নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

হায়রে মালেশিয়া

১২ ই মে, ২০১৬ সকাল ৯:৫৫


এতো স্বপ্ন নিয়ে মালেশিয়া আসলাম।। কিন্তু এখন এ কি অবস্থা।।। আমাদের কি জানের কোনো নিরাপত্তা নাই নাকি।। আমরা কি মানুষ না?? আমরা কি শিয়াল কুকুর নাকি???।।
আমরা যারা মালেশিয়ায় বহিত তাদেরকে ও আজ কঠিন পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে।।
আমি শুধু বাংলাদেশ সরকারের কাছে একটা কথাই যানতে চাই আমাদের নিয়া আজ কেন এই অবস্থা করা হচ্ছে??
আমরা বাবা "র টাকা খরচ করে মালয়েশিয়া এসেছি কোনো চাঁদাবাজির টাকা দিয়ে আসি নাই।। কষ্টের টাকা দিয়ে এসেছি।।এখন যদি আমাদের মালয়েশিয়া ছেড়ে চলে যেতে হয়।। তাহলে আমরা চিরদিনের জন্য বাংলাদেশ সরকারকে ঘ্রিনা ছাড়া আর কিছুই করবনা।।।
কারন বাংলাদেশ সরকার যদি মালয়েশিয়ান সরকারের সাথে আলচনা না করে আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে সরকার যেই হোক তার ক্ষমতায় বসার কোনো অধিকার নেই।।
আর যদি মালেশিয়া ছেড়ে আমাদের চলেই যেতে হয় তাহলে আমাদের ৮ লাখ বাঙালী কে একসাথে পাঠিয়ে দেয়া হোক।।আমরা এক ভাই কে ছাড়া আরেক ভাই মালয়েশিয়ার মাটিতে থাকবনা।।।
বিঃ দ্রঃ আমি কোনো সরকারকেই ইংগিত করে বলি নাই।। just আমাদের মনের দু:খ গুলা শেয়ার করতে ছেয়েছি।।
আসলে আমাদের এখন যেই অবস্থা বলে ভাষায় প্রকাশ করাটা অসম্ভব।।
দ্রুত সরকারকে বেবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি আমরা মালেশিয়ার প্রবাসিরা।।
ইতি মালেসিয়ান প্রবাসি।।।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬

রোষানল বলেছেন: বলে লাভ নাই। আমাদের প্রধান মন্ত্রী বাম কানে কম শোনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.