| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিটি বিলি ভাইয়ের পোস্ট থেকে নেয়া।
অবশেষে ব্লগ কর্তৃপক্ষ কপি করার অপশন বন্ধ করে দিয়েছে। এখন আর লেখা চুরি হওয়ার ভয় নাই। সবাইকে মন খুলে ব্লগিং করার অনুরোধ করা হচ্ছে। ![]()
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: টেনি দা ! ![]()
২|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
লেখকদের লেখা চুরি কমবে; তবে, পাঠক কমে যাবে, ফেসবুক পাঠকেরা পড়ার সুযোগ কম পাবেন।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিন্তু তারা কি পড়ার উদ্দেশ্যে আসত?
৩|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: এর প্রয়োজন ছিল।সুসংবাদ। এমন একটি সুসংবাদ দেওয়ার জন্য লেখক কে অশেষ ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুসংবাদ সবার সাথে ভাগাভাগি করা অবশ্যই উচিত।
৪|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩
নূর-ই-হাফসা বলেছেন: চাঁদগাজী ভাই ভালো বলেছেন । আমরা ব্লগার রা ছাড়া আর কেউ পড়ার রইলো না । ![]()
যাক চুরি নিয়ে পরিবেশ দূষন অবশেষে বন্ধ হতে যাচ্ছে ।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার মনে হয় প্রকৃত পাঠকরা অবশ্যই পড়তে আসবে।
৫|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪
নীলপরি বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য । ![]()
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুখবর দিতে দেরি করলাম না।
৬|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: মোহেবুল্লাহ অয়ন ,
সুসংবাদ নিঃসন্দেহে । ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ ।
তবে আমার জন্যে একটু খাটুনি হয়ে গেলো । কেন ? আমি ব্লগারদের মন্তব্য করতে গেলে তাদের নামোল্লেখ করি । এ্যাদ্দিন সেটা কপি করেই করতুম । এখন সেটি হচ্ছে না । এই যেমন আপনার নামটি আমাকে কষ্ট করে টাইপ করতে হয়েছে, খেয়াল রাখতে হয়েছে একটুও যেন ভুল না হয় ।
আর সবচেয়ে বেশি কষ্ট হবে মন্তব্য করতে গিয়ে । অনেক লেখার মন্তব্যেই আমি বিষয়টিকে তুলে ধরতে লেখাটিরই একাধিক লাইন কপি-পেষ্ট করে আলোচনামূলক মন্তব্য করতুম । সেটা এখন আমাকে টাইপ করতে হবে । ঝামেলায় পড়ে গেলুম ...
তবুও সকলের লেখাচুরি বন্ধ করার স্বার্থে এটাকে একটি সাহসী পদক্ষেপই বলবো । স্বাগত জানাচ্ছি ..................
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আহমেদ ভাই, শুধু আপনার না সবারই সমস্যা। সবাই তো এভাবেই ব্লগিং করে। আমিও হঠাৎ দেখি যে একজনের নাম কপি করতে পারছি না। পরে বুঝতে আরেকজনের কমেন্টে দেখি সেও কপি করতে পারছেনা। তখন বুঝলাম। আপনি এই সমস্যা আর তার সমাধান নিয়ে আলোচনার ব্যাপারে একটা পোস্ট দিয়ে ফেলুন। সবাই মতামত দিতে পারবে।
৭|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭
হাতকাটা হাকিমুল বলেছেন: এখন আমার কি হবে ? হু হু হু ![]()
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনিই ভেবে বের করেন। প্রয়োজনই উদ্ভাবনের চাবিকাঠি।
৮|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯
মলাসইলমুইনা বলেছেন: 
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সরি, ৬ নং মন্তব্য হবে।
৯|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই যাহ্, আমি মাত্রই চোরদের আটকাবার উপায় না পেয়ে হতাশ হয়ে চোরদের জয়ধ্বনি দিয়ে কবিতা পোস্ট করলাম আর তারপরই দেখি এই সুখবর! যাক ভালই হল। আপাতত নিশ্চিন্ত!
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নিশ্চিন্ত হলেও এই সমাধানের বাই প্রোডাক্ট হিসেবে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে।
১০|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমার জন্য কষ্টকর হবে এখন। আমি রাইট বাটন ক্লিক করে প্রত্যেকটি পোস্ট আলাদা ট্যাবে পড়তে পারব না।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কন্ট্রোল চেপে পোস্টের উপর ক্লিক করেন। অন্য ট্যাবে ওপেন হবে।
১১|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কর্তৃপক্ষ ভালো কাজ করেছেন।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আশা করি কর্তৃপক্ষ অফিশিয়ালি একটা পোস্ট দিবে এ ব্যাপারে।
১২|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: বাহ্ । বেশ ভালো একটা টিপস দিয়েছেন। অনেক ধন্যবাদ রাইটার। ![]()
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ![]()
১৩|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
মলাসইলমুইনা বলেছেন: It seems that all options for pasting are also disabled! For a new post, it will be a major headache.
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, সেটাও খেয়াল করেছি এই পোস্ট লিখার সময়।
১৪|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
ধ্রুবক আলো বলেছেন: আমি ব্যাপারটা সন্ধ্যে বেলায় লক্ষ্য করেছিলাম।
সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, ধন্যবাদ তাদের পাওনা।
১৫|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭
সুমন কর বলেছেন: মন্তব্য ছয়ের সাথে সহমত।
আর মন্তব্য ১৩ যদি সত্য হয়, তাহলে বিরাট সমস্যা হবে। কারণ আমরা ওয়ার্ডে ১/২/৩/৪/.....লাইন করে লিখি, পরে সম্পূর্ণ পোস্ট তৈরি করে সামুতে পেস্ট করে, পোস্ট করি। সুতরাং............বিরাট সমস্যা !!
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এসব ব্যাপার নিয়ে হয়ত কাল পরশু অনেকে পোস্ট দিবে। তখন আলোচনা হবে। আর কর্তৃপক্ষ এখনো অফিশিয়াল কোন পোস্ট দেয় নাই। দেখা যাক কি বলে।
১৬|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১
আহমেদ জী এস বলেছেন: মোহেবুল্লাহ অয়ন ,
নাহ এটা হবেনা । এইমাত্র নতুন ব্লগ লিখতে গিয়ে দেখলুম কোন পেষ্ট করা যাচ্ছেনা । আমি আগে লিখে তারপরে ওটাই পেষ্ট করি 'নতুন পোস্ট লিখুন"য়ে । সবা্ই- ই তা করে । নতুন পোস্ট, যারা বড় করে পোস্ট লেখেন তাদের পোস্ট বন্ধ হয়ে যাবে ।
মলাসইলমুইনাও বলেছেন একই কথা ।
কর্তৃপক্ষ ভাবুন .....ভাবুন..... ভাবুন ..................
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি বলব বুঝতে পারছি না। দেখা যাক , কাল পরশু কি হয়। কেও না কেও তো এ ব্যাপার গুলো নিয়ে পোস্ট দিবে।
১৭|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
উম্মে সায়মা বলেছেন: আমিও দেখলাম। নতুন ব্লগ লিখতে গেলে পেস্ট করা যাচ্ছে না। আমার তো আগের লেখা বের করে পোস্ট করা হয়। এমন হলে আর পোস্ট করা হবেনা সহজে। কেবল সবারটা পড়া আর মন্তব্য করা হবে। আসলেই এটা একটা সমস্যা হল দেখা যাচ্ছে
আশা করি এর একটা সমাধান বের করবেন কর্তৃপক্ষ।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সমস্যা যেহেতু আছে তার সমাধানও আছে। দেখা যাক তারা কি বলে।
১৮|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
এম আর তালুকদার বলেছেন: চোর ঠেকাতে গিয়ে আমরাও মনে হয় কিছুটা সমস্যায় পরলাম।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জী ভাই, সমাধানের বাই প্রোডাক্ট হিসেবে বেশ ভালই সমস্যা তৈরী হয়েছে।
১৯|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৪
বিষাদ সময় বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ ঝোঁকের বশে কত বড় অপরিণামদর্শী সিদ্ধান্ত নিলেন তা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। এটা হচ্ছে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো অবস্থা। আমার ধারণা অচিরেই ব্লগের হিট সংখ্যা কমে যাবে। যা ব্লগের জন্য মারাত্বক ক্ষতির কারণ হবে। এতে করে হয়তো বড় পোস্ট গুলো চুরি হওয়ার হাত থেকে বাঁচবে কিন্তু ছোট ভাল লেখা গুলো ঠিকই চুরি হবে।
আমি সাধারণত ওয়ার্ডে কোন লেখা লিখে ব্লগে পোস্ট করি এতে করে আমার কাছে লেখার একটা কপি থেকে যায় । এটা খুবই প্রয়োজন কারণ এর আগে আলো ব্লগের সমস্যার কারণে আমার অনেক লেখা হারিয়েছি। তাছাড়া সুবিধামত এডিট করা যায় বিশেষ করে আনডু বা রিডু এর মত বিষয় গুলো।
আজ সকালে একটি বিষয় নিয়ে ওয়ার্ডে লিখেছিলাম ইচ্ছা ছিল চেম্বার থেকে এসে ব্লগে পোস্ট দেয়ার। কিন্তু এখন দেখছি ওয়ার্ড থেকে আর এখানে পেস্ট হচ্ছে না। আর এত পরিশ্রম করে আবার টাইপ করতে ইচ্ছা করছে না।
কপি- পেস্ট অপশন বন্ধ করার ফলে ব্লগে পাঠক, লেখক , লেখার মান এমনকি মন্তব্য সবই হ্রাস পাবে বলে আমার আশঙ্কা। এর ফলে আরো কত ধরণের সমস্যা হবে তা অচিরেই ব্লগাররা বুঝতে পারবেন।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুম, এই সমস্যা গুলো নিয়ে উপরে আলোচনা করা হয়েছে। সামনে মনে হয় এগুলো নিয়ে পোস্ট হবে। বুঝতে পারছি আপনার মেজাজ যথেষ্টই খারাপ হয়েছে।
২০|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মোবাইল ভার্সানে সব কিছু করা যাচ্ছে। আপাতত এভাবে কাজ চালাতে হবে...
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বেশিরভাগই তো পোস্ট করার সময় কম্পুতে করে।
২১|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯
বিলিয়ার রহমান বলেছেন: কতৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি!!!
এই পদক্ষেপের ফলে আহূত সমস্যার সমাধান হয়তো শীঘ্রই হবে! জানাপি কালকে বিষয়টি আবার দেখবেন বলে আমার পোস্টে এসে বলে গেছেন!!
তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ অয়ন ভাই!!![]()
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার ও ক্রেডিট আছে এই পোস্টে। ভুলেই গেছিলাম। আপনার পোস্ট থেকেই তো স্ক্রিনশট নিয়েছি। এখন এডিট করে দিচ্ছি।
২২|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কম্পিউটারে মোবাইল ভার্সান m.somewhereinblog.net
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ, এই ব্যাপারটা মাথায় ছিলনা।
২৩|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অয়ন ভাইতো দারুণ খবর জানান দিলেন। ধন্যবাদ আপনাকে এমন খবর দেওয়ার জন্য ধন্যবাদ জানা আপুকে ও ব্লগ কতৃপক্ষকে আরো ধন্যবাদ আমাদের বিলি ভাইকে যিনি এতো কষ্ট করে বার বার চুরদের ধরে সামনে নিয়ে এসেছেন এই মহা সম্যসাটুকু।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জী ভাই, দারুণ খবর দিতে দেরি করতে নাই।
২৪|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫২
কালীদাস বলেছেন: আরও মডিফিকেশন দরকার। নিজের লেখা নিজে পেস্ট করতে না পারলে কালীদাস নিকের মালিকের পরের পোস্ট আগামী ৮বছরে আসবে না। প্রত্যেকটা পোস্ট লিখতে কমপক্ষে একদিন লাগে আমার, কপি করে রাখতে না পারলে বিপদ। কমেন্ট করতেও খানিকটা সমস্যা হচ্ছে।
বিষাদ সময় পুরাপুরি ভুল বলেননি। কমেন্ট বা রাইটিং প্যানেল ঠিক করার পরও কিছু সাইড এফেক্ট রয়েই যাবে। তাছাড়া, অন্যান্য সোর্স থেকে আন্ধা কপিপেস্টের অপশন ব্লগারদের জন্য বন্ধ হচ্ছে না। আজকে এক চোরকে চোর বলার পর সাতআটটা উত্তর দিয়েছে, একটারও কোন আগামাথা নেই। মোবাইল ভার্সন বা পেজের সোর্স থেকে লেখা মারা বন্ধ করার উপায় আছে কিনা আমি শিওর না।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আশা করি কর্তৃপক্ষ এই পোস্টের মন্তব্যগুলো দেখবে।
ভালো কথা, কোন চোর? ব্লগের কারোও কথা বলছেন?
পেজ সোর্স থেকে বন্ধ করার জন্য কোন জাভাস্ক্রিপ্ট কোড আছে কিনা জানা নেই।
২৫|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪১
কালীদাস বলেছেন: হ্যাঁ, ব্লগেরই একটা পোস্ট। গতকালকে মনে হয় সর্বোচ্চ পঠিত বা মন্তব্যের সেকশনে ঝুলেও ছিল অনেকক্ষণ। এই জিনিষ হল অটোমেটেড এডিটর পিকের সমস্যা।
কেন জানি মনে হচ্ছে চোররা সামহ্যোয়ারইনকে নিয়ে অকর্মার সাইটটাতে নতুন কিছু লিখতে পারে। ব্লগাররা সংকীর্ণমনা : এই টাইপের কিছু একটা ![]()
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আহ! মিস করলাম।
২৬|
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মাথা ব্যাথা সারাতে গিয়ে মাথা কেটে ফেলা কোন সমাধান হতে পারে না | এই কপি পেস্ট বন্ধ করায় সবচাইতে inconvenience হবে সামুর লেখকদেরই |
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি আনন্দচিত্তে বিশুদ্ধ মতই দিয়েছেন।
২৭|
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: শুভ সকাল অয়ন ভাই।
এখন আমার কি হবে ![]()
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমারই বা কি হবে? ![]()
২৮|
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সব সমস্যারই একদিন সমাধান হবে।
ধৈর্য ধরুণ ব্লগবাসীগণ।
ধন্যবাদ অয়ন ভাই।
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানুষ একটু তাড়াহুড়া প্রিয়। কয়েকদিন সময় দিলেই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ মইদুল ভাই।
২৯|
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০
আবু তালেব শেখ বলেছেন: আপনার পোস্ট গুলো কেমন ফেসবুকিয় টাইপের,,,যেমন কেমন আছো বন্ধুরা?,,,,,,, সেই টাইপের পোস্ট না দিয়ে পুর্ণাংগ কি লিখুন
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই পোস্টে পূর্ণাংগ কি লিখব? একটা খবর দিচ্ছি সবাইকে। এখন কি লিখব ব্লগ কর্তৃপক্ষ অমুক সময়ে প্রেস কনফারেন্স করে এই ঘোষণা দিয়েছে? ব্লগারদের অনুভূতি এই সেই?
৩০|
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
কুঁড়ের_বাদশা বলেছেন:
লেখা ধরা খাইলে কোন জামিন নাই।
আমার লেখা একটাও চুরি হয় নাই। তাই আমার কোন ভয় নাই।
![]()
১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই মন্তব্য টাইপ করতে আপনার কতক্ষণ লাগছে? ![]()
৩১|
১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস তবে রাইট ক্লিকে সমস্যা হচ্ছে
১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মডুর কমেন্টে দেখলাম তারা ব্যাপারটা দেখছে।
৩২|
১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
চানাচুর বলেছেন: খ্যাক্স ![]()
১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ![]()
৩৩|
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
জাহিদ হাসান বলেছেন: আমি খুব খুশি হয়েছিল। সেই ২০১৩ সাল থেকে ব্লগাররা দাবি করে আসছিল ব্লগ থেকে লেখা চুরি বন্ধ করতে একটা ব্যাবস্থা নিতে । গেল বছর এবং এই বছর লেখা চুরির হিড়িক পড়ায় অবশেষে এটা কার্যকর হয়েছে। খুশি হলুম,খুশি হলুম। পারলে মিয়া আমার এই কমেন্টটা কপি করুন তো দেখি
![]()
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জাহিদ হাসান বলেছেন: আমি খুব খুশি হয়েছিল। সেই ২০১৩ সাল থেকে ব্লগাররা দাবি করে আসছিল ব্লগ থেকে লেখা চুরি বন্ধ করতে একটা ব্যাবস্থা নিতে । গেল বছর এবং এই বছর লেখা চুরির হিড়িক পড়ায় অবশেষে এটা কার্যকর হয়েছে। খুশি হলুম,খুশি হলুম। পারলে মিয়া আমার এই কমেন্টটা কপি করুন তো দেখি
)
)
৩৪|
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
তারেক ফাহিম বলেছেন: অাজ শুধু পড়েই যাচ্ছি, অাজ এই প্রথম কমেন্টস্ করার জন্য প্রস্তুত হলাম। অামি কমেন্টস্ গুলো নোট প্যাডে লিখে কপি করতাম, কেননা সরাসরি লিখতে অামার সমস্যা হয়, কারগুেলা সহজে যুক্ত হয় না।
মন্তব্য করেতে ো সমস্যা হচ্ছে।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এত কষ্ট কেও করে অভ্র থাকতে? আমি বেশ অবাক হলাম।
৩৫|
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
প্রামানিক বলেছেন: খ্যাতা পোড়ে পড়ুক ছারপোকা তো মরল।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন আর খ্যাতা পুড়বে না। সব ঠিক হয়ে গেছে।
৩৬|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০
তারেক ফাহিম বলেছেন: ছবিটি বিলি ভাইয়ের পোস্ট থেকে নেয়া।
অবশেষে ব্লগ কর্তৃপক্ষ কপি করার অপশন বন্ধ করে দিয়েছে। এখন আর লেখা চুরি হওয়ার ভয় নাই। সবাইকে মন খুলে ব্লগিং করার অনুরোধ করা হচ্ছে।
কপি করা যায়তো!!!
যেমনটি আমি করেছি।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লিংক এর ১০৫ নং কমেন্ট অনুযায়ী আপনি এখন পারবেন। আমার মনে হয় আপনি এই কমেন্ট দেখেই আমার এখানে কমেন্ট করেছেন। ![]()
৩৭|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
তারেক ফাহিম বলেছেন: চাঁদ গাজী ভাইর পোষ্টে জাহিদ ভাই শিখিয়েছিলো।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ও আচ্ছা।
৩৮|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
অপ্সরা বলেছেন:
আসছিলেন ফাটাফাটি খবর নিয়ে!!!!!!
আর একটু হলে দম বন হয়ে মরতাম!!!!
১০৫. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭ ২
জানা বলেছেন: ভাল খবর।
আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। অর্থাৎ চুরি ঠেকাতে RIGHT BUTTON disable korar fole আমাদের নিজেদের জন্যে রাইট প্যানেল থেকে বা মন্তব্যের ঘর থেকে কপি-পেষ্ট করতে যে সমস্যাটি তৈরী হয়েছিল তার সমাধান হয়েছে। পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জি আফা দেখেছি এই কমেন্ট। ৩৬ নং কমেন্ট এর প্রতিমন্তব্যে লিংক এড করেছি। আপনাকে ভেংচি
। আপনার আগেই আমি দেখেছি। আবারো ভেংচি
![]()
৩৯|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
সামুতে অনেক দিন ধরে যাইনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)
মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!
নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোবাইল দিয়ে কপি করা যাচ্ছে এটা গতকাল ব্লগাররাই বলাবলি করেছে। পোস্ট কপি করে দেখুন তো পেস্ট করা যাচ্ছে কিনা?
৪০|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
ব্লগ অনুসন্ধান
Search
সহযোগিতা
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
০
Home Banner
সকল পোস্ট
নির্বাচিত পোস্ট
নোটিশ বোর্ড
অনুসারিত ব্লগ
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ব্লগ
নতুন ব্লগ লিখুন
পোস্টটি যিনি লিখেছেন
রাজীব নুর রাজীব নুর
অনুসরণ করুন
আমার নাম- রাজীব নূর খান। ভাবছি ব্যবসা করবো। ভালো লাগে পড়তে- লিখতে। বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।
রংপুরে হামলা: টিটু লেখাপড়া জানে না, ফেসবুক স্ট্যাটাসটি তবে কার?
আমি ও কিম বন্ধু হলে তা হবে সুন্দর বন্ধুত্ব: ট্রাম্প
কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশের উদ্যোগ
ধর্ষণের বিচার করতে ব্যক্তিগত তহবিল গঠন
কয়লা আর পারমাণবিক বিদ্যুৎ বন্ধের দাবিতে উত্তাল বন
from: dw.com
কে এই সুবোধ?
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই শহরের দেয়ালে আঁকা সুবোধ কখনও হাতে বাক্স বন্ধী সূর্য নিয়ে পালাতে উদ্যত, কখনও জেলে বন্ধী, কখনও হতাশায় ঝুঁকে পড়া এক মানূষের প্রতিমূর্তি। আপনাদের নিশ্চয় মনে আছে নব্বই এর দশকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 'কষ্টে আছি আইজুদ্দিন'- দেয়াল লিখনটি বেশ নজর কেড়েছিল নগরবাসীর। পৃথিবীর অনেক দেশে এমন লেখা ও আঁকা হয়। ষাটের ও সত্তুর দশকের নিউ ইয়র্ক শহরে অনেক গ্রাফিতি হয়েছিল। আসলে এই রকম দেয়াল লিখনের কারন হলো- শিল্পকর্মগুলোর মূল উপজীব্য সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক কিংবা সামাজিক ঘটনা। ব্যঙ্গ-বিদ্রূপের ভেতর দিয়ে কখনো এগুলোতে ফুটিয়ে তোলা হয় যুদ্ধবিরোধী বক্তব্য কিংবা শান্তির বার্তা। পৃথিবীর বহু দেশে এই রকম লেখা হয়। এটা অবশ্যই একটা ভালো কাজ। সুবোধ কিছু বলতে চায়। কিন্তু তার কথা কেউ শুনে না। তাই সে একটু ভিন্ন পথ বেছে নিয়েছে।
সুবোধ নামটি আসলে ছদ্মনাম। সুবোধের আসল নামটি আমি বলতে চাচ্ছি না। সে গ্রামের ছেলে। রের দেয়ালে আঁকা সুবোধ কখনো হাতে বাক্সবন্দী সূর্য নিয়ে পালাতে উদ্যত, কখনো জেলে বন্দী, কখনো হতাশায় ঝুঁকে পড়া এক মানুষের প্রতিমূর্তি। আপনাদের নিশ্চয়ই মনে আছে- নব্বইয়ের দশকে, বিশেষ করে ঢাকা বিশ্বিবদ্যালয় এলাকায় ‘কষ্টে আছি—আইজুদ্দিন’—দেয়াল লেখাটি বেশ নজর কেড়েছিল। পৃথিবীর অন্যান্য দেশেও দেয়ালে দেয়ালে এমন লেখা ও আঁকা হয়। ষাটের ও সত্তরের দশকের নিউ ইয়র্ক শহরে অনেএকদম অজপাড়া গাঁ থেকে উঠে আসা সহজ সরল ছেলে। সে নিজের যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছে এবং একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছে। তার বাবা স্কুলের শিক্ষক। সে বাবা-মা'র একমাত্র সন্তান। এই সুবোধ সমাজের প্রতিটা স্তর থেকে প্রতারনার স্বীকার হয়েছে। সে এক মেয়েকে ভালোবাসতো। একদম সত্যিকারের ভালোবাসা। কিন্তু সেই মেয়ে তাকে ছেড়ে চলে যায়। তারপর সে যাকে বিয়ে করে- সেও প্রতারনা করে। বিয়ের পর সুবোধ জানতে পারে- মেয়েটির আগে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে অজস্রবার তার প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক করেছে। মেয়েটি দুইবার এবরোশন করেছে। সুবোধের প্রশ্ন- আমি কেন প্রতারনার স্বীকার হলাম? আমি তো কোনোদিন কারো সাথে প্রতারনা করিনি।
কে বা কারা রাতের আঁধারে অথবা দিনের আলোয় এসব আঁকছে তা কেউ জানে না? দেয়াল চিত্র গুলোতে দেখা যায় সুবোধের হাতে খাঁচা। তাতে বন্দী লাল বা হলুদ রঙের সূর্য। এই গ্রাফিতের মধ্যেও বিশেষ কোনো বার্তা অবশ্যই আছে, যা হয়তো অনেকের কাছে স্পষ্ট নয়। ফেসবুকেও ছড়িয়ে পড়েছে সুবোধ। যারা ভালো মানূষ, সহজ সরল জীবন-যাপন করে, তারা সুবোধ (সু বোধ) এর পক্ষে আছে, থাকবে। এবং যারা দুষ্টলোক তারা সুবোধের পক্ষে থাকবে না। নানান কুট কথা ছড়াবে। সুবোধ আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি। সে সব কিছুই মেনে নেয়। মেনে নিতে বাধ্য হয়। দিনের পর দিন অভাব অনটে, আর মানূষের দেয়া দুঃখ কষ্টে সে প্রায় পাগল হয়ে গেছে। ঘরে বাইরে, অফিস আদালতে, বাজারে- সর্বত্র চলছে প্রতারনা। এই প্রতারনার খুব বেশি স্বীকার এই সুবোধ। সবচেয়ে বেশি অবহেলা পেয়েছে এই রাষ্ট্রের কাছ থেকে। সুবোধের একটা ডায়েরী পাওয়া গেছে। যদি সামু ব্লগের ব্লগাররা সুবোধের ডায়েরী লেখা পড়তে চান, জানতে চান- তাহলে ধারাবাহিকভাবে সামুতে প্রকাশ করা যেতে পারে।
সুবোধ একজন ব্লগার। সে তার দুঃখ কষ্টের সব কথা ব্লগে লিখতো। এই লেখার কারনে সরকার তাকে গ্রেফতার করে। নির্মম অত্যাচার তাকে ভোগ করতে হয়। সুবোধ ব্লগে লিখেছিল- 'খাদ্যমন্ত্রী সাহেব আপনি কি করেন? খাদ্যে ভেজাল কেন? বাজারে সব দোকানে নকল জিনিশ। মাছও নকল।'' স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে সুবোধ লিখেছিল- মাননীয় মন্ত্রী আপনি কচুর কাজ করেন। আপনার মুখ দিয়ে লালা পড়ে। আপনি পারলে একটা কাজ করে দেখান- সরকারি হাসপাতাল থেকে দালাল দূর করে দেখান।'' সুবোধ ঢাকা শহরের দুই মেয়রকে বলেছিল- 'চ্যাটাং চ্যাটাং কথা বাদ দিয়ে শুধু মাত্র জ্যামটা কমিয়ে দেখান, ফুটপাত দখলমুক্ত করে দেখান।'' শিল্পমন্ত্রীকে বলেছিলেন- অনেক বছর তো ক্ষমতায় থাকলেন- আপনার মন্ত্রালয়ের কি কি ভালো কাজ করলেন? দেশের মঙ্গলের জন্য কি কি করলেন? আমাদের জানান। এইভাবে সুবোধ প্রতিটা মন্ত্রীকে নিয়ে লিখেছে। কোনো মিথ্যা কথা লিখেনি। সব সহজ সরল সত্য কথা লিখেছে। ফলাফল কারাগার। নির্মম অত্যাচার।
৫৭ ধারায় মামলায় বলা হয়েছে- সুবোধ এর সকল কর্মকান্ড রাষ্ট্র বিরোধী। রাষ্ট্রবিরোধী কাজটি হলো- কারওয়ানবাজার ওয়াসা ভবনের দেয়ালে একটা ব্যানারে লেখা ছিল- ''শেখ হাসিনার মূল মন্ত্র- উন্নয়নের গনতন্ত্র।'' সুবোধ চিৎকার করে বলেছিল- এই কথাটি আমি বিশ্বাস করি না। মিথ্যা কথা। ডাহা মিথ্যা। কই উন্নয়ন? দশ বা বিশ বছর আগেও জ্যাম ছিল, এখনও জ্যাম আছে। দশ বা বিশ বছর আগেও সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি জমে যেত, আজও জমে। দশ বা বিশ বছর আগেও মানুষ রাস্তায় ঘুমাতো- আজও মানুষ রাস্তায় ঘুমায়। আগেও বেকার ছিল, আজও লক্ষ লক্ষ যুবক বেকার। আগেও নদী ভাঙ্গন হতো আজও হয়। ইত্যাদি ইত্যাদি।
সুবোধ এর বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয় যে কারনে- একটা সরকারি সাইন বোর্ডে লেখা ছিল- ' দেশ উন্নয়নের মহাসড়কে'। সময় এখন আমাদের। সময় এখন বাংলাদেশের।' সুবোধ এক অনুষ্ঠানে এক মন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছিল- দেশ উন্নয়নের মহাসড়কে না। কিছুতেই না। এই কথাটা মিথ্যা। এবং সময় এখন বাংলাদেশের না। সময় এখন আপনাদের, আপনারা যে ক'জন ক্ষমতায় আছেন সেকয়েক জনের। তবে আপনাদের এই কথাটা সত্য-' সময় এখন আমাদের'। এই কথাটা আপনাদের মুখেই মানায়। সাধারন জনগনের মুখে এই কথা মানায় না। তার পরেই গ্রেফতার। আর সীমাহীন অত্যাচার।
সুবোধ জেনে গেছে, বুঝে গেছে- এই নষ্ট সমাজ থেকে পালিয়ে যেতে পারলেই তার মুক্তি। ডেইলি স্টার তাদের শুক্রবারের ম্যাগাজিন স্টার উইকএন্ডে একটি লেখা প্রকাশ করে, যার শিরোনাম- “‘সুবোধ’ আর্টিস্ট অ্যারেস্টেড”। শিরোনামের ওপরে ছোট হরফে লেখা ছিল- ‘স্যাটায়ার’। মিসরীয় সভ্যতা, সিরিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা ও ভারতীয় সভ্যতার পাথর খুঁড়লে সবখানে দেখা যায় দেয়ালচিত্র আছে। চিত্রগুলো যেমন সমাজকে উপস্থিত করেছে, সময়কে উপস্থিত করেছে, তেমনি প্রতিবাদীও হয়েছে। খুব অল্প কিছু মানুষ আছে যারা নিজের মত প্রকাশ করতে চায়। পত্রিকা অফিস ইচ্ছা থাকলেও সব মত প্রকাশ করতে পারে না। তাই সুবোধ রাতের অন্ধকারে- দেয়ালে এই সব আঁকে আর লিখে। বোকা সুবোধ জানে না, বুঝতে চায় না- ছবি এঁকে আর অল্প কিছু লিখে মানূষকে সচেতন করা যায় না। মানূষকে জাগানো যায় না।
গ্রামের এমপি সুবোধের বাবাকে বুড়ো বয়সে মিথ্যা কুকর্মের অপবাদ দিয়ে কারাগারে পাঠিয়েছে। এই শোকে সুবোধের মা মারা যায়। সুবোধ ছোটবেলা থেকেই খুব ভালো আঁকতে পারতো। দিনের পর দিন নানান দুঃখ কষ্টে সে প্রায় পাগল হয়ে যায়। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মাঝে মাঝে সে যখন স্বজ্ঞানে ফিরে আসে। তখন তার খুব কষ্ট হয়। সে অনেকবার থানায় গিয়ে বলেছে- সে নির্দোষ, তার বাবা নির্দোষ। কেউ তার কথা শুনেনি, বিশ্বাস করেনি। সবচেয়ে বড় দুঃখের কথা হলো- ব্লগ থেকে সুবোধের সমস্ত লেখা মুছে ফেলা হয়েছে। আমি নিজে তার একটা ব্লগে পড়েছিলাম, সে ছাত্রলীগের নেতাদের কথা লিখেছে। লিখেছে কিভাবে ছাত্র বয়সে ছাত্রলীগের নেতারা এত টাকার মালিক হলো? কিভাবে গাড়ি কিনল, জায়গা-জমি কিনলো? বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেও আমি তো একটা চাকরি যোগাড় করতে পারলাম না। নৌ মন্ত্রীকে নিয়ে লিখেছিল সুবোধ- দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও কেন নদী ভাঙ্গন রোধ করা গেল না? সদিচ্ছা থাকলে নদী ভাঙ্গন রোধ করা খুব অসম্ভব কিছু নয়। আজও পাসপোর্ট করতে গেলে ঘুষ দিতে হয়। সরকার এসব জানে না? তবু ব্যবস্থা নেয় না কেন?
সুবোধ বেঁচে নেই। কিন্তু সুবোধের বন্ধু এইসব চিত্রকর্ম এখনও রাতের অন্ধকারে এঁকে বেড়ায়। বুদ্ধিমান মানুষ এই সব দেয়ালচিত্র দেখলেই বুঝতে পারবে- সুবোধ কি বলতে চাচ্ছে। সুবোধ তার দেশকে অনেক ভালোবাসতো। দেশ আর মানূষের জন্য কিছু করতে চাইতো। তার অনেক পরিকল্পনছিল। কিন্তু এই সমাজ সুবোধকে বাঁচতে দিলো না। সুবোধ থাকতো পুরান ঢাকার কলতাবাজার এলাকায়। আর তার প্রেমিকা ঠাকে মিরপুর। সচেতন পাঠক একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন- সুবোধের প্রেমিকার যেসব এলাকায় যাতায়াত, সেসব এলাকায়'ই এই সব চিত্রকর্ম আঁকা। একবার যদি তার চোখে পড়ে। আমি সুবোধের মেসে বেশ কয়েকবার গিয়েছি। সুবোধ দারুন প্রানবন্ত একটা ছেলে। সাহিত্য জ্ঞান ছিল মারাত্মক। যতবার আমি তার কাছে গিয়েছি- সে একটা বই হাতে দিয়ে বলতো- এই বইটা পড়ো।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
৩১ বার পঠিত০১
১টি মন্তব্য ১টি উত্তর
১. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯ ০
চাঁদগাজী বলেছেন:
সুবোধকে নিয়ে রচিত গ্রেফিটতে সমাজের মুখ খুলেছে
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১ ০
লেখক বলেছেন: মানুষের মনে অনেক কথা। মানুষ বলতে চায়।
আপনার মন্তব্য লিখুন
কি বোর্ড বেছে নিন: ভার্চুয়াল ফোনেটিক ইউনিজয় বিজয় english
Choose File
ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
পোস্ট পর্যবেক্ষণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ
ফাটাফাটি খবর আছে ব্লগবাসীগণ
লিখেছেন মোহেবুল্লাহ অয়ন, ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
ছবিটি বিলি ভাইয়ের পোস্ট থেকে নেয়া।
অবশেষে ব্লগ কর্তৃপক্ষ কপি করার অপশন বন্ধ করে দিয়েছে। এখন আর লেখা চুরি হওয়ার ভয় নাই। সবাইকে মন খুলে ব্লগিং করার অনুরোধ... ...বাকিটুকু পড়ুন
লেখা চুরির জন্য রাইট ক্লিক বন্ধ করলে সামুর ক্ষতিই বেশি হবে। সমাধান শুধুই পিকচার ফরমেটে লেখা পোস্ট করা। টেক্স ফরমেটে থাকলে কপি করার উপায় বের করা সম্ভব।
লিখেছেন নতুন, ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
লেখা চুরির জন্য রাইট ক্লিক বন্ধ করেছে কিন্তু এটা একটা বড় সমস্যা সৃস্টি করেছে।
লিংকে রাইক ক্লিক করে ঐ উইন্ডোটা খোলা যেতো...এখন যাবেনা। এটা খুবই বিরক্তিকর ।
এখন লেখা লিখে প্রকাশ... ...বাকিটুকু পড়ুন
রাইট ক্লিক ডিজাবল: অাহূত সমস্যা ও তার সমাধান(সাময়িক পোস্ট)
লিখেছেন বিলিয়ার রহমান, ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬
কপি ঠেকানোর জন্য সামু অথরিটির গৃহীত পদক্ষেপ(রাইট ক্লিক ডিজেবল)- এর জন্য ধন্যবাদ জানাচ্ছি! তবে এতে করে ব্লগারদের নতুন কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে! নতুন ব্লগ লেখা, মন্তব্য করা... ...বাকিটুকু পড়ুন
কপি/পেস্ট সমস্যা, মাথা ব্যাথায় মাথা কেটে ফেলা ..... ![]()
লিখেছেন আরাফআহনাফ, ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫
গত সপ্তাহে ব্লগে এসে কয়েকটি লেখায় মন্তব্য লিখেছিলাম কোন সমস্যা ছাড়াই - আজ এসে লিখতে গিয়ে ভীষন সমস্যায় পড়লাম।
ধরে নিচ্ছি ব্লগ কর্তৃপক্ষ কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছেন যা সবার মন্গলের... ...বাকিটুকু পড়ুন
রাইট ক্লিক বন্ধ তাহলে এই কাজ গুলা কি ভাবে করবো, বলে দিবেন কি?
লিখেছেন টি-ভাইরাস, ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
ইউআরএল কি ভাবে বসাবো? টাইপ করে করে?
ইউটিউবের লিঙ্ক কি ভাবে দিবো? টাইপ করে করে?
আপনাদের এই কাজ দেখে আমি হাসবো নাকি কান্না করবো বুঝতে পারছি... ...বাকিটুকু পড়ুন
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কম্পু দিয়ে কোন পোস্ট কপি পেস্ট করা যাচ্ছে না। মোবাইল তাহলে ঝামেলা করে দিল।
৪১|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ৪০। রাজীব নূর
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কম্পু দিয়ে কোন পোস্ট কপি পেস্ট করা যাচ্ছে না। মোবাইল তাহলে ঝামেলা করে দিল।
৪২|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোবাইল তাহলে ঝামেলা করে দিল। ![]()
৪৩|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কম্পিউটার দিয়েও করা যায়। টেষ্ট করে দেখছি।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার হচ্ছে না। আমি ট্রাই করেছি।
৪৪|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
কবীর বলেছেন:
জয় বাবা রাইট বাটন।। ![]()
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগাররা তো আরেকটু হলে হার্ট অ্যাটাক করত! ![]()
৪৫|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: @লেখক,
ভাইরে সোজাসুজি হয়না, একটু এদিক-সেদিক করতে হয়। সোজা হইলে তো রাইট বাটন উঠাইত না।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওগুলার কথাও জানি। যাই হোক, যা হচ্ছে তাই বললাম আরকি।
৪৬|
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
বিলিয়ার রহমান বলেছেন: বিলি ভাইয়ের পোস্ট!!! বলাটা কি খুব দরকারি ছিলো???
আফনেতো নাম কপি করার ক্লেইম খাইবেন মেয়াবাই!!! ![]()
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এভাবে আমাকে হেনস্তা করার কারণে আমি অথরিটির কাছে মেইল করব। ![]()
৪৭|
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আফনে আমারে অথরিটির হুমকি দিচ্ছেন???
এই ভয়ে আমি যদি নিজেই নিজেকে গুম করে ফেলি, তখন গুমের মামলাটার কাঠাল কার মাথায় ভাঙা হবে শুনি????
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তখন আমিও সুবোধের মত পালিয়ে যাব। ![]()
৪৮|
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: তখন আমিও সুবোধের মত পালিয়ে যাব।
![]()
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিলি ভাই, একটা ফাটাফাটি রম্য পোস্ট দেন তো। ব্লগে আজকাল রম্য দেখাই যায় না।
৪৯|
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
বিলিয়ার রহমান বলেছেন: আমার একটা পোস্টতো অলরেডি প্রথম পাতায়!!!
একাধিক পোস্ট প্রথম পাতায় দেখলে পাবলিক খেববো মেয়াবাই!!! তবে দু’চার দিনের মধ্যে একটা পোস্টামুনে!! আর আফনের ডেডিকেটোও করমুনে!!![]()
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৪ দিন পরেই দিয়েন। ব্লগ যখন ঝিমিয়ে যাবে তখন দিয়েন। আর খেয়াল রাখবেন হাসি যাতে পায়। ![]()
৫০|
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭
বিলিয়ার রহমান বলেছেন: ![]()
![]()
১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১০০ টা কমেন্ট! ![]()
৫১|
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খবরটা বেশ আলোড়ন তুলেছিলো।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, ব্লগাররা কেমন অস্থির হয়ে গেছিল।
৫২|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
কবীর বলেছেন: নতুন পোষ্ট কই???
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পোস্ট মাথায় আসে না। আপাতত ব্লগ পড়তে থাকি। বিলি ভাইকে বলেছিলাম রম্য পোস্ট দিতে। সামনে মনে হয় দিবে। আশা করি আপনার সমস্যা দূর হয়েছে। নাকি এখনো ঝামেলাতেই আছেন?
৫৩|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭
কবীর বলেছেন:
মজা লইনে না ।। লিখুন ।। বিলি ...... রোষ্ট পোষ্ট কই ?? ![]()
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার কাছে মশলা চাইছিল। আমি আপনার নাম ধরায় দিছি। ![]()
৫৪|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
কবীর বলেছেন: শুভ সকাল !!! ভাইয়া জান !!! ![]()
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না ভাই, টাকা ধার দিতে পারুম না আপনারে। ![]()
৫৫|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
কবীর বলেছেন:
আচ্ছা,সামু পাগলা কি বিয়ের পিরিতে বসলো নাকি??? কই গেল বেচারি???
মিস করি তারে !!
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তারে ইমেইল করেন।
৫৬|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
কবীর বলেছেন:
তার ইমেল আইডি নেই আমার জানা নেই ।। ![]()
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাইলে আড্ডাঘরে প্রশ্নটা করতে পারেন। ফিরে আসুন।
৫৭|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
কবীর বলেছেন:
আরে না !!!! তাকে বলেন ফিরে আসতে এবং ব্লগিং করতে।। ![]()
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বলা না বলা সমান। আড্ডাঘরে বেশ কয়েকবার তাকে বলা হয়েছে। আমি কোন রেসপন্স দেখি নাই। তাই এ ব্যাপারে আগ্রহ নাই।
৫৮|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭
কবীর বলেছেন:
ওহ আচ্ছা !!! হয়তো পড়ালেখা নিয়ে ব্যস্ত ।। ![]()
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অবশ্য মাঝে মাঝে এসে আড্ডাঘরে কিছু এডিট করে যায়।
৫৯|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
কবীর বলেছেন:
হা, হা ,হা .... কোন প্রতিউত্তর দেয় না।। ![]()
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শুধু ছবি চেঞ্জ করে। এক সময় আইসক্রিমের ছবি দিল। এখন পিঠার ছবি দিছে।
৬০|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
কবীর বলেছেন:
তারপরে কি খবর বলেন !
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এইতো চলছে। একটা কবিতার শিরোনাম মাথায় এসেছে। "নাহয় অজানাই থাকো"। বা "নাহয় তুমি অজানাই থাকো"। কিন্তু কবিতা লিখা হচ্ছেনা। আপনি ট্রাই করতে পারেন। ![]()
৬১|
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত কী হলো? এখন কি কপি পেস্ট বন্ধ আছে? ওয়ার্ড থেকে কপি করে "নতুন ব্লগ লিখুন" এ পেস্ট করা যাচ্ছে?
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা যাচ্ছে। এখনই চেক করলাম। পোস্ট কপি করা যাচ্ছে না। তবে মন্তব্য কপি-পেস্ট করা যাচ্ছে।
৬২|
১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
কবীর বলেছেন: শুভ সকাল !!!
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন তো দূপুর হয়ে গেছে! যাই হোক, কাজে নাকি বেকার?
৬৩|
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪
কবীর বলেছেন: বেকার!!!!! সমস্যা নেই !!! ![]()
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে ইমামতি করতে পারেন। ![]()
৬৪|
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
কবীর বলেছেন:
হাঃ হাঃ হাঃ পীর সাহেব !!!! ![]()
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আহা! কি পীর পীর করেন! কিসের পীর? কার পীর? ![]()
৬৫|
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
কবীর বলেছেন: ব্লগে সে বিরাট আলেম ওলামা।। ![]()
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
এরকম বিরাট?
৬৬|
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
কবীর বলেছেন: জে হুজুর !!! ভন্ড বাবা দেওয়া পাপী !!!
![]()
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একে নিয়ে ডকুমেন্টারি করা উচিত।
৬৭|
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬
কবীর বলেছেন:
ইউটিউব আছে অনেক !!!
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না মানে বলছিলাম, ডিসকভারি বা ন্যাট জিও এর ডকুমেন্টারি করা উচিত।
৬৮|
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
কবীর বলেছেন:
হা হা হা .... তারপরে আপনার কি খবর ।।।
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আফসোস! আমার খবর কোন চ্যানেলেই দেখায় না। ![]()
৬৯|
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
কবীর বলেছেন:
দেখাবে !!!!
![]()
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ![]()
৭০|
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
অনিক_আহমেদ বলেছেন: খাইছে....। এত ভালা খবর মিষ্টি ছাড়াই দিলেন! ইডা কেমন কথা ভাই?
উপরের কয়েকটি কমেন্টে তো ভালাই কপি পেস্ট চলছে.....তাহলে লাভটা কি?
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কমেন্ট কপি পেস্ট করা যায়। পোস্ট কপি করা যায় না।
৭১|
২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
শামচুল হক বলেছেন: চুরি তো বন্ধ হলো না।
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি আর করার! ![]()
৭২|
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: নতুন পোষ্ট কই ?
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপাতত খসড়া হিসেবে মনে মনে ভাবছি।
৭৩|
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২১
কুঁড়ের_বাদশা বলেছেন: চুরি কিন্তু বন্ধ হয়নি। যদিও আমার এ নিয়ে কোন টেনশন নাই;কারণ আমার কোন পোষ্ট নেই।
![]()
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো পোস্টের চেয়ে কমেন্টই করি বেশি। কমেন্ট কেও চুরি করে না। তাই আমারো কোন টেনশন নাই। ![]()
৭৪|
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,এতো সুন্দর বুদ্ধি কই থেকে পেলেন?
এমন বুদ্ধি কখনো আমার কোনদিন মাথায় আসেনি। ![]()
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা মনে হয় আমার ভাল কাজের ফল। ![]()
৭৫|
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
কুঁড়ের_বাদশা বলেছেন: ভাই আমি নতুন নিরাপদ ব্লগার, এখন একটু বুদ্ধি দেন তো কি নিয়ে লেখা যায়? যাতে চোরে চুরি করে? ![]()
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনে ৫ মাস ৩ সপ্তাহ। আর আমি ৩ মাস ২ দিন। নতুন কে তাহলে? ![]()
৭৬|
২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
নতুন নকিব বলেছেন:
আপনে ৫ মাস ৩ সপ্তাহ। আর আমি ৩ মাস ২ দিন। নতুন কে তাহলে?
-ধরে নিলাম, নতুন দু'জনই অথবা কেউই নন। এটা কোন জটিল কিছু নয়। জটিল হচ্ছে, গতকালকের আমার সেই পোস্টটি সরিয়ে নেয়ার ব্যাপারটা। গভীরভাবে ভেবে চিন্তেই ওটা শেষ পর্যন্ত সরিয়ে দেয়া সঠিক মনে করেছি। আপনার মন্তব্যটাও সহায়ক ছিল। কৃতজ্ঞতা। আল্লাহ পাক আমাদের হেদায়েতের সঠিক পথ দেখান।
আপনি নিশ্চয়ই ভাল আছেন, ভাই।
২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আল্লাহকে ধন্যবাদ আপনি দ্রুতই বুঝতে পেরেছেন ব্যাপারটা। এত দ্রুত ভাবি নাই। ভেবেছিলাম আপনি বোধহয় পাল্টা যুক্তি দিবেন।
https://islamqa.info/en/23290 এটা দেখুন।
আমি আল্লাহ যেভাবে রেখেছে/রাখছে তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করছি। ব্যাপারটা কঠিন বটে।
৭৭|
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
বদরুল খান বলেছেন: বাহ! কতো কিছু ![]()
মিস করি মাইনাস বাটন না.......।
এই রকমও হয়েছে ২০০ মাইনাস এর বিপরীতে ৫ টা লাইক
আবার ৫ টার মাঝে ৫ টাই তার মাল্টি দিয়ে করা ![]()
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাইনাস বাটন ছিল মানে? আপনার কমেন্টে কেডা লাইক দিল!
আপনে কি ফিউশন ফাইভ দিয়া ব্লগে তাণ্ডব চালাতেন? আজকে কই যেন দেখলাম ফিউশন ফাইভ এর কথা। কে যেন লিখছে।
৭৮|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: ফাটাফাটি খবর শিরোনাম দেখে আসলাম । এসে দেখি পুরাতন পোষ্ট ।
নতুন পোষ্ট দিন ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা দিবনে। আমিও ভাবছি দিব। কিন্তু রম্য লিখব নাকি হরর লিখব সেটা নিয়ে দ্বিধায় আছি। কারণ দুইটাই লিখতে ইচ্ছা করছে। কিন্তু প্লট নিয়ে চিন্তায় আছি।
৭৯|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮
নূর-ই-হাফসা বলেছেন: হরর লিখেন । রম্য চেয়ে হরর ভালো ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওকে। আপনাত মাথায় কোন প্লট আছে?
৮০|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ। খবরটা ১ মাস আগের হলেও এখনো কার্যকর।
৮১|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২
নূর-ই-হাফসা বলেছেন: নারে ভাই আমার জীবনে ভৌতিক অভিজ্ঞতা তেমন নেই
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাস্তব না। এমনেই জিজ্ঞেস করছিলাম, কখনো কোন প্লট মাথায় এসেছে কিনা।
৮২|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: নূর-ই-হাফসা বলেছেন: এমনটা কি সত্যি হয় ?
আমারো একবার হয়েছিল । বাসায় আমি আর আপু ছিলাম । আব্বু বাহিরে ছিল ।
আমার রুমের সামনে দ্রুত গতিতে আব্বু কে হেঁটে যেতে দেখলাম । সাথে কি জানি বলছিল । দারুন ভয় পেয়েছিলাম ।
আরেকটা বলি রাত ২টার পর একবার ৫ তালার উপর আমাদের ফ্ল্যাটে আমি তখোন পড়ছিলাম । হঠাৎ মানুষ এর গলায় বিড়ালের সাউন্ড শুনলাম । ঠিক আমার জানালা দিয়ে । কখনও আমরা বিড়াল দেখিনি সেখানে । সেদিন প্রথম আর শেষ ।
আমি মাঝ রাতে প্রায় গানের শব্দ শুনি । ধরুন রাত ৩টার পর ।
আরেক টা বলি , সেদিন গভীর রাত আমি পড়ছিলাম , হঠাৎ কর্পূরের গন্ধ নাকে আসলো ।
এগুলোর ব্যখ্যা কি হতে পারে । তবে আমার জ্বিন কিংবা ভূত নিয়ে খুব আগ্রহ ।
এই কমেন্ট টা আমি তুমি আমরা ব্লগার কে করেছিলাম।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানে যে দ্রুত হেটে গেছে সে আপনার বাবা না?
৫ তালায় বিড়ালের শব্দ শুনা তো অস্বাভাবিক ই বটে।
সুঘ্রাণ পেলে সেটা ভাল জ্বীন। খারাপ গন্ধ পেলে সেটা শয়তান জ্বীন। তবে আশেপাশে কোন কিছু থেকে আসছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে।
যদি কখনো কোথাও "নিজেকে" দেখেন তাহলে সেটা হল কারিন জ্বীন। প্রত্যেকের সাথেই কারিন জ্বীন থাকে। এটা কাজ হচ্ছে মানুষকে খারাপ কাজে উৎসাহ দেয়া বলা যায়।
জ্বীন নিয়ে সবারই আগ্রহ আছে।
৮৩|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: জ্বীন সম্পর্কে আপনার ধারনা দেখি ভালোই ।
না আব্বু তখোন বাহিরে ছিল ।
কর্পূর মানুষ মারা গেলে দেয়া হয় । ঘ্রান খারাপ না ।
না নিজেকে কোথাও দেখিনি ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জ্বীন সহজে মানুষকে উৎপাত করে না। ওদের জীবনে মানুষ দ্বারা কিছু বাধাগ্রস্ত হলে তখন করে বলা যায়। আচ্ছা, আপনি কি পোস্ট মর্টেম করেছেন বা সামনে ছিলেন? চামড়া কেটে ফেললে রক্ত গুলা কই যায়? এতগুলা রক্ত কি করে? নাকি দেহ ঠান্ডা হওয়ার কারণে রক্ত জমে যায়?
৮৪|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২
নূর-ই-হাফসা বলেছেন: আপনি কি বানটানা অথবা কুফরী আর নষ্ট করা বলে যে বিশ্বাস করেন ? আমাদের গ্রামে খুব বিশ্বাস করে ।
খনকার টাইপ কিছু লোক থাকে কয়েক বছর আগে পার পারসন ৫০০ টাকা নিতো । ওনাদের কাজ নষ্ট আর বানটানা খুঁজে বের করা । যা আমার কাছে বোগাস লাগে ।
ওনারা একটা রূপার আংটি দেই । নিরাপদ থাকার জন্য ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বান মারা, কুফরি এগুলা রিয়েল। খুব জঘন্য জিনিস। এগুলা করার জন্য জ্বীনের কথা এমনভাবে মেনে চলতে হয় যাতে শিরক হয়ে যায়। তখন জ্বীনরা হেল্প করে। এগুলা খুজে বের করে নষ্ট করতে হয়। কখনো তাবিজ পায়, পুতুল পায়, সূতা পায় আরো জঘন্য জিনিস আছে যেগুলা টাইপ করার মত না। এগুলা সাধারণত ভিক্টিমের আশেপাশেই থাকে। গিট খুলে দিলেই ম্যাজিক নষ্ট হয়ে যায় আর কুরআনের আয়াত পড়া লাগে। আপনাদের গ্রামে যারা খুজে বের করে ওরা আসল না ভুয়া তা জানি না। আমার প্রশ্নের উত্তর দিলেন না দেখি! ![]()
৮৫|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯
নূর-ই-হাফসা বলেছেন: পোষ্ট মর্টেম ডোম রা করে । নিজে করিনি ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ও আচ্ছা। চানাচুর আফা দেখি আসে না! ![]()
৮৬|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১
নূর-ই-হাফসা বলেছেন: আমি সামনাসামনি বানটানা করা লোক কে দেখিনি
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেখলে নিশ্চয়ই অনেক প্রশ্ন করবেন? ![]()
৮৭|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: আপুদের বাসায় নাকি লোক আসছে বলল
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকে ফেবুতে একটা গ্রুপে একজন পোস্ট দিছে। তার নাম মাইশা অয়ন। মানে মেয়ে!!! ![]()
৮৮|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: একটা মজার গল্প বলি । একবার গ্রামের এক খনকার এর কাছে আম্মু গেলেন । খনকার কে সবার মুটামুটি বর্ণনা দিলেন ।
খনকার বলল আম্মু আর আব্বু আর মামাকে নষ্ট করেছে । আর আপু আর ভাইয়ার জ্বীনের আছর আছে । শুধু মাত্র আমার কিছু বলল না । শুধু বলল কি জানি ডিজিজ আছে । আমার সেদিন খুব মন খারাপ হলো । আমাকে কেন জ্বীনে ধরলো না ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুনেন, কখনো এসব লোকের কাছে যাবেন না। আর খারাপ তান্ত্রিক/এসব টাইপের যা আছে তাদের চিনার উপায় হচ্ছে, তারা আপনাকে আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে। তখন বুঝবেন এরা জ্বীনের গোলামি করে। ১০০ হাত দূরে থাকবেন।
৮৯|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, মাঠ চরম গরম । ![]()
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পুরাই গরম শিষ্য।
আর ওই আপা ছবি পালটায় ফেলছে।
৯০|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: ওদের তিনজন কে সবসময় পড়ার জন্য রূপার আংটি দিল ।
নামটা সুন্দর কিন্তু । ![]()
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আংটি, তাবিজ এগুলাতে হাইলি চান্স আছে শিরকযুক্ত লেখালেখি থাকবে। এখনো থেকে থাকলে ফেলে দিন। এগুলা জ্বীনকে বাসায় আমন্ত্রণ করার উপকরণ।
৯১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪
কুঁড়ের_বাদশা বলেছেন: ছবি পালটায় ফেলছে, দেখেছি। হে হে হো তার সাথে আমরা মজা নিচ্ছিলাম। ওনাকে বেশি কিছু বলেন না। ওনি খুব সহজ সরল মানুষ। পোষ্টের আলোকে মন্তব্য করবেন। এছাড়া ওনি বেশি কথা বলা পছন্দ করে না। ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, আমি আসলেই ভয় পেয়েছি ছবি দেখে। তাই বলে দিয়েছি। তার পোস্টে আমি অপ্রাসংগিক মন্তব্য করি না। তবে সেইদিন ছবি দেখে আর থামাতে পারি নাই।
৯২|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
কুঁড়ের_বাদশা বলেছেন: কোন ব্যপার না।তার পরের কিংবা, সে পোষ্টে সরি বলেন দিয়েন। আপনাদের অনেক সিনিয়র হবে।সে খুব ভাল মানুষ।কিছু মনে করবে না।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনে তো এক লাইন বাড়িয়ে ডাকাতের সর্দারণী বলে দিছেন। ![]()
৯৩|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
কুঁড়ের_বাদশা বলেছেন: আমারে সে কিছু বলবে না। আমি তারে খালি পাম দেই। ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি দেখছি। আপনে তো সেদিন দুলাইভাই নিয়াও কথা বলছিলেন। আমি ভাবলাম আবার রেগে না যায়!
৯৪|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২
নূর-ই-হাফসা বলেছেন: সামিয়া আপু আপনার বড় ? একটা পোষ্ট এ লেখা ছিল দেখে ভাবলাম এইচ এস সি দিবেন
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য দেখি রিপ্লাই দিল না! নূরাফা, ফেরিওয়ালার সাথে ঝামেলা হয় নাই। পোস্ট গিয়ে দেখতে পারেন। ![]()
৯৫|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: হা ভালোই মন্তব্য দিলো দেখলাম । ওনি তাহলে বিবেকবান ও বলা চলে ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, ভদ্রতার পরিচয় দিছে।
৯৬|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১
নূর-ই-হাফসা বলেছেন: ছোট ছেলের পাকা মন্তব্য আরেক টা দেখে আসলাম । লাইক ও দিয়েছি। চানাচুর আপু কে বলতে হবে । ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অ্যাঁ!!! চানাচুর আফা কি না কি ভাববে আবার!
কিন্তু লোকটার জন্য একটু খারাপ লাগছে। স্ত্রীর সাথে কেন কথা বলতে যাচ্ছে না বুঝলাম না।
৯৭|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০
নূর-ই-হাফসা বলেছেন: আমার ইচ্ছে হচ্ছিল বলতে । সিরিয়াল গুলো র স্টাইলে ওনার এখোন অসুস্থ হয়ে হসপিটালে থাকা উচিত । তাহলে ওনার বউ ঠিক চলে আসবেন ।
জীবন টা ক্ষনিকের তার মধ্যে কত ঝগড়া অশান্তি । এই ক্ষেত্রে ডিভোর্স এর পর 2 জনের ভুল ভাঙ্গবে
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও ডিভোর্সের কথা চিন্তা করেই বেশি বকবক করেছি। ট্রমাটাইজড হয়ে গেলে খুব খারাপ।
৯৮|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
নূর-ই-হাফসা বলেছেন: আজকাল অহরহ ডিভোর্স হচ্ছে । সবার বিয়ে করার আগে ধৈর্য্য ধারন করার প্রাকটিস করে নেওয়া উচিত ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিয়াই করুম না।
![]()
৯৯|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
নূর-ই-হাফসা বলেছেন: আমাদের এলাকায় ৩জন চির কুমার আর একজন চির কুমারী আছেন । তার মধ্যে একজন কুমার মারা গেছেন ।
ওনাদের জীবন ছন্নছাড়া । যিনি মারা গেলেন ওয়াশ রুমে কল খোলা ছিল ভাগ্যিস । নাহলে পাশের ফ্ল্যাটে এর লোকজন খবরই পেতো না ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভয় পাইছি!
পুরা একা একা থাকত! সাথে কোন সহকারী ও তো রাখতে পারত!
১০০|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: আজকাল কাজের ছেলে মেয়ে পাওয়া যায়না বাসায় থাকার জন্য । ওনার বোনরা এসে প্রায় দেখে যেতো ।
আমার এক কাকা আছেন ওনার বয়হ ৫০ এর উপরে এখনো বিয়ে করেন নি । ওনি মেয়ে খুঁজে খুঁজে বিভিন্ন কারনে বাতিল করতো । ওনার এখোন কোন খবর পাওয়া যায় না । বছরে একবার খুব বেশি হলে ওনার দেখা মিলে ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিয়ে করে নি মানলাম। তাই বলে আত্মীয় স্বজনদের সাথে দেখা করবে না?
নতুন পোস্ট লিখছি।
১০১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: আমি২ বার গোল দিয়েছি ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি কি আমাকে ধরে ফেলবেন নাকি!!! ![]()
১০২|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
নূর-ই-হাফসা বলেছেন: আমার মনে হয় নতুন জন লগইন করেই চলে গেছে ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমরা তাকে ভয় পাইয়ে দিছি। ভাগছে ব্যাটায়/বেট। ![]()
১০৩|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
নূর-ই-হাফসা বলেছেন: একটা জিনিস খেয়াল করছেন ফেরিওয়ালা এবার সবাইকে ভালো ভালো প্রতিউত্তর দিচ্ছে ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কাল ধমক খেয়ে ঠান্ডা হয়ে গেল নাকি?
১০৪|
২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭
নূর-ই-হাফসা বলেছেন: দেখেছেন ব্যাপার টা সাধারন । নতুন নকিব এর কাছ থেকে আপনি শিখলে আমাকে জানাবেন ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিন্তু সে তো টাকা চাচ্ছে! ![]()
১০৫|
২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
নতুন নকিব বলেছেন:
এই আপনারা দু'জনে চুপি চুপি আমাকে নিয়ে কি বলছেন? কি শেখা দরকার? পয়সা ছাড়া কিন্তু এখন দুনিয়া অচল! বুঝেনই তো!
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জী জনাব। তবে বৃত্তি হবে ১০০%? ![]()
১০৬|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা নকিব ভাই এখানে হাজির । ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, বৃত্তি আছে কিনা কে জানে! থাকলে আমি পাব মনে হচ্ছে।
চানাচুর আফা আসল না। আপনি মাত্র আসলেন? আজকে মজা করাই হল না।
১০৭|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০
নূর-ই-হাফসা বলেছেন: সত্যপথিক এর গেট টুগেদার পোষ্ট দেখেছেন যাবেন ? সবাই দেখি যাবেনা বলছে । ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আসেন, আমরাও না কইরা দেই! তাছাড়া আপনি তো রাস্তা চিনেন না। আর আমি বাচ্চা মানুষ আপনাকে নিয়ে যেতে পারব না। রাস্তা হারায় গেলে ভ্যা করে যদি কেঁদে দেই?
![]()
১০৮|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬
নূর-ই-হাফসা বলেছেন: না আমি কিছু বলবো না । আপনি বলে আসেন । আমি লাইক দিয়ে আসবো ।
সুন্দর করে খুব ব্যস্ত ভাব ধরে একটা কমেন্টস দিয়ে আসেন ছোট ভাই ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর বাদ দেন। যাব না যখন বলার দরকার কি?
১০৯|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১
নূর-ই-হাফসা বলেছেন: সবাই তো তাই করছে । মজাই লাগছে ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দিছি।
১১০|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: দেখেছি । ফেরিওয়ালা আজকে ও পোষ্ট দিয়েছে । দেখেছেন ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মন্তব্য করতে যেয়েও ফিরে আসছি। মন্তব্য করার জন্য উশপিশ করতাছে হাত এখনো।
১১১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: দরকার নেই করার। ঝান্ডুবামের কথার শ্রী ভালো লাগে নি । এই সমস্যা র কবে যে সমাধান হবে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঝান্ডুবামের ব্লগিং ক্যারিয়ার এলোমেলো হয়ে গেছে ওমেরার জন্য। তাই হয়ত রোষ বেশি।
১১২|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: আমি কাহিনী ওতো জানি না । ঝান্ডুবামের সাথে কি ঝামেলা হয়েছিল জানেন কিছু ?,
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানিজার ভাল বলতে পারবে। ঝান্ডু চুরির প্রতিবাদ করতে গিয়ে মে বি ঝামেলা পাকায় ফেলছিল। আমি তার ব্লগে গিয়ে দেখি কোন পোস্ট নেই। তখন বুঝলাম ভালই ঝামেলায় পড়ছিল হয়ত। আমি তো ব্লগ খুলছি ঘটনার ২ মাস পর তাই আমিও তেমন কিছু জানি না।
১১৩|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১
নূর-ই-হাফসা বলেছেন: যাইহোক যেটা সত্যি সেটার জয় হোক সেই কামনাই করি ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সত্যি ঘটনা জানার উপায় তো পাচ্ছি না।
১১৪|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই অদৃশ্য মানব পোষ্ট দিয়েছে পড়ে আসেন জলদি । নতুন ব্লগার তো তাই প্রথম পেজে নাই
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আগেই দেখছি। ব্লগার শায়মা কমেন্ট করছে। পোস্টের কোন আগাও নাই মাথাও নাই। কমেন্টের ও কোন স্টেশন নাই। অদৃশ্য মানব আমার ব্লগ ও ঘুরে গেছে।
১১৫|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা আমিও কমেন্ট করে আসছি । আবার করবো ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তার সাথে মজা নিতে ইচ্ছা করতাছে খুব
আর মজা নেয়া বলতে যেই সেই মজা বুঝাই নাই।
১১৬|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
নূর-ই-হাফসা বলেছেন: সে এখন অনলাইনে নাই । ফেরিওয়ালা এর কিছু বুঝছেন ? আমি ঐ লিঙ্ক ভালো করে পড়ে হালকা পাতলা বুঝছিলাম ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কমেন্ট দিয়া আসছি!
ঝান্ডু তার পোস্ট সরায় ফেলছে কেন সেটা বুঝি নাই।
১১৭|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: আমি ও আরেকটা দিয়ে আসছি । দেখি অদৃশ্য মানব প্রতিউত্তর দেয় কিনা
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার ৫ মিনিট পরেই আমিও একটা কমেন্ট দিছি।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫
যূথচ্যুত বলেছেন: ইয়েয়েয়েয়েই !

ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস...