![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঈদ দেলোয়ার
দেশ আজ কোথায় হারিয়ে যাচ্ছে।
একটি স্বাধীন দেশে নেই কোনো
নিরাপত্তা নেই কোনো মানুষের
জীবনের মুল্য প্রতি নিয়ত ঘটে যাচ্ছে
হত্যা ঘুম। কিসের আলামত পাচ্ছি
নাকি আমরা সেই আদি যোগে ফিরে
যাচ্ছি। যে যুগে প্রতি নিয়ত হত্যা
রাহাজানি ধর্ষন অবিরত ছিলো।
এটাতো সভ্য ও আধুনিক যোগ তাহলে
কেনো এমন হচ্ছে প্রতিনিয়ত।নাকি
অন্য কোনো অদৃশ্য অশুভ ছায়া কাজ করে
যাচ্ছে এই সোনালী বাংলাদেশ কে
ঘ্রাস করে খাবার জন্য। যারা দেশ ও
দেশের সাধারন জনগন কে নিরাপত্তা
দেবার কথা আজ তারাই প্রতি নিয়ত
করে যাচ্ছে অন্যায় অবিচার খুন হত্যার
মত জঘন্য অপরাধ। আমাদের দেশের
সরকার প্রাধানই কেনো চুপ। আমাদের
দেশের সরকার প্রাধান বিভিন্ন সময়
বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত
করে থাকেন সঠিক কোনো পদক্ষেপ
নিতে পারছেন না কেনো?যদি
দেশের প্রশাসনে নিযুক্ত কর্মকর্তাগন
এভাবে অপরাধে ঝরিয়ে যায় তাহলে
দেশের ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়ে যায়।
একটি স্বাধীন দেশে এভাবে হত্যা গুম
চলতে পারে না। একটি স্বাধীন
দেশের নাগরিক কে স্বাধীন ভাবে
চলার অনিশ্চয়তা নিশ্চিত করতে
সরকার বদ্ধপরিকর।একটি স্বাধীন
দেশের সরকার স্বাধীন দেশের
নাগরিকের নিরাপত্তা নিশ্চিত
করতে পারছেনা সেখানে আমরা কি
ধরে নিবো সরকার সম্পর্ণ ভাবে ব্যর্থ।
আজ একটি স্বাধীন দেশের প্রশাসন
যেভাবে বেপরোয়া হয়ে পরেছে
সরকার যদি এই বেপরোকে লাগাম
টেনে না ধরেন তাহলে সাধারন
নাগরিকের কি হতে পারে সেটা
বলা বাহুল্য। অত এব একটি স্বাধীন
দেশের সরকারের উচিৎ এখনোই
প্রশাসনের বেপোরোয়াকে লাগাম
টেনে ধরা।
২| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪
প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতি থেকে শিক্ষিত আর ভদ্র মানুষদের নির্বাসনই দেশের দুরবস্থার জন্য দায়ী