নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযোদ্ধা্ চেতনায় বাংলাদেশ

ব্লগার আয়নাল ভাই ইতি

রেমিট্যান্স যোদ্ধা বাংলাদেশ সৌদিআরব প্রবাসী

ব্লগার আয়নাল ভাই ইতি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অপরাধ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

প্রজা হবার যোগ্য নেই নাম আমার
রানী ।
ভালোবাসার পরশে আমি। পাই
হয়রানী ।
বেশি খুশি হই যাতে, তাতেই দুঃখ
পাই ।
দুচোখ ভরে দেখবো যাকে, দেখি সেই
নাই ।
যাদের আদর পেয়ে, গর্ববোধ করি ।
তারাই দেয় দুঃখ, অন্তরেতে ভরি ।
যারা খুব ভালোবাসে, তারাই করে
ঘৃণা ।
চলার সাহস দিয়ে, তারাই করে মানা ।
যা ভাল ভাবি, খারাপ তাই হয় ।
যাকে নিয়ে সাহস, তাকেই পাই ভয়।
সামনে পথ দেখিয়ে পিছন মারে টান।
সব কিছু জেনে শুনে, করে অপমান ।
ভালোবাসার অপরাধে, সবাই দেয় কষ্ট
একটা ভুলের কারনে, বাকী জীবন নষ্ট।
উঠতে বসতে তাইতো, বাকা কথা শুনি
কোনদিন কি আর আমি, হবনা রাণী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার আশা, কেবলই দুরাশা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.