই-আ ইয়েস স্যার ।
মোটারা আর করবে না, নতুন বাতাসে বায়ু দূষণ
শ্রাবন্তির ঝাঁঝালো চিৎকার কাউকে করবে না আকর্ষণ ।
“রিতু-রা”একসাথে থাকলেও অট্টহাসিতে জমাবে না আসর
স্যার হবে না ষাঁড়-পুতুল রবে না মূর্তিমান ।
আড্ডায় কেটে যাবে না নির্ঘুম সমস্থ রাত্রি
বিন্তু থেকে যাবে ভাইয়ের ভালবাসায় রহস্যময়ীই ।
কেউ করবে না গুটিবাজি
কেউ দিবে না ভুট করে, বুট দিয়ে মেরে লাথি ।
হাবু খেলবে নতুন বুদ্ধিতে
কাকু-র প্রতি পাণ্ডুর দুর্বলতা রয়ে যাবে অগোচরে ।
কর্মব্যস্ত হয়ে যাবে সবাই একেক-একেক প্রান্তে থেকে ।

আর বসব না একসাথে ক্লাসে
কেউ মত্ত হবে না, কাগজ ছোড়ার বিনোদনে ।
হবে না বিরক্ত পড়ানোয় মনোযোগী শ্রদ্ধেয় শিক্ষক
কাউ-কেই দিতে হবে না নিজেদের অজান্তে সহস্র অধিক্ষেপ ।
টেবিলগুলোতে থাকবে শুধু বিদায়কালীন আমেজ
বীতরাপে আর কেউ বলবে না, শেষ হয়েও হল না শেষ ।

উগান্ডাদের কন্ঠে আর ভেসে আসবে না সমস্বরে – জালালী কবুতর
মঞ্চে দাড়িয়ে আর কেউ তুলবে না বজ্র কন্ঠে আওয়াজ ।
লাইভে যাবে না কেউ চায়ের কাপে মুখ লাগিয়ে ।
সময় যাবে না আর অলিতে-গলিতে দাড়িয়ে নমুনা সদৃশে
শকুনীয় চোখে নিলা, মায়া, ঝাপি আর অমিদের সন্ধানে ।
কতটা খুঁজেছি, হয়েছি আনন্দিত জানে নি তাদের কেউ
দৃশ্যের আড়ালে চলে যাব সবাই, দেখব না তো কাউকেই আমরা কেউ ।

রক্তাক্ত হৃদয়ও মন্দির আমার
থমকে থমকে কেপে উঠছে হাত কিছু লিখতে, এই ভেবে যে
আর বসা হবে না সিএসই চত্বরে ।
অঝরে ঝরছে চোখ এই ভেবে
ঢুকবোনা হৈচৈ-এ আর কোনদিন ক্লাসে ।
হু-হু করে কেঁদে উঠছে বেদনাহত অন্তর
পরিচিত কিছুমুখ আমরণ থেকে যাবে অদৃষ্ট ।
আমি আজ অচেতন, বিষণ্ণ এই ভেবে
বিভাগে ঘুরবো, থাকবে না বন্ধু কেউ
বাসে উঠব, থাকবে না কোন হুল্লোড় ।
থাকবে সবকিছুই শুধু থাকবে না অধিকার ।

বন্ধুত্ব সেতো এক একতার নাম
বুঝেছিলাম সেদিন অকথ্য নির্যাতনের পর ।
একে একে পার করেছি কতগুলো মাস, বছর, দিন
এখনও রয়ে গেছি আমরা আগের মতই অমলিন ।
নহে পরিচর্যা তবুও চাই বন্ধুত্ব চিরকাল
ডানা-বিহীন ভালবাসায় তোরা থাকবি অনন্তকাল ।

বন্ধু তোমাদের বলছি
আমাদের ভুবনে রেখ না কোন হিসাব, বিভেদ, বিরহ
অশ্রু মুছে দিয়ে, দুঃখ ভুলে থেকো বিশ্বস্ত ।
বন্ধুত্ব তো মাপকাঠি সম্পত্তি পরিমাপে
বন্ধু কখনও হয়না ক্ষুব্দ বন্ধুর আচারনে ।
আমরা ছিলাম আমাদের এটা রেখ স্মরণ
সবার হৃদয়ের মণিকোঠায় রেখো সবার আসন ।

দেখা যাবেনা পানির উপরে ভেসে থাকা
ঘাসপাতার শীতল বাতাসে দুলিয়ে দুলিয়ে নৃত্য ।
গন্ধরাজ সুগন্ধ বিলিয়ে যাবে
ছনে ভরা আমবাগান হবে আকাশমূখী
শুধু থাকব না আমরা ।
থাকবে দণ্ডায়মান তুমি উচ্চশিরে অনন্তকাল
নবীন আমি, আজ প্রবীণ আমাকে তো ছাড়তেই হবে স্থান ।
ভালো থেকো প্রানের ক্যাম্পাস
ভালো থেকো সিএসই বিভাগ, ভালো থেকো যবিপ্রবি ।।


--------------Dedicate to--------------
CSE-14 Batch
Day of Class Suspension
Dept. of Computer Science and Engineering
Jessore University of Science and Technology.

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: :D বিদায় B-)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

নজসু বলেছেন: বন্ধুদের সাথে কত মজাই না হয়।
আপনি যা যা লিখেছেন তার কোন না কোনটি কারও না কারও সাথে অবশ্যই মিলে যাবে।
শিক্ষাকাল ছেড়ে কে কোন দিকে চলে যায় তার ঠিক নাই।
শুধু স্মৃতি রয়ে যায়।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

মায়ের ভালবাসা বলেছেন: হাজারও স্মৃতির জন্ম দেওয়া দন্ধুদের বিদায় দেওয়া আসলেই খুব কষ্টের ।। ধন্যবাদ ।।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় শিক্ষাঙ্গন থেকে, প্রিয় বন্ধুদের থেকে বিদায় নেওয়াটা সত্যি অনেক কষ্টের, কিন্তু এটাইতো নিয়ম। অনেক শুভ কামনা রইলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

মায়ের ভালবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

মাহমুদুর রহমান বলেছেন: সকলের জন্য রইলো শুভ কামনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

মায়ের ভালবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: কবিতায় আপনার আবেগ সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

মায়ের ভালবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.