নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

দলাদলি ছেড়ে একসাথে সবাই মিলে ইসলামের জন্য কাজ করুন

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশে চলছে ইসলাম নিয়ে সবচেয়ে রমরমা ব্যবসা...

কে তালামীয করে, কে শিবির করে, কে খেলাফত মজলিশ করে কে ছাত্র জমীয়ত করে....
আরে ভাই কেউ কি আমারে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি নিজে সঠিক পথে চলছেন?
শুধুই আছেন অন্যের দোষ খুঁজাখুঁজি নিয়ে।

আমি জানি যে, এই কথাগুলো লিখার উপযুক্ত আমি না তারপরেও লিখতে বাধ্য হলাম বর্তমান পরিস্থিতির কারণে।

আমাদের সবার বিশ্বাস সমান,
সব দলই এক আল্লাহ, মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরীত রাসূল, ইসলামই একমাত্র সত্য ও সঠিক ধর্ম ইত্যাদি মৌলিক বিষয়গুলোতে একমত।
তাহলে কেন এত দল?

প্রশ্নের উত্তর একটাই, আর তা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা।

একটা কথা সবার মনে রাখা জরুরী যে, আপনারা কেউই লাগাম ছাড়া ঘোড়া নন।

এইসব দলাদলি ছেড়ে একসাথে সবাই মিলে ইসলামের জন্য কিছু করার চেষ্টা করাই কি উত্তম নয়?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

খায়রুল আহসান বলেছেন: একটা কথা সবার মনে রাখা জরুরী যে, আপনারা কেউই লাগাম ছাড়া ঘোড়া নন -- লাগামে টান না পড়া পর্যন্ত কথাটা মনে থাকেনা।

২| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

এম. সাইফ বলেছেন: বিভিন্ন দল মত থাকতে পারে কিন্তু মৌলিক বিষয়ে কারও কোন দ্বিমত নেই। যার যার অবস্থান থেকে কাজ করুক শুধু একে অপরকে হেয় না করা এবং সম্মান বজায় রেখে চলা জরুরী। সমস্যা হচ্ছে আমি যেটা করি সেটাই একমাত্র হক এবং বাকি সবাই না-হক এই মানসিকতাই আমাদের বড্ড ক্ষতি করে দিয়েছে। মহব্বতের জায়গাগুলোতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যস্ত আমরা আর ফায়দা লুটছে তৃতীয় পক্ষ। নেগেটিভ উপস্থাপনা কখনই সমাজকে ভাল কিছু উপহার দিতে পারে না যদি দরদ না থাকে। ধন্যবাদ।

৩| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: মাজিদুল ইসলাম ,



আমাদের সবার বিশ্বাস সমান হলেও আমরা লাগাম ছাড়া ঘোড়া-ই । ধান্ধার ধান্ধায় দলাদলি করতে লাগামহীন ঘোড়ার মতো ছুটতেই হয়, বিভিন্ন দলে ভাগ হতে হয় । সে লাগাম ছাড়া ঘোড়ার পায়ের তলে পিষে গিয়ে সমাজ রক্তাক্তই হয় শুধু ।

মহান সৃষ্টিকর্তা সকলের শুভবুদ্ধির উদয় ঘটাক ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৯

একজন আহমদী মুসলিম বলেছেন: https://youtu.be/w4cCoa9GD5c

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.