![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার প্রথম প্রেম
শেষেও যেন থাক
তোমার মনে আমার জন্য
একটু জায়গা রাখ
হৃদয় মাঝে আছো তুমি
থেকো আজীবন
তোমাকে নিয়ে আমি
ভাবি সারাক্ষণ
তোমাকে স্বপ্নে দেখে
কাটাই সারা রাত
একি পথে চলছি দুজন
হাতে রেখে হাত
সকাল হয় সুন্দর
ভেবে তোমাকে
সারাদিন একটু মনে
রেখো আমাকে
রোদ বৃষ্টির মাঝেও
তোমাকে পাশে রাখি
তুমি যে আমার
প্রথম প্রেমের পাখি
ইতি তোমার
mdaynal 22/8/015
©somewhere in net ltd.