নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা বলতে চাই

মাজেদ-উল হক চৌধূরী

মাজেদ

মাজেদ-উল হক চৌধূরী › বিস্তারিত পোস্টঃ

ভেঙ্গে ফেলি নিরবতা

০৮ ই মে, ২০১৫ রাত ৮:৫৫

গত ১ সপ্তাহ ধরে কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করলাম। আর প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতেই নেপালের ভূমিকম্পে আহত নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করতে ১ মিনিট করে নিরবতা পালন করলাম। বাহ চমত্কার ! বেদনা লাঘবের চেষ্টা ছাড়াই সমবেদনা প্রকাশ !

আমি যতই খারাপ হইনা কেন, কিন্তু কারো দু:খ দুর্দশা দেখলে নিরব থাকতে পারি না । পারি না ১ মিনিটের ফালতু নিরবতা পালন করতে। কেননা ১ মিনিট কেন, ১বছরও নিরবতা পালনে কোন লাভ হবে না।

আমি জানি আমাদের এই নিরবতা অর্থহীন। সমবেদনা জানানোর জন্য এই নিরবতা প্রথা একটি কুসংস্কার। আর তাই সকল প্রগতীশীল, সুস্থ চিন্তার মানুষদেরকে অনুরোধ চলুন আমরা নিরবতা ভেঙ্গে কার‌্যকরী পদক্ষেপ গ্রহণ করি। কেননা, ১০/১২ দিন আগের ভূমিকম্পে নেপালের যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তা কাটিয়ে উঠতে তাদের আরো ১০০ বছর লেগে যাবে। সেখানকার লক্ষ লক্ষ শিশুদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। অসংখ্য অগনিত বণি আদম আজ খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।

কিছুদিন আগেও যাদের সাজানো সুখের সংসার ছিল, সুন্দর একটি ঘর ছিল, বাড়ি ছিল, সুন্দর একটা স্বপ্ন ছিল কয়েক সেকেন্ডের ব্যবধানে আজ তা ধুলিস্সাত হয়ে গেছে।আজ সেখানে শুধু হাহাকার।আমি মনে করি যারা মরে গেছে তারা আসলে বেঁচে গেছে। কিন্তু যারা আহত পঙ্গু হয়ে, মা-বাবা, ভাইবোন, ঘর-বাড়ি সবকিছু হারিয়ে নি:স্ব হয়ে গেছে তাদেরকে তো আবার জীবনের জন্য ঘুরে দাঁড়াতে হবে। আর সেজন্য মানসিক সাপোর্টের পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন ফাইনানশিয়াল সাপোর্ট।

বন্ধুরা এমন অবস্থা আমাদের যেকারোই হতে পারে। আমরাও কিন্তু এই ভূমিকম্প নামক প্রাকৃতিক দুর্যোগের বাইরে নয়। যেকোন সময় লন্ডভন্ড হয়ে যেতে পারে আমাদেরও সবকিছু। শুধু এটা মনে রাখতে হবে যে, আমরা যদি আজ তাদের জন্য কিছু করি তবে প্রকারন্তরে আমাদের জন্যই করা হবে। কবি মল্লিক ভাইয়ের ভাষায় বলতে চাই- পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়। আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। গরিব দু:খির মায়ায় যদি কাঁদে তোমার মন, তোমার জন্য অন্যেরও মন কাদবেরে তখন।

আমরা কিছু করতে চাই । কিভাবে করবো সেটা পরের বিষয়। আগে বলুন আপনি কি থাকবেন পাশে ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.