নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃজনশীলতাই বিশ্বাসী । পরিবর্তন চাই সর্বত্র।

উদভ্রন্ত বালক

আমি বই পড়তে ভ্রমন করতে আর আড্ডা দিতে ভালবাসি । জীবনে কাছের মানুষের দ্বারা অধিক কষ্ট প্রাপ্ত একটি ছোট্ট জীবন আপনাদের মাঝে আসলাম ।

উদভ্রন্ত বালক › বিস্তারিত পোস্টঃ

মানবতা নিয়ে হৈ চৈ বিরাট , আমার কিছু কথা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৪

বাংলাদেশ কি মানবতা জানে না মনে হয় গতকাল এরদোয়ান স্ত্রী দেশে একদিনের ত্রাণ সামগ্রী বিতরণে অনেকে সোশাল মিডিয়াই মানবতা শিক্ষার জন্য অনুসরণ করার বিরাট বিরাট পোষ্ট ক্রিয়েট করে চলেছে। তাদের উদ্দেশ্য আমার লিখা । দীর্ঘদিন খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে উদবাস্তু রোহিঙ্গাদের সহযোগিতা করে আসছে এটা মানবতা না , আমাদের মত এমন একটি দেশের পক্ষে এত কিছু করে চলেছি তাও কি মানবতা শিখতে হবে অন্যর কাছ হতে । একজন একদিন খাবার দিয়ে বিরাট মহানুভব হয়ে যাচ্ছে আর যে দীর্ঘদিন খাওয়া পড়া থাকার ব্যবস্থা করছে সে কি কিছুই না বা তার মানবতা বলতে কিছু নেই বলেই এই গুলো করছে । হাইরে বাঙালি আমরা । আমরা নিজেদের গুণবলী গুলো তুলে না ধরে অন্যর চামচামি করতে অভ্যস্ত হয়ে পড়ি । বাংলাদেশের মত এমন একটি দেশে যাদের বিভিন্ন সমস্যা লেগেই থাকে তারা এই অসহায় নির্যাতিত মানুষের সব রকম সহযোগিতা দিয়ে থাকার ব্যবস্থা করছে , আন্তজার্তিক কুটনৈতিক আলোচনা করছে , ইতিমধ্যে বিশ্বের জনমত গঠনে সোচ্চার হয়ে উঠেছে বঙ্গকন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শুরু হয়েছে নিন্দার ঝড় মায়ানমারের রক্তপিপাসু সু চির বিরুদ্ধে । বাংলাদেশ সরকার আন্তজার্তিক সব গুলো সংস্থার কাছে বার্মার নিরাপত্তার বিষয়ে চিঠি দিয়ে জনমত গড়ে তুলছে । এর থেকে এই দেশ আর কি করতে পারে । যুদ্ধ দিয়ে এখনও বিশ্বে কোন দেশ শান্তি আনতে পারিনি । আলোচনায় পেরেছে বাংলাদেশ। আর সেটাই করছে বাংলাদেশ। ৭১ এ মহীয়সী নারী ইন্দিরা গান্ধী যেমন বাংলার জন্য ছুটে বেড়িয়েছেন তেমনি এ যুগের মহীয়সী আামার প্রিয় জম্মভূমির কন্যা মানব প্রেমী বঙ্গ কন্যা শেখ হাসিনা সেই কাজটিই দৃঢ়তার সাথে করে চলেছেন। এবং তিনি সফল হবেন । তার সার্বিক বুদ্ধিমত্তা এই অসহায় মানুষের বিপদ মুক্তির কান্ডারী হয়ে সকলের জীবন স্বস্তি ফিরিয়ে দিবেন সৃষ্টিকর্তার কৃপায়। আমরা আমাদের মহানুভবতার কথা বলতে পারি । আমাদের আন্তরিকতার প্রচার করতে পারি । আমরা মানবতায় বিশ্বের অনেক নামী ধনী রাষ্ট্রের তুলনায় অনেক মহান । এমন উদবাস্তু হয়ে বিশ্বের কত দেশে কত কষ্ট দৃর্ভিক্ষ হয়ে কত প্রাণ ঝরে গেছে রোগ শোক অন্নের অভাবে । সেখানে আমরা খাদ্য, চিকিৎসা , বাসস্থানের সুযোগ দিয়ে চলেছি । আর কি করলে আমাদের মানবতা আপনাদের চক্ষে পড়বে হে ফেসবুক মানব দরদী রা ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: চিল্লা চিল্লি করছে সেইটা তো বাংলাদেশের জন্যে ভাল। কারন বাংলাদেশের একার পক্ষে এই সমস্যা সামাল দেয়া আর সম্ভব হচ্ছে না।

এখন তিন লাখ রোহিংগা ঢুকেছে আর শরনার্থী ক্যাম্পে গিয়েছে এক লাখ! বলা বাহুল্য বাকীরা অনেক আগে আসা রোহিংগাদের সাথে মিশে গিয়েছে। এইভাবে কি রোহিংগা সমস্যার সমাধান হবে? যত বেশী শরনার্থী তাদের জন্য নির্ধারিত ক্যাম্পে থাকবে ততই তাদের জন্যে ভাল হবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

উদভ্রন্ত বালক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। আপনার মতামতটি গুরুত্বপূর্ণ তার জন্য স্থানীয় জনগণ প্রশাসন কে এগিয়ে আসতে হবে। তাছাড়া সম্ভব না । সব সরকার করবে এটা আমাদের ভুল ধারণা । তাই এই সমস্যায় সকলকে একত্র হয়ে কাজ করতে হবে।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

ত্রিকোণমিতি বলেছেন: অতিরঞ্জিত করা হলো!

আমাদের বিবেক কে ব্যাবহার করা উচিৎ, আবেকগে দূরে রেখে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

উদভ্রন্ত বালক বলেছেন: আমাদের বিবেক কোনটা বুঝব? দেশের মানুষ এবং সরকার মিলেই ত এই শরনার্থীদের জায়গা দিচ্ছে না বাইরে কোন দাতা এখানে তাদের ব্যবস্থা করে যাচ্ছে ? নিজের দেশের কথা ভুলে অন্যর প্রসংসায় পঞ্চমুখ সেটা কি ?

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

চুলবুল পান্ডে বলেছেন: আবার পেইড পোস্ট, এরাই এখন ব্লগ দাপিয়ে বেড়াচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

উদভ্রন্ত বালক বলেছেন: সমস্যা কোথায় প্রিয় ব্লগার আপনার বিচরণে । আপনি আপনার মন্তুব্য অবশ্যই প্রকাশ করতে পারেন । এখানে কোন নিষেধাজ্ঞা ত নাই ?

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

নতুন বলেছেন: ৭১ এ মহীয়সী নারী ইন্দিরা গান্ধী যেমন বাংলার জন্য ছুটে বেড়িয়েছেন তেমনি এ যুগের মহীয়সী আামার প্রিয় জম্মভূমির কন্যা মানব প্রেমী বঙ্গ কন্যা শেখ হাসিনা সেই কাজটিই দৃঢ়তার সাথে করে চলেছেন। এবং তিনি সফল হবেন । তার সার্বিক বুদ্ধিমত্তা এই অসহায় মানুষের বিপদ মুক্তির কান্ডারী হয়ে সকলের জীবন স্বস্তি ফিরিয়ে দিবেন সৃষ্টিকর্তার কৃপায়। আমরা আমাদের মহানুভবতার কথা বলতে পারি ।

এতো তেল????

হাসিনা অবশ্যই যথেস্ট কাজ করছেনা এই বিষয়ে। তিনি চিন্তা করছেন যে ভারত এবং চীন যেহেতু মায়ানমারের পক্ষ তাই কতটা সাবধানে এই বিষয়টা হ্যান্ডেল করা যায়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

উদভ্রন্ত বালক বলেছেন: সাবধানতা সকল বুদ্ধিমানের কাজ আর সেটাই করছে বাংলাদেশ। আমার খুব জানতে ইচ্ছে করছে বাংলাদেশের সেই ইসলাম প্রতিষ্ঠাকারী সংগঠনগুলি কোথায় , কোথায় তাদের ট্রেনিং গোলা বারুদ ? বার্মার এটা কি কোন অন্যায় না তাদের দৃষ্টিতে , এখানে কি জিহাদ ফরজ না ? কই কেউ ত সেটা নিয়ে কথা বলছে না অথচ যেখানে ৫ ওয়াক্ত আজান নামাজ ইসলামের সকল কাজ সুন্দর ভাবে হয় সেখানে ইসলাম কায়েম করার জন্য একযোগে সারা দেশে বোমা বিস্ফরণ , গাড়ী আগুন, মসজিদে গুলি চালায় সেই সব যোদ্ধাদের ত এখন কোন আওয়াজ শোনা যাচ্ছে না। আমি তেল দিচ্ছি না বাস্তবতা তুলে ধরেছি সেটা কারো দৃষ্টিতে হতে পা েতেল।

ধন্যবাদ জানাই আপনাকে কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য প্রিয় ব্লগার।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

নতুন বলেছেন: এ যুগের মহীয়সী আামার প্রিয় জম্মভূমির কন্যা মানব প্রেমী বঙ্গ কন্যা শেখ হাসিনা

এটা তেল দেওয়া না হলে তেল দেওয়া কাকে বলে ?

আমার খুব জানতে ইচ্ছে করছে বাংলাদেশের সেই ইসলাম প্রতিষ্ঠাকারী সংগঠনগুলি কোথায় , কোথায় তাদের ট্রেনিং গোলা বারুদ ? বার্মার এটা কি কোন অন্যায় না তাদের দৃষ্টিতে , এখানে কি জিহাদ ফরজ না ? কই কেউ ত সেটা নিয়ে কথা বলছে না অথচ যেখানে ৫ ওয়াক্ত আজান নামাজ ইসলামের সকল কাজ সুন্দর ভাবে হয় সেখানে ইসলাম কায়েম করার জন্য একযোগে সারা দেশে বোমা বিস্ফরণ , গাড়ী আগুন, মসজিদে গুলি চালায় সেই সব যোদ্ধাদের ত এখন কোন আওয়াজ শোনা যাচ্ছে না

জামাত হাইবারনেসনে আছে... এখন কিছু করবেনা। তাদের মাজা ভেঙ্গে গেছে তাই আপাতত চুপ। এই কাজের জন্য শেখ হাসিনার প্রসংসা প্রাপ‌্য। তাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.