নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা বলতে চাই

মাজেদ-উল হক চৌধূরী

মাজেদ

মাজেদ-উল হক চৌধূরী › বিস্তারিত পোস্টঃ

ইসরাইলি পণ্য বর্জনের চেষ্টা করছি

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

১. অভিযান শেষে ড্রিংকস খেতে সবাই দোকানে গেলাম। তবে প্রথম ধাক্কায়ই Coca-Cola, Pepsi এইসব ইসরাইলি পণ্য বাদ । কেউ কেউ মাউন্টেন ডিউ এর পক্ষে মত দিল। কেউ কেউ বিপক্ষে। কারন এটা নিয়ে আমরা সন্দিহান ছিলাম। পরে Ajhar এর হস্তক্ষেপে মাউন্টেন ডিউও কেনসেল করা হল। সবাই রাজি ফিলিস্তিনি শিশুদের রক্ত কেউ খাবে না। তাই কিনা হল #ফিজ_আপ



২. রাতে আমার প্রিয় Minhaz ভাইয়ের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় হল। যে গরম পড়েছে, তাই ড্রিংকস খেতে হবে। তবে ইসরাইলকে বয়কট করতে হবে। মিনহাজ ভাইকে সাথে নিয়ে এ দোকান থেকে ও দোকান খুঁজতে লাগলাম হালাল ড্রিংকস। কেননা ইসরাইলি পণ্য কিনে আর একটা টাকাও ওই রক্ত পিপাশু হায়নাদেরকে দিতে চাইনা। ৪/৫ টা দোকান চক্কর দেওয়ার পর অবশেষে পেলাম বাংলাদেশী ড্রিংকস #ম্যাক্স_কোলা। যদিও কোকাকোলা বা পেপসির চেয়ে এটা নিম্নমানের তারপরও জায়নবাদী পণ্যগুলো বয়কট করতে পেরে মনের মাঝে তৃপ্তি পেয়েছি ।



৩. আজ দুপুরে ছোট ভাই ড্রিংকস কিনতে যাবে। যাবার আগে কঠোরভাবে বলে দিলাম যেন ওই হারামীদের কোনো পণ্য না আনে। সে বললো ওই এগুলো ছাড়া বিকল্পগুলো নাকি এইসব দোকানে নাই। বললাম, প্রয়োজনে ১০/১২ টা দোকান খুঁজে ইউরো লেমন, ইউরো কোলা, ইউরো অরেঞ্জ, আরসি কোলা, ক্লেমন, মজো, ফিজ আপ এইগুলো নিয়ে আয়.. আর না হলে ড্রিংকস এরই কোনো দরকার নাই। ঠান্ডা পানিতে লেবুর শরবত বানিয়ে খাব। পরে সে অবশ্য‌ ইউরো অরেঞ্জ নিয়ে আসলো। তৃপ্তি সহকারে খেলাম আব্বা. আম্মা, ভাই বোনকে নিয়ে... খাওয়ার পর আরো আনন্দ লাগলো যখন দেখলাম এটা বাংলাদেশী প্রোডাক্ট। আমার দেশও যে এত ভালো ড্রিংকস বানাতে পারে তা কিন্তু আমার জানাই ছিল না। এখন ইসরাইলকে বয়কট করতে যেয়ে বংলাদেশী পণ্যগুলার সাথেও পরিচিত হচ্ছি। সত্যিই ইউরো লেমন, ইউরোকোলা, ইউরো অরেঞ্জ, আরসি কোলা, ক্লেমন, মজো, ফিজ আপ এগুলো অনেক অনেক মানসম্মত ড্রিংকস।

আমার মনে হয় এখনই সময় বাংলাদেশী ব্রান্ডগুলোকে জনপ্রিয় করে তুলার । এজন্য স্ব স্ব কোম্পানীগুলোকেও সার্ভিসের প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.