![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বই পড়তে ভ্রমন করতে আর আড্ডা দিতে ভালবাসি । জীবনে কাছের মানুষের দ্বারা অধিক কষ্ট প্রাপ্ত একটি ছোট্ট জীবন আপনাদের মাঝে আসলাম ।
আমরা সভ্যতার একটি সামাজিক জীব । আমরা সব সময় একে অপরের সাথে মিশে চলি । বিপদ আপদে সকলের সাথে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আবার বিপদগ্রস্ত করার জন্যও সুযোগ নিয়ে থাকি। ভালো মন্দ মিলে আমরা মানব জাতি । ক্ষুধার্ত অবস্থায় আর বিপদগ্রস্ত অবস্থায় আমরা নিজের সকল নৈতিকতা ভুলে যাই। কিন্তু বিপদ সংকুল অবস্থা কোন না কোন ভাবে কাটিয়ে উঠে আবার আমরা স্বাভাবিব জীবন যাপন করতে থাকি । একসময় অতীত ভুলে যাই সুখের স্বর্গে । তখন জেকে বসে মনের গভীরে মুখোশধারী কিছু নৈতিকতা ও ভালো মানুষী । কিন্তু মনে থাকে না, কি ছিলাম আমি আর এখন কি ? বিপদে মানুষের প্রতি মানুষের অনেক বিশ্বাস ভালো বাসা জম্মে বিপদ মুক্ত হলেই সে তখন নিজেকেই নিজেকে বিশ্বাস করতে পারে না, এটাই সভ্য মানুষের মুখোশ । যখন ছোট ছিলাম তখন বড়দের হাত ধরে চলা শিখেছি । এখন বড় হয়ে গায়ের শক্তিতে ক্রোধে সেই হাতকেই ধরে দুরে ছুড়ে ফেলছি আঘাত করে। মনে রাখেনি সেই হাতটিই আমাকে চলতে শিখেয়েছে। বিপদ বিভীষিকার ফলে ভুলে গিয়েছিলাম বংশপরিচয় ,পেয়েছিলাম যখন কোন একটি হাত আপন করে আমাকে বাঁচাতে এগিয়ে এসেছে তখন সকলের থেকে খুব আপন করে নিয়েছিলাম তাকে । আর যখন আমি সকল কিছু অতিক্রম করে এখন সভ্য সমাজে আমার চাহিদা বাড়ছে তখন ভেবেছি নিচু বংশের ও আমার হাত ধরেছিল, ওর সহযোগিতা আমাকে নিতে হয়েছে এই হলো আমাদের মানসিকতা ।
বিপদ সংকুল সময়ে যখন বাচ বিচার করা হয় না তেমনি সভ্য সমাজে ভালো মানুষের মুখোশ পরে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি আমরা না করি । তাহলেই আমরা সৃষ্টিকর্তার সভ্য শ্রেষ্ট জীব হিসাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে পারব ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
উদভ্রন্ত বালক বলেছেন: ধন্যবাদ পড়া এবং মন্তব্য করার জন্য ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
কানিজ রিনা বলেছেন: অমানুষজীবজন্তুরমুখোশপড়ামানুষ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪
উদভ্রন্ত বালক বলেছেন: এই কারণে আমরা সামাজিক সম্প্রতি হারাচ্ছি ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮
ওমেরা বলেছেন: যা বলেছেন ভাল লাগল ধন্যবাদ ।