নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মাঝে মাঝে শীতকেও অনুভব করতে হয়, না হলে শীতের পরের উষ্ণতা যে কতটা আরামদায়ক সেটা বোঝা যায় না।।\" \"দৃশ্যের বাইরেও এমন কিছু অদৃশ্য শক্তি থাকে যার জন্য একজন মানুষও অপরিচিত থেকে অতি আপন হতে পারে, হতে পারে জীবনের অবিচ্ছেদ্য অংশ ।।\"

মায়ের ভালবাসা

বাস্তবতাকে মেনে নেওয়া উচিত । মানুষের কষ্টকে নিজের ভেতর অনেক বেশি অনুভব করি । মা, মাটি, মাতৃভূমিকে অনেক বেশি ভালবাসি । নিয়মের বাইরে কোনকিছু না করে যার যার অবস্থান থেকে তার তার দায়িত্ব ভালভাবে পালন করলেই আমাদের দেশ উন্নত হয়ে যাবে । Facebook: https://www.facebook.com/ah.cse.pu

মায়ের ভালবাসা › বিস্তারিত পোস্টঃ

“চলে যেতে হবে”

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩০



“চলে যেতে হবে”
-আলমগীর হোসেন

আমি তখন ছিলাম নূতন জলপাই সবুজ
কত কিছুই ছিল রক্তিম, হচ্ছিল অনুজ্বল ।
আজ আমি সুশোভনের পথে
অনেক কিছুই শুধু ধু-ধু ধূসর ।।

অবারিত আলো-বাতাসে, আনন্দ-উল্লাসে মেতে
পৃথিবীর মোহনীয়তায় নিয়মিত হেরে,
অতি তীব্রতাকে করে অতি হালকা
ক্ষণে-ক্ষণে ভুলে যাই সুমহান ওই সত্ত্বাকে ।।

প্রভুর নিয়মকে অনিয়ম করে
ভুলে যেতে বসেছি সে চিরন্তন সত্য ।
একদিন চলে যেতে হবে
সুন্দরের বৈচিত্রে ভরা এ পৃথিবী ছেড়ে ।।

বিদায়ের সানাই বাজবে
পালকি এসে দুয়ারে থমকে দাঁড়াবে ।
নিঃসঙ্গ, সে নির্জনে কেউ রবে না সাথী
নিরন্তর সে পথ চলতে হবে একান্তই একাকী ।।

শর্তের বেড়াজালে স্বার্থের দ্বন্ধে
না পাওয়ার বেদনায় ভরা এ ধরা ।
চাইনা এ ক্ষন ক্ষণে সুখের ছোঁয়া
ধন্য করিও সেদিন দিয়ে শান্তির ছায়া ।।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

মায়ের ভালবাসা বলেছেন: ধন্যবাদ ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯

মায়ের ভালবাসা বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ ভাল লেগে গেল কবিতাটি।
শুভেচ্ছা।

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯

মায়ের ভালবাসা বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯

মায়ের ভালবাসা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.