নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম নেই শুধুই প্যাচাল...........

সত্যের মাঝে সুন্দর, সুন্দরের মাঝে ভালবাস। ভালবাসার মাঝে বন্ধুত্ব, আর বন্ধুত্বের মাঝে তুমি আমি।

বলেই ফেলি

ছোট্ট এ জীবনে কত কিছু চেয়েছি, পাইনি সব টুকু কিছু কিছু পেয়েছি| কখনো বেশি কখনো কম এটাই তো এ দুনিয়ার নিয়ম| দিন শেষে রাত আসে, কেটে যায় বেলা, এ ভূবনে হবে না শেষ, চাওয়া পাওয়ার খেলা....... মাজেদ

বলেই ফেলি › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব ও ভালবাসা ( ১ম পর্ব)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫



চম্পা ও জয় ওরা একে অপরকে ভালবাসে,
হঠাৎ তাদের মাঝে কোন এক কারণে ঝগড়া হয়।
তার পর থেকে কেউ কারও সাথে কথা বলে না।
আকাশ ও সাথী এরাও একে অপরের ভালো বন্ধু।
সাথী ও চম্পা দু'জন ভালো বান্ধুবী।

সাথী দেখে দিন দিন চম্পা কেমন যেন মন মরা হয়ে থাকে,
কারও সাথে কথাও ঠিক ভাবে বলে না।
আকাশ চম্পাকে চিনতো না সাথীর মুখে তার কথা শুনে ছিল।
এক দিন আকাশ সাথীকে ফোন করল, সাথী সে সময় টয়লেটে ছিলো বিধায় চম্পা তার ফোনটি ধরলো কোন কথা হল না সাথী বেড়িয়ে এলো এবং ফোনটি সাথীকে ধড়িয়ে দিল।

আকাশ সাথীকে বললো কে ফোন ধরেছিল?
সাথী বললো আমার বান্ধুবী চম্পা,
আকাশ বললো তোমার বান্ধুবী বোবা না-কি?
সাথী বললো কেন?
আকাশ বললো ফোন ধরে কথা বলছিল না।
সাথী বললো আসলে ওর মনটা খুব খারাপ ছিলো তাই,
আকাশ বললো দেও দেখি আমি কথা বলে তোমার বান্ধুবীর মন ভালো করতে পারি কিনা।

চম্পা ফোন ধরে শুধ শুনতে ছিল,
আকাশ বললো দেখুন আমি কারও সাথে জোর করে কথা বলতে চাই না
আপন যদি কথা বলতে না চান তহলে ফোনটা সাথীকে দিয়ে দিন।
তখন চম্পার মনটা খারাপ থাকলেও আকাশের কথা গুলো ভালই লাগতে ছিল।
আকাশ বলতে শুরু করল যা হবার তা হয়ে গেছে, পিছনের কথা ভেবে কি লাভ? আপনি কেন আপনার সুন্দর জীবনটাকে নষ্ট করবেন?...
প্রতিদিন কথা বলতে বলতে চম্পা ও আকশের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
আকাশ আর চম্পা কেউ কাউকে না দেখলেও তাদের মাঝে সুন্দুর বোঝা পরা ছিল।
চম্পা যখন মন খারাপ করে থাকতো তখন আকাশ ওকে গান শুনিয়ে হোক আর কথা দিয়ে হোক তার মন ভালো করেই ছাড়বে।
একটা সময় আকাশ চম্পার সাথে দেখ করতে চাইলো, কিন্তু চম্পা রাজি হলো না।
এক দিন আকাশ সাথীর সাথে দেখা করতে যেয়ে সাথীর হাতে একটি কাগজ ধরিয়ে দিল,
(সাথী ভেবে ছিল, কোন চিঠি হয়তো হবে)
সাথী বললো এভাবে কি কেউ কাউকে চিঠি দেয়?
আকাশ বললো এটা কোন চিঠি না বিশ্বাস না হয় পড়তে পারো কোন সমস্যা নেই।
এখনে কিছু উপদেশ আছে যা পড়ে চম্পার ভালো লাগবে তাই নিয়ে এলাম।
ঐ কাগজটায় এক পৃষ্ঠায় লেখা ছিল, (প্রেম তুমি কি জানতে ইচ্ছে করে)
অপর পৃষ্ঠায় লেখা ছিল, (চলো বদলে যাই)
সে দিন চম্পার সাথে আকাশের দেখা হয়নি,
বাসায় ফিরে যখন চম্পা জানতে পারে, যে আকাশ এসে ছিল এবং তাকে একটা কাগজ দিয়ে গেছে, সাথে সাথে নিয়ে পড়ার পর পরই আকাশকে ফোন করে বললো আমি আপনার সাথে দেখা করতে চাই।
আকাশ তখন বললো এখনই না পরে এক সময় দেখা করব। ....................................................... (চলবে )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.