![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তব সেতো তিতা
বুঝেনা হারা জিতা।
থাকিতে জীবন পায়না গুণী
আপন গুণের দাম
যদিনা জপে গদিতে বসা
ঐ লোকদের নাম।
প্রশংসা করো গুণ দেখে না মুখ দেখে
বলতো গুণীর চোখে চোখ রেখে।
গুণীরা সহজে টের পেয়ে যায়
কোন বিড়াল কোন পাতে খায়।
কর্ম ছেড়ে বিত্ত পূঁজে
শয়নে নয়ন বুজে
কোনখানে যাও কার খুঁজে
সব বুঝে সে সব বুঝে।
গুণীর কদর যেখানে নেই
গুণীরা সেখানে রয়না
তাঁরা মনের মানুষ ছাড়া
মনের ব্যাথা কয়না।
©somewhere in net ltd.