নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কারো চুলকানি থাকলে নিজ দায়িত্বে চুলকাইয়েন। কর্তৃপক্ষ এর দায়ভার বহন করবে না।

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৩


,
- আমাগো আর্মির সাইজ ৪ লাখের মত, নেপালের ৯৫ হাজার।
- আমাগো ফাইটার প্লেন আছে ৪৫ টা, নেপালের একটাও নাই।
- বাংলাদেশের সামরিক হেলিকাপ্টার ৫৪ টা, নেপালের মাত্র ১৮ টা।
- আমাগো ট্যাংক আছে ৬৮০ টা, নেপালের একটাও নাই।
- আমাগো যুদ্ধ জাহাজ আছে, সাবমেরিন ভি আছে দুইটা (কিনছি নয়া কিন্তু মাল পুরানা :p), নেপালের দুইটার একটাও নাই।
- আমাগো ডিফেন্স বাজেট ২.৮ বিলিয়ন ডলার, নেপালিরা ফইন্নি ওগো ডিফেন্স বাজেট মাত্র ২১ কোটি ডলার।
গত বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষীরা সীমান্তে গুলি করে গোবিন্দ গৌতম নামের এক নেপালিকে খুন করছে। বিএসএফের কাছে এইটা কুন ব্যাপারই না কিন্তু নেপালিগো কাছে বিশাল ব্যাপার।
নেপালিরা রাস্তায় আইসা সরকারে বাধ্য করছে গৌতম রে শহিদ ঘোষণা দিতে, তোপধ্বনি দিয়া সম্মান জানাইতে, তার পরিবারের দায়িত্ব নিতে আর ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ফোন কইরা মাফ চাইছে নেপালি প্রধানমন্ত্রীর কাছে।
বিপরীতে ২০০০ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতীয় বিএসএফ গুলি কইরা ১২২৩ জন বাংলাদেশি খুন করছে, ধইরা নিয়া গেছে ১৩২৯ জনরে আর রেপ করছে ১৫ জন বাংলাদেশীরে।
নিরাপত্তার জন্য যে সব অস্ত্রশস্ত্র লাগবে সব নাকি সংগ্রহ করবে বাংলাদেশ (How lol :v)। এইটা ভালো, অস্ত্রমস্ত্র ছাড়া আজকাল ঠিক ভাব আসে না।
তয় সাথে কিছু বিচিও সংগ্রহ করা দরকার। বিচি ইজ দ্যা মোস্ট ইমপোরট্যান্ট জিনিষ। বিচি ছাড়া অস্ত্রমস্ত্র কুনো কামে আসে না। নেপালিরা সেইটা দেখায়া দিল তো।
জনৈক কবি বলেছিলেন,
সাত কোটি সন্তানের, হে মুগ্ধ জননী;
রেখেছো বাঙ্গালী করে - মানুষ তো করোনি !
আমি বলি,
১৬ কোটি সন্তানের, হে মুগ্ধ জননী;
রেখেছো কাপুরুষ করে, সুপুরুষ হতে দেওনি :-D
,
,
,
#Collected

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৭

ইফতি সৌরভ বলেছেন: সাথে কিছু বিচিও সংগ্রহ করা দরকার। বিচি ইজ দ্যা মোস্ট ইমপোরট্যান্ট জিনিষ।

২| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৬

হাবিব শুভ বলেছেন: কিছু বলার নাই।

৩| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: কাকে বুঝাবেন, কেউই এই বিষয়ে মাথা ব্যাথা নেয়না। প্রশাসনও তো চুপ বা জিম্মি।

৪| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

জগতারন বলেছেন:
তয় সাথে কিছু বিচিও সংগ্রহ করা দরকার। বিচি ইজ দ্যা মোস্ট ইমপোরট্যান্ট জিনিষ। বিচি ছাড়া অস্ত্রমস্ত্র কুনো কামে আসে না।
=p~ =p~

৫| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

টারজান০০০০৭ বলেছেন: এরশাদ কাকুর পরে আর তো কুনু বিচি নাইক্কা ! আফনে বিচি কুন কামানে ব্যাভার করবেন ভাইজান ! :P =p~ :D

৬| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

টারজান০০০০৭ বলেছেন: এরশাদ কাকুর পরে আর তো কামান নাইক্কা ! আফনে বিচি কুন কামানে ব্যাভার করবেন ভাইজান ! :P :D :-P =p~

৭| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

নতুন নকিব বলেছেন:



"জনৈক কবি বলেছিলেন,
সাত কোটি সন্তানের, হে মুগ্ধ জননী;
রেখেছো বাঙ্গালী করে - মানুষ তো করোনি !
আমি বলি,
১৬ কোটি সন্তানের, হে মুগ্ধ জননী;
রেখেছো কাপুরুষ করে, সুপুরুষ হতে দেওনি :-D"

-ধন্যবাদ।

৮| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫

নয়ন বিন বাহার বলেছেন: বিচি নিয়া মিছামিছি কামড়া কামড়ি করে লাভ কি??????? !:#P

৯| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯

অগ্নি সারথি বলেছেন: বিচি ইজ দ্যা মোস্ট ইমপোরট্যান্ট জিনিষ - হাচা কতা!

১০| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮

নতুন বলেছেন: ইফতি সৌরভ বলেছেন: জগতারন বলেছেন:
তয় সাথে কিছু বিচিও সংগ্রহ করা দরকার। বিচি ইজ দ্যা মোস্ট ইমপোরট্যান্ট জিনিষ। বিচি ছাড়া অস্ত্রমস্ত্র কুনো কামে আসে না।

১১| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২২

গরল বলেছেন: নেপালীরা হিন্দী চ্যানেল ও ভারতীয় পণ্য বর্জণ করতে পেরেছে বাঙ্গালী পারে নাই। বাঙালীর শয়নে স্বপনে হিন্দী, প্রেমে হিন্দী, খেলাধুলায়ও হিন্দী মানে ভারতীয়রা যেটা ভালবাসে সেটাই। অনেক বড়সড় বাঙ্গালীর আদর্শ হল ভারত তাই বাঙ্গালীরা বা বাংলাদেশের সরকার কখনই ভারতের বিরুদ্ধে কিছু বলবে না বা বলার সাহস করবে না। এটা শুধু সরকারের না, আপামর জনসাধারণের ব্যার্থতা, এই লজ্জা সকলকেই বহন করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.