![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার রাত
মন চায় তাঁরা গুনি তুমি আর আমি
এত তাঁরা গুনিব কেমনে
আকাশটারে দুই ভাগ করে
দক্ষিন দিকটা আমি আর উত্তর দিকটা তুমি
এভাবেই গুনব
কিংবা
অর্থহীন সময় ক্ষেপণ করব ।।
মহাকালের থেকে সামান্য সময় চেয়ে নিলাম
অর্থহীন কাজে ব্যয় করার জন্য
তাতে কি এমন আসে যায়??
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৮
মাজহারুল সাকিব বলেছেন: কিছুই পেলাম না/গুনলাম না ॥
যারে নিয়ে তারা গুনার কথা ছিল সে অবেলায় ঘুমিয়ে পড়ছে
২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫২
হামিদ আহসান বলেছেন: তারা গুণা ভাল ..............
৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৮
মাজহারুল সাকিব বলেছেন: Thanks
৪| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪০
জাফরুল মবীন বলেছেন: সুন্দর অভিব্যক্তি!সুন্দর কবিতা।
ধন্যবাদ কবি শেয়ার করার জন্য।
৫| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২
মাজহারুল সাকিব বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য ॥
৬| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই। শুভকামনা।
৭| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
মাজহারুল সাকিব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০২
টুম্পা মনি বলেছেন: হাহাহা চমৎকার। তারা গুনে কতগুলো পেলেন জানাতে ভুলবেন না যেন।