নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এটা কোন সাজানো নাটক নয়তো ?

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৫

{
"মৌলভীবাজেরর ওই দুই বাড়িতে ‘বিশেষ কেউ’ আছে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “থাকতে পারে, প্রাথমিক ধারণাটা আমরা বললাম, বড় কেউ (জঙ্গি) হয়ত থাকতে পারে।”
সিলেটের মত মৌলভীবাজারের দুই বাড়িতে অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে কি না- এমন প্রশ্নে কামাল বলেন, “প্রয়োজন হলে সেনাবাহিনীর সহযোগিতা নেব, তবে সোয়াট এনাফ।”
মন্ত্রী বলেন, প্রাণহানি এড়াতে সিলেটে ‘অধিকতর সতর্কতার সঙ্গে’ অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে।"
সুত্র: বিডি নিউজ২৪.কম
}
আমি খুবই শঙ্কিত বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। প্রতিদিন খবর আসে জঙ্গি-সন্ত্রাসী হামলা- খুন-গুম-দূর্নিতি।
এর শেষ কোথায়?
আমাদের মন্ত্রি মহোদয় আগে থেকেই কেমনে জানেন যে, সেখানে কতজন পুরুষ আর মহিলা আছে তা আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝা সম্ভব নয়।
তার পরেও বলতে চাই দয়া করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন না।
সিলেটে জঙ্গি বাহীনির আস্তানা ঘেরাও করে রাখার পর দেখা গেল সাধারণ জনগণের কষ্ট বাড়ানো হলো কিন্তু কাজের কাজ কি হলো?
প্রাণ গেল সাধারণ জনগণের।
আবার মৌলভীবাজার...
আমরা চাই দেশ থেকে জঙ্গি-সন্ত্রাসী হামলা- খুন-গুম-দূর্নিতি ইত্যাদি সকল অপরাধ একসাথে ধ্বংস হোক।
কিন্তু একটি বিষয় আমার মাথায় ঢুকে না আর তা হলো, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগলো তার পর থেকে একটির পর একটি জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পিছনের রহস্য কি?
এটা কোন সাজানো নাটক নয়তো ?

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২১

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: জঙ্গি ও মৌলবাদীদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের কাছে এসব অভিযান সাজানো নাটক মনে হবে - এমনটাই স্বাভাবিক। ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০১

মাজিদুল ইসলাম বলেছেন: সম্মানিত ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে, জঙ্গি- সন্ত্রাসীরা কোন দলের নয় কোন জাতীর নয়, ওরা অপরাধী। এবং এটাই তাদের পরিচয়।

২| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩

আরইউ বলেছেন: নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: জঙ্গি ও মৌলবাদীদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের কাছে এসব অভিযান সাজানো নাটক মনে হবে - এমনটাই স্বাভাবিক। ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০১

মাজিদুল ইসলাম বলেছেন: সম্মানিত ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে, জঙ্গি- সন্ত্রাসীরা কোন দলের নয় কোন জাতীর নয়, ওরা অপরাধী। এবং এটাই তাদের পরিচয়।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৮

শিখণ্ডী বলেছেন: ঠিক কইচুন X( তয় খাঁতি অভিনেতা তারা :| নাটক করতে গিয়া মরে 8-|

৪| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

করুণাধারা বলেছেন: আমি ভীতু মানুষ। তাই পোস্টে মন্তব্য করলাম না।

ধন্যবাদ আপনাকে।

৫| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১

তপোবণ বলেছেন: একটাকে ধামাচাপা দিতে আরেকটা। লুটপাট হালাল করার জন্য ব্যাংকে আগুন। সামরিক চুক্তিকে হালাল করার জন্য জঙন্গী নাটক সব কিছুতেই সরকার পারঙ্গম। সরকার এইসব কাজগুলি ভালোই করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.