![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃআয়নাল হক ভাই
আমারই হৃদয়ে
-----------------+-
নিতান্তই কিছু সহজ কথা
তবুও বলতে পারিনি
যদি ভুল বুঝ কখনো
তোমার চোখ আছে -দেখনা
কান আছে -শুননা
হৃদয় আছে-অনুভব করনা
আমি বললেই যে
সহজ কথায় মেনে নেব
এই গ্যারান্টি কে দেবে
তুমি হৃদয়হীন নও
তুমি বিবেকহীন নও
তবে কেন
কিছু বুঝতে পারনা
নাকি বুঝেও _
আমার নিরবে বলা কথা গুলো
প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো
আমারই হৃদয়ে
©somewhere in net ltd.