![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অল্প দিনের জিন্দেগীতে
হাজার বছর তারাই বাঁচে
আপন ভেবে বিশ্বটাকে
নিয়েছিল যারা কাছে।
তাদের সাথে তোদের
হবেরে পরিচয়
আপন কর্মগুনে যারা
পৃথিবী করেছে জয়।
বয়স তাদের বাঁচিয়ে রাখেনি
বাঁচিয়ে রেখেছে কর্ম
কর্ম বিনে বেঁচে থাকার
কি আর থাকে মর্ম !
তোমাকে কেউ কর্ম বিনে
রাখিবেনা মনে,
ভূলিবে পর্য়ায়ক্রমে।
তুমিও তো রাখনি মনে
তোমার দাদার দাদাকে
এসেছ যার বংশানুক্রমে।
তারি ঃ২৭ শে সেপ্টেম্বর ২০১২ ইং
----------- মাজেদুল হক চৌধুরী
©somewhere in net ltd.