নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম নেই শুধুই প্যাচাল...........

সত্যের মাঝে সুন্দর, সুন্দরের মাঝে ভালবাস। ভালবাসার মাঝে বন্ধুত্ব, আর বন্ধুত্বের মাঝে তুমি আমি।

বলেই ফেলি

ছোট্ট এ জীবনে কত কিছু চেয়েছি, পাইনি সব টুকু কিছু কিছু পেয়েছি| কখনো বেশি কখনো কম এটাই তো এ দুনিয়ার নিয়ম| দিন শেষে রাত আসে, কেটে যায় বেলা, এ ভূবনে হবে না শেষ, চাওয়া পাওয়ার খেলা....... মাজেদ

বলেই ফেলি › বিস্তারিত পোস্টঃ

সুখবর!!! খালেদা জিয়াকে সংলাপের আহ্বান প্রধানমন্ত্রীর - লিখিত প্রস্তাব পাঠালে সংলাপে রাজি বিএনপি

০২ রা মে, ২০১৩ দুপুর ২:০৬



বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর ইউএনবির।

খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আসুন, আমরা আলোচনায় বসি। আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি আছি।’



বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো সময়, যেকোনো স্থানে আলোচনা হতে পারে। তবে সংসদ সবচেয়ে ভালো জায়গা, নিরপেক্ষ জায়গা। সংসদে আসুন, সংসদে আলোচনা হতে পারে।’

২ মে আহূত হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:১৪

একাকী বাংলাদেশি বলেছেন: হা হা হা ভুতের মুখে রাম নাম!!!! ................... কোথাও কোন একটা গড়মিল আছে

০২ রা মে, ২০১৩ দুপুর ২:১৬

বলেই ফেলি বলেছেন: সে ফলে পরিচয় পাওয়া যাবে।

২| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:২১

খাটাস বলেছেন: শুনে ভাল লাগছে, যদি এমন ভাল লাগা মাঝে মাঝেই হয়। দেখা যাক, কি হয়? আল্লাহ ভরসা

০২ রা মে, ২০১৩ দুপুর ২:২৬

বলেই ফেলি বলেছেন: দোয়া করুন আল্লাহ যে দু'জনকে সুমতি দেয়।

৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:২৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হুদাই - !!

সংবাদ পত্রের নতুন নিউজ ছাড়া কুনু ফল ফলিবে এখন তাহা মনে করি না -

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩০

বলেই ফেলি বলেছেন: আশা করতে দোষ কোথায়?

৪| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২৭

রাইসুল বাঙ্গালী বলেছেন: সত্যিই সুখবর! এমন সংবাদে সাধারণ মানুষের মনে স্বস্তি জাগবে। এখন থেকে সকল ভাষণ/বক্তৃতায় দুই নেত্রী একে অন্যকে দোষারূপ করা বন্ধ করে আলোচনার পক্ষে কথা বলুন।

০২ রা মে, ২০১৩ বিকাল ৪:০৯

বলেই ফেলি বলেছেন: দেখা যাক কি হয়।

৫| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২৮

শফিক১৯৪৮ বলেছেন: কোন ঘাপলা তো অবশ্যই আছে। এতদিন কোথায় ছিলেন?

০২ রা মে, ২০১৩ বিকাল ৪:১১

বলেই ফেলি বলেছেন: মনে হয় এত দিনে সুমতি হয়েছে।

৬| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৪২

অচিন.... বলেছেন: Samakal Online Version :|

৭| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৪৩

অচিন.... বলেছেন: তত্ত্বাবধায়ক মানলেই আলোচনা: বিএনপি

৮| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৪৭

গ্যাম্বলার বলেছেন: ত্যানা প‌্যাচানো শুরু হয়ে গেছে :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.