![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বই পড়তে ভ্রমন করতে আর আড্ডা দিতে ভালবাসি । জীবনে কাছের মানুষের দ্বারা অধিক কষ্ট প্রাপ্ত একটি ছোট্ট জীবন আপনাদের মাঝে আসলাম ।
বাংলাদেশ সরকারের স্বনামধন্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের কর্মীদের গত ৫ মাস যাবত বেতন ভাতা বাদে দেশের জনগণের স্বাস্থ্য সেবা প্রদান করে চলেছেন। সরকার এই প্রতিষ্ঠানের সফলতা গুণকীর্তন সকল ক্ষেত্রে খুব জোরে সরে প্রচার করেন কিন্তু সুনাম বয়ে আনা কারিগরদের জীবন সংসারের কোন খবর রাখেন না । সোশ্যাল মিডিয়া ফেসবুকে সিসির কর্মীদের গ্রুপে ঢুকলে দেখা যাচ্ছে কত অমানবিক করুন আর্তি তাদের বেতনের জন্য । গতকাল আল ইমরান খান নামে একজন কর্মী লিখেছেন তার বাবা অসুস্থ্য দীর্ঘদিন । সে সংসারের একমাত্র আয়ের ব্যক্তি গত ৫ মাস বেতন না পাওয়াই তার বাবার চিকিৎসাও করাতে পারে নাই । চাকুরী করে অথচ বাবার চিকিৎসা করাতে পারে নাই এই শেষ অবধি বাবা মূত্যুকলে ঢলে পড়েছে । তার সেই বুকফাটা আর্তনাদ লিখাটা দেখে চোখের জল ধরে রাখতে পারি নাই । যে দেশের সরকার স্বাস্থ্য বিভাগ নিয়ে এত গলাবাজি করে সেই দেশে কেন স্বাস্থ্য কর্মীদের এত দুঃখ দুর্দশা । শুধু বেতন ই যে সমস্যা তা নয় । আরো বৃহৎ সমস্যা হলো এই প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৪ হাজার কর্মীর চাকুরী রাজস্ব না হওয়ার অনিশ্চয়তা বিরাট আকারে হতাশা সৃষ্টি করে চলেছে । যে দেশে বর্তমান মুক্তিযোদ্ধাদের বিরাট সম্মনা দেওয়া হচ্ছে সেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা চাকুরী করে প্রায় ৫ হাজার । তারাও আজ বেতন না পাওয়াই চাকুরী রাজস্ব না হওয়াই চরম অমানবিক ভাবে দিন যাপন করছেন । এই প্রতিষ্ঠানে চাকুরীকালীন অনেক কর্মী বিভিন্ন কারণে মূত্যুবরণ করেছেন কিন্তু তাদের পরিবারের জন্য নেই কোন আর্থিক সুবিধা বা অসুস্থ্য কর্মীর চিকিৎসার জন্য নেই কোন সহায়তা । কিন্তু সরকার দেশ বিদেশ যে পরিমাণ প্রচার প্রচারণা চালাচ্ছেন সেক্ষেত্রে সামান্য উদ্যোগ নিলে এই সমস্যা গুলো সহজে জাতির স্বার্থ রক্ষা করেই সমাধান করা সম্ভব।
সর্বপরি বেতন বিহীন ৫ টি মাস কর্মীদের জীবন এখন আর কাজের প্রতি উৎসাহ মনোযোগ আকর্ষণ করছে না । ফলে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা । আজ সরকারী চাকুরী করে বলে সমাজে যে সম্মান পেয়েছে সেটাও বিলুপ্ত প্রায় ধারদেনা করতে করতে । এমন ও তথ্য ফেসবুক মারফত জানা গেছে একজন শ্রেমিকের চেয়েও করুন অবস্থায় দিনপাত করছেন এই কর্মীরা । যা একটি শিক্ষিত তরুন সমাজকে সরকার এই পরিস্থিতি তে রেখেছেন তা কখনও সরকারের মুখে আলোচনা বা সমাধানের কথা শোনা যাচ্ছে না । এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশের তুণমূল স্বাস্থ্য সেবা একেবারে ভেঙে পড়বে অচিরেই । কর্মীরা খুজবে নতুন পথ ফলে সরকার হারাবে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষিত লোকবল । তাই সরকারের কাছে আবেদন এই কর্মীদের বেতন ভাতা প্রদান ও চাকুরী রাজস্বকরণ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে একটি মাইলফলক নজির স্থপান করে যাবেন ।
©somewhere in net ltd.