নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

যেখানে সবাই থেমে যাবে, সেখান থেকেই আমাদের শুরু করতে হবে

০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

একটা বিশাল হাতিকে ভীষণ ছোট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। কোনো চেইন নেই, কোনো খাঁচা নেই।
রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্যাপারটা খেয়াল করে খুব অবাক হলো এক ছেলে। তার চিন্তা হচ্ছে চাইলেই তো হাতিটা এই দড়ি এক নিমেষে খুলে ফেলতে পারে। এইটা তার জন্য কোনো ব্যাপারই না।
ছেলেটা হাতির ট্রেইনারকে পেয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি! তারা দড়ি ছিঁড়ে পালায় না কেনো ?
ট্রেইনার বললেন, “তারা যখন ছোট ছিল, তখন এমন দড়িতেই বেঁধে রাখা হতো তাদের। তখন তাদের জন্য এই দড়িটাই উপযুক্ত ছিল। ছোট থাকা অবস্থায় এই দড়ি ছিঁড়ে বের হতে পারেনি বলে তাদের মনের মধ্যে ধারণা হয়ে যায়, এইটা আর কখনো ছেঁড়া যাবে না। তাই এখনো এই দড়িকে তারা সেই আগের মতো শক্তিশালী মনে করে ছেড়ার চেষ্টাই করে না।”
হাতির মতোই আমরাও জীবনের এক পর্যায়ে আর কোনো চেষ্টাই করি না ব্যর্থ হওয়ার পর। আমাদের ধারণা হয়ে যায় আমরা ব্যর্থতার দড়ি ছিঁড়তে পারবো না আর। এই ভুল ধারণার উপর ভিত্তি করে চেষ্টা করাই বন্ধ করে দেই। নিজের যোগ্যতার উপর আস্থা হারিয়ে ফেলি। অথচ, আরেকবার চেষ্টা করলেই হয়তো ব্যর্থতার দড়ি আমরা ঠিকই ছিঁড়ে ফেলতে পারতাম! তাই যেখানে সবাই থেমে যাবে, সেখান থেকেই আমাদের শুরু করতে হবে। থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৫

আহা রুবন বলেছেন: খুব ভাল একটি উদাহরণ দিয়েছেন। আমরা চিন্তার দিক থেকে নিজেদের কারাগারে নিজেরা বন্দি।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০

করুণাধারা বলেছেন:

ভাল পোস্ট।

++++++

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


হাতীর ট্রেইনার নিশ্চয় কোন পিএইচডি নয়; হাতী যখন ইচ্ছে করে, তখন সে সব ভেংগে ফেলে দেয়; সে মাহুতের সাথে থাকে বলেই রশি ছিড়ার দরকার হয় না।

আপনার লেখার ভিত্তি নেই।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

মাজিদুল ইসলাম বলেছেন: হয়তোবা আপনার কথাই ঠিক..
ধন্যবাদ আপনার মতামতের জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.