![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিতো কারো কথায়
তোমাকে ভালোবাসিনি-যে
কারো কথায় তোমাকে ভুলে যাবো !
আমিতো আমার কারনে
তোমাকে ভালোবাসিনি-যে
স্বার্থ শেষেই মুখ ফিরিয়ে নেব !
আমিতো ভাই তোমাকে
ভালোই বাসিনি-যে
তোমাকে ভুলে যাব !
আমিতো ভালোবেসেছি তোমার দর্শনকে
তোমার চিন্তাকে, তোমার মননকে
শুধু ভালোবাসিনি
মনেপ্রাণে গ্রহণও করেছি
যুদ্ধের ময়দানেও যা আমাকে প্রভাবিত করে।
তোমার প্রতি যতটুকু দয়াজন্মে
তোমার শত্রুদের প্রতিও ঠিক ততটুকু
তাইবুঝি তোমার অবিশ্বাসের ঝড়
আমাকে পর করে দিল...
না- না, তোমার অবিশ্বাসের ঝড়
আমাকে পর করে দেয়নি
তোমার দর্শনই আমাকে পর করেছে
পর করেছে আমার আমি থেকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১২
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++ ভালো লিখেছেন ।
শুভেচ্ছা