![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বই পড়তে ভ্রমন করতে আর আড্ডা দিতে ভালবাসি । জীবনে কাছের মানুষের দ্বারা অধিক কষ্ট প্রাপ্ত একটি ছোট্ট জীবন আপনাদের মাঝে আসলাম ।
সকলই কপালে করে
কপালের নাম গোপাল চন্দ্র
কপালের নাম গুয়ে গোবরে ।।
যদি থাকে এই কপালে
রত্ন এনে দেয় গোপালে
কপালে বিমতি হলে দুর্বাবনে বাঘে মারে ।।
কেউ রাজা কেউ ভিখারী
কপালে হয় সবারই
মনের ফেরে বুঝতে নারি
খেটে মরে অনাকারে।।
যার যেমন মনের করুণা
তেমন ফল পেয়েছে সে না
লালন বলে ভাবলে হয় না
বিধির কলম আর কি ফিরে।।
বিঃদ্রঃ এটা লালন সংগীত
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭
আশফাক ওশান বলেছেন: শিরোনামটা ভালো ছিলো
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
কপাল, মপাল, হাউকাউ কথা বলে, মানুষকে চেস্টা বিমুখ করেছে কম বুদ্ধিমানরা