নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মাঝে মাঝে শীতকেও অনুভব করতে হয়, না হলে শীতের পরের উষ্ণতা যে কতটা আরামদায়ক সেটা বোঝা যায় না।।\" \"দৃশ্যের বাইরেও এমন কিছু অদৃশ্য শক্তি থাকে যার জন্য একজন মানুষও অপরিচিত থেকে অতি আপন হতে পারে, হতে পারে জীবনের অবিচ্ছেদ্য অংশ ।।\"

মায়ের ভালবাসা

বাস্তবতাকে মেনে নেওয়া উচিত । মানুষের কষ্টকে নিজের ভেতর অনেক বেশি অনুভব করি । মা, মাটি, মাতৃভূমিকে অনেক বেশি ভালবাসি । নিয়মের বাইরে কোনকিছু না করে যার যার অবস্থান থেকে তার তার দায়িত্ব ভালভাবে পালন করলেই আমাদের দেশ উন্নত হয়ে যাবে । Facebook: https://www.facebook.com/ah.cse.pu

মায়ের ভালবাসা › বিস্তারিত পোস্টঃ

তাওহীদি প্রেরণার অবমাননা

৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:০৫



তাওহীদি প্রেরণার অবমাননা
-আলমগীর হোসেন

মানবতার মুক্তির দূত
রাহমাতুল্লিল আলামিন ।
যার আগমনে আত্মহারা সব, বিয়োগে স্তব্ধতা
যাকে উপেক্ষায়
বিশ্ব মুসলিম হৃদয় রক্তাক্ত, চারিদিকে চঞ্চলতা ।।

ওরা ভুলেছে
নিদারুণ পরিণতি ।
যারা করেছিলো নিন্দা, দিয়েছিলো গালি
নিকৃষ্টতায় ছিন্নভিন্ন হয়েছে
ওদের সকল অস্থি, সম্পত্তি ।।

জাগো আবারও মুসলিম
দুনিয়ার মুসলমান ।
রাসুলকে(সাঃ) দিয়েছে অবজ্ঞা, করেছে অপমান
তুমি এখনও জীবিত
তোমার দেহে প্রাণ, শিরায় রক্ত বহমান ।।

নহে ব্যাঙ্গ-বিদ্রুপ
ওহে আশরাফুল মাখলুকাত ।
মুশরিক-মুনাফিকে মিলবে না শান্তি, এহকালে-পরকাল
লানতে ধ্বংস অনিবার্য
এ যে বিধাতার শপথ, চিরন্তন সত্য ।।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আসুন আমরা আবার জ্বলে উঠি যেমন করে নবী মুহাম্মদ ( সাঃ) বনু কুরায়াযা গোত্রের আটশ লোককে হত্যা করেছিল কেবল মাত্র তারা ইসলাম গ্রহন না করার অপরাধে।
সীরাতে ইবনে হিশাম পৃ ২৩৭

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৪

মায়ের ভালবাসা বলেছেন: ইসলামের সঠিক ইতিহাস, সঠিক প্রেক্ষাপট জানুন ।। হয়তো ইসলামেই প্রকৃত প্রশান্তি পেয়ে যাবেন ।।

২| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: স্যালুট কবি দা

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৪

মায়ের ভালবাসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।।

৩| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৫

অধীতি বলেছেন: কাব্য প্রতিভা ভালো। পুড়িয়ে ফেলা মানুষটাকে নিয়েও লিখুন। বলাৎকার করা মাদ্রাসার হুজুরটাকেও নিয়ে লিখুন।

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২১

মায়ের ভালবাসা বলেছেন: ইসলাম কখনও এগুলোকে সমর্থন করে না । যারা এরকম কাজ করে বা করে যাচ্ছে, এদের খুঁজে খুঁজে বের করে আইন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । আমরা সুখী সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশ চাই ।।

৪| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: যারা নবী প্রেমের দাবি করেন তাদের বোঝা উচিৎ মানুষকে আঘাত করে সমস্যার সমাধান হবে না। ধার্মিক, অসহিষ্ণু ভন্ড নেতাদের অনুসরন বাদ দিয়ে সত্য ও সুন্দরের পথ আকড়ে ধরাতেই সফলতা।

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২১

মায়ের ভালবাসা বলেছেন: ইসলাম কখনও এগুলোকে সমর্থন করে না । যারা এরকম কাজ করে বা করে যাচ্ছে, এদের খুঁজে খুঁজে বের করে আইন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । আমরা সুখী সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশ চাই ।।

৫| ৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



ইয়েমেন ও সিরিয়ায় জেগে আছে সবাই, বাংলাদেশে জাগার সময় হয়েছে?

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২২

মায়ের ভালবাসা বলেছেন: আপনার কি মনে হয়? জাগার সময় হতে কত বাকি??

৬| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

নীল আকাশ বলেছেন: কবিতা ভালো হয়েছে। আরো লিখুন।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:০৭

মায়ের ভালবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.