![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী সরল নয় তাই বুুঝি
এখানে সরলতা হেরে যায়
গরলতা যেন অপরাধ নয়
অপরাধ শুধু সরলতায়!
সরল মানুষ বুঝতে পারে শেষে
তাই গরলতার কাছে ধোঁকা খেয়ে
তার সরলতাকেই দোষে !
তুমি নরম মাটি পেলেই ছেঁদাতে চাও
সরল মানুষকে ঠকাতে চাও
শুধু মৃত্যুকে ঠকিয়ে
থেকে যেতে পারো নাই !
©somewhere in net ltd.