![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
undefined মায়ের কথা ওভাষা খোকা আমার যুদ্ধে গেছে এইতো পাঁচমাস ধরে !
লাল সবুজের পতাকা নিয়ে ফিরবে আবার ঘরে
খোকা আসবে
এই ভাবনায় সারাটা দিন কাটে !
উঠান দিয়ে কে আসে হেটে |
খোকার জন্যে চিরে কুটেছি বিন্নি ধানের খই !
গাছ ভতি নারিকের পুকুর ভতি কই!
যুদ্ধ শেষ এবার ফিরে আয় ঘরে খোকা।
ওরা বলে তুই গেছিস চিরতরে !
তুইতো না বলে কোথাও যাসনা !
যুদ্ধে যেতে ধরেছিলি বায়না !
তুই কি রাগ করেছিস ~ করেছিস করে অভিমান !
তুই নাকি রক্ষা করবি দেশের সম্মান।
আশায় আশায় থেকে দিন যেগদ গেলো চলে।
কেন করছিস এত রাগ যা আমায় বলে । খোকা
২০/৮/০১৫
©somewhere in net ltd.