নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে উত্তোরণের উপায়

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০১

বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে উত্তোরণের একটাই উপায় আছে আর তা হচ্ছে, সকল ইসলামী সংগঠনগুলো এক হয়ে জঙ্গিবাদের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে।
কারণ একটা মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে মুসলমানদের বদনাম করে বাংলাদেশ থেকে ইসলামের নাম-নিশানা উঠিয়ে দিতে।
আর তাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের ইসলামি সংগঠণগুলোর একে অপরের হিংসা।
একজন আরেকজনকে কাফির-মুশরিক-মুনাফিক ফতোয়া দেন, আর এই সুযোগটাই আজকের বাংলাদেশের ধ্বংসের কারণ।
সম্মানিত ইসলামি সংগঠণের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, "আপনারা আজ যেই বিষয়গুলো নিয়ে একজন আরেকজনকে গালা-গালি করেন তা কি ফরজ বিষয়?
তা কি এমন কোন বিষয় যা পালন না করলে ইসলামের মৌলিক বিষয় অস্বিকার করা হবে?
কে জামাত, কে জমিয়ত, কে হেফাজত, কে তালামিয এসব করে নিজেদের ধ্বংস ছাড়া আর কিছুই করা সম্ভব নয়। এজন্য ইসলামের খাতিরে- আমাদের মাতৃভূমির খাতিরে আপনারা সবাই একই মঞ্চে দাড়ান দেখবেন দেশের জনগণ আপনাদের দেয়া নির্দেশনা অনুযায়ী দেশ থেকে সন্ত্রাস-দূর্ণীতি-জঙ্গি নামক নাটক সহ সব কিছুর অবসান ঘটিয়ে বাংলাদেশকে তার পরিপূর্ণ সম্মান দেয়ার মাধ্যমে সোনার বাংলার তৈরী হবে।
এখনই সময় সকল অপবাদের প্রতিবাদ করার এবং সমাজ জানিয়ে দেয়ার যে, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখোন কাউকে সন্ত্রাসীর-জঙ্গিবাদীর শিক্ষা দেয় না।"
আল্লাহর ওয়াস্তে আপনাদের নিজেদের ঝগড়া ঝেড়ে ফেলে এক হয়ে সমাজকে সুন্দর করার কাজে এগিয়ে আসুন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


ইঁদুর তাড়াতে বিড়াল, বিড়াল তাড়াতে কুকুর, কুকুর তাড়াতে বাঘ, বাঘ তাড়াতে হাতী পোষার বুদ্ধি; পুরোদেশে কলা গাছ লাগানোর সময় হয়েছে।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

মাজিদুল ইসলাম বলেছেন: আপনার কথা ঠিক বুঝলাম না

২| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


সমস্যা রাজনৈতিক ও অর্থনৈতিক; এগুলোর সমাধান দরকার; আপনি যা বলছেন, সেগুলো সেকেন্ডারী।

৩| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ২:০৪

ডক্টর ওসমান বলেছেন: চাঁদগাজী আপনিও সেকেন্ডারি লেখকের কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.